India vs Australia 2nd T20I: ওয়েড-স্মিথের দুরন্ত ব্যাটিং, ভারতের সামনে টার্গেট ১৯৫ রান

অস্ট্রেলিয়া: ১৯৪/৫ (২০ ওভার)

#সিডনি: টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে বিশেষ সুবিধা করে উঠতে পারলেন না টিম ইন্ডিয়ার বোলাররা ৷ অধিনায়ক ম্যাথিউ ওয়েড (৩২ বলে ৫৮) এবং স্টিভ স্মিথ (৩৮ বলে ৪৬ )-এর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান করল অস্ট্রেলিয়া ৷ ওয়েড-স্মিথদের পাশাপাশি ম্যাক্সওয়েল (২২) এবং হেনরিকস করেন ২৬ রান ৷

অস্ট্রেলিয়ার ইনিংসকে এদিন গতি দিয়েছিলেন অধিনায়ক ম্য়াথিউ ওয়েডই। তাঁর হাফ-সেঞ্চুরি এসেছিল মাত্র ২৫ বলে। এক সময় মনে হচ্ছিল, দুশোর গণ্ডি টপকে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথ ও মোজেস হেনরিকসকে পরপর আউট করে ম্যাচে ফেরে ভারত। যদিও শেষ ওভারে ওঠে ১৭ রান। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল নটরাজন ৷ ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি ৷

ক্যানবেরায় প্রথম টি২০ জেতার পর আজ, সিডনিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া ৷ কোহলিদের সামনে সিরিজ জয়ের হাতছানি ৷ এদিন প্রত্যাশামতোই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ দু’দলের প্রথম একাদশেই এদিন বেশ কিছু পরিবর্তন করা হয়েছে ৷ চোট পুরোপুরি না সারায় আজ খেলতে পারছেন না অ্যারন ফিঞ্চ ৷ তাঁর বদলে এদিন অজি দলের অধিনায়কত্বের দায়িত্বে ম্যাথিউ ওয়েড ৷ শামি এবং বুমরাহকে ছাড়াই এদিন খেলতে নেমেছে ভারত ৷ শার্দুল ঠাকুর এবং শ্রেয়স আইয়ার সুযোগ পেয়েছেন প্রথম একাদশে ৷

Australia: 1 D’Arcy Short, 2 Matthew Wade (capt. and wk), 3 Steven Smith, 4 Glenn Maxwell, 5 Moises Henriques, 6 Marcus Stoinis, 7 Sean Abbott, 8 Daniel Sams, 9 Mitchell Swepson, 10 Adam Zampa, 11 Andrew Tye

India: 1 Shikhar Dhawan, 2 KL Rahul, 3 Virat Kohli, 4 Sanju Samson, 5 Shreyas Iyer, 6 Hardik Pandya, 7 Washington Sundar, 8 Deepak Chahar, 9 T Natarajan, 10 Shardul Thakur, 11 Yuzvendra Chahal

ক্যাঙারু শিবিরের জন্য একটি খারাপ খবর ৷ টি২০ সিরিজের বাকি দুটি ম্যাচেই আর বাঁ হাতি পেসার মিচেল স্টার্ককে পাবে না অস্ট্রেলিয়া ৷ পরিবারের কোনও সদস্যের অসুস্থতার জন্যই টি২০ সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন স্টার্ক ৷ অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও বলে দিয়েছেন, এই সময়টা দলের পক্ষ থেকে সবরকম সাহায্য করা হবে স্টার্ককে ৷ তিনি যখন মনে করবে, তখনই দলে ফিরতে পারেন ৷