বাড়বে মনোবল, এই জয় বাকি সিরিজেও দলের খেলায় গতি এনে দেবে: কোহলি

#ক্যানবেরা: সিরিজ হারলেও ক্যানবেরায় তৃতীয় ওয়ান ডে-তে ১৩ রানে জিতে সম্মানরক্ষা টিম ইন্ডিয়ার ৷ টি টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে এই জয় নিঃসন্দেহে চাঙ্গা করবে কোহলি ব্রিগেডকে ৷ বুধবার ম্যাচ জেতার পাশাপাশি ভারত অধিনায়ক বিরাট কোহলির মুকুটেও যুক্ত হল নতুন পালক ৷ ওয়ান ডে ক্রিকেটের দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের গণ্ডি পেরোতে সফল কিং কোহলি ৷

সচিনের দীর্ঘ ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন কোহলি ৷ মাস্টারব্লাস্টারের চেয়ে ৫৮টা ইনিংস কম খেলেই ১২ হাজার রানের গণ্ডি টপকাতে সফল  বিরাট ৷ তবে নিজের মাইলস্টোন নিয়ে কোনও মন্তব্য না করলেও দলের জয়ে খুশি ভারত অধিনায়ক ৷ এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি জানান, ‘সিরিজ হারলেও সমর্থকদের বোঝাতে চেয়েছি আমাদের মধ্যে জেতার তাগিদ রয়েছে। সেটাই আসল। এই ম্যাচটা জেতায় আমরা সবাই খুশি। আশা করব, বাকি সিরিজেও আমাদের খেলায় গতি এনে দেবে এই জয়।’’