সফল উৎক্ষেপণ রুমির

Rocket: মহাকাশ গবেষণায় নতুন পালক, নতুন হাইব্রিড রকেটের সফল উৎক্ষেপণ ভারতের

চেন্নাই: মহাকাশ গবেষণায় আরও একধাপ এগোল ভারত। শনিবার প্রথমবার পুনঃব্যবহৃত করা যায় এমন হাইব্রিড রকেট ‘রিএইচইউএমআই-১’ চেন্নাইয়ের থিরুভিধানধাই থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে।

এর ফলে মহাকাশ গবেষণায় নতুন এক পালক যোগ হল। এই রকেটটি তৈরি করেছে তামিলনাড়ুর একটি স্টার্ট আপ সংস্থা স্পেস জোন ইন্ডিয়া এবং মার্টিন গ্রুপ। এই রকেট তিনটি কিউব স্যাটেলাইট এবং ৫০ পিকো স্যাটেলাইট বহনে সক্ষম।

এই রকেটটি কার্বন ডাই-অক্সাইড দ্বারা উৎক্ষেপিত হয় এবং প্যারাসুট সিস্টেম দ্বারা চালিত হয়। এটি পরিবেশ-বান্ধব এবং সাশ্রয়ী। যেকোনো মহাকাশ গবেষণায় এই ধরনের রকেট বিভিন্ন কাজে আসবে বলেই মনে করছেন তাঁরা। এছাড়াও কৃষি, আবহাওয়া এবং বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও এই রকেট ব্যবহৃত হতে পারে।

আরও পড়ুন: ফের দুর্যোগ উত্তরাখণ্ডে, প্রবল বর্ষণে ধুয়েমুছে গেল জোশীমঠ লাগোয়া এই গ্রাম
এই মিশনের নাম রাখা হয়েছে ‘রুমি’ এই মিশনের প্রধান আনন্দ মেগালিঙ্গম জানান, এই স্পেস জোন ইতিমধ্যেই এয়ারোডায়ানামিক প্রিন্সিপাল, স্যাটেলাইট টেকনলজি, ড্রোন টেকনোলজি, এবং রকেট টেকনোলজি-সহ নানান বিষয়ে সচেতন করার কাজ করে চলেছে। এরমধ্যেই তাঁদের এই রকেট মহাকাশ গবেষণায় ভারতকে নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।