মাইক্রো আর্টে মহাভারত চিত্র

Janmastami 2024: জন্মাষ্টমী উপলক্ষে যা করলেন এই শিল্পী…! ধন্য ধন্য করছে কোচবিহারবাসী

কোচবিহার: এমনিতেই মাইক্রো আর্ট তৈরি করা অনেকটাই কঠিন বিষয়। তাইতো যেকোনও মানুষ এই মাইক্রো আর্ট তৈরির কাজ করতে পারেন না। তবে জেলা কোচবিহারের এক গৃহবধূ সোমা মুখার্জী দীর্ঘ সময় ধরে এই মাইক্রো আর্ট তৈরি করে আসছেন। একের পর এক ক্ষুদ্র তুই ক্ষুদ্র মাইক্রো আর্ট তৈরি করার মাধ্যমে বেশ অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। বর্তমান সময়ে ফের তিনি এক নতুন মাইক্রো আর্ট তৈরি করে সকলকে চমকে দিয়েছেন। মহাভারতের এক চিত্রকে তিনি তুলে ধরেছেন তাঁর মাইক্রো আর্টের মাধ্যমে।

মাইক্রো আর্টিস্ট সোমা মুখার্জী জানান, “এই ক্ষুদ্র বিষয়টি তৈরি করতে তার সময় লেগেছে আনুমানিক তিন মাসেরও বেশি। এই গোটা বিষয়টি তৈরি করা হয়েছে একটি জলের জারের ঢাকনার ওপর। এই বিষয়টি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মডেলিং ক্লে, সুতো, জরি, রঙিন কাগজ, রাংতা, চুমকি এবং আঠা। তিনি তৈরি করেছেন মহাভারতের এক বিশেষ চিত্র। যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করছেন। আর অর্জুন তাঁর অস্ত্র ফেলে রেখে মাটিতে বসে শ্রীকৃষ্ণের জ্ঞান শুনছেন। পেছনে দাঁড়িয়ে রয়েছে ঘোড়া-সহ অর্জুনের রথ। যা দেখতে দারুন সুন্দর হয়েছে।”

আরও পড়ুনঃ ছোট্ট এই যন্ত্রই জব্দ করবে আততায়ীকে! নারী সুরক্ষায় নতুন ডিভাইস বানিয়ে চমক দিল শিলিগুড়ির যুবক

সোমা মুখার্জী আরও জানান, “পরিবারের এবং সংসারের সমস্ত কাজ একা হাতে সামলে তারপর তাঁর এই কাজ করতে হয়। তাই কিছুটা হলেও তিনি কম সময় পান এই কাজ করার জন্য। তবে দীর্ঘ সময়ের এই জিনিসের প্রতি ভালবাসা তাঁর। তাই হাজারো কাজের মাঝে ঠিক সময় বের করে নেন। পরিবারের মানুষেরাও তাঁকে যথেষ্ট সাহায্য করে। তাঁর এই শিল্পকে পরিবারের প্রত্যেকটি মানুষ বেশ অনেকটাই পছন্দ করে। তাইতো তিনি সারাদিনের ক্লান্তির পরেও আরও আগ্রহ পান এই কাজ নিয়ে মেতে উঠতে। এখনো পর্যন্ত ও বহু মডেল তৈরি করেছেন তিনি।”

দীর্ঘ সময় ধরে একের পর এক মডেল তৈরি করার মাধ্যমে বহু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এই শিল্পী। তবে এখানেই শেষ নয়, এখনও তিনি আরও মডেল তৈরি করে চলেছেন। বর্তমান সময়ে তাঁর তৈরি এই মহাভারতের মডেলটি বেশ অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে সকলের মাঝে। বহু মানুষ এই মডেলটিকে দেখতে আসছেন তাঁর বাড়িতে। এবং শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন।

Sarthak Pandit