India vs Bangladesh: ২ সেশনেই ভারতের ৬ উইকেট নিল বাংলাদেশ, একা লড়াই করলেন যশস্বী

প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও পড়ল ৩ উইকেট। চেন্নাইতে প্রথমটেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত চাপে টিম ইন্ডিয়া। সাজঘরে ফেরত চলে গিয়েছে টিম ইন্ডিয়ার তারকাখোচিত গোটা ব্যাটিং লাইন। ভারতীয় দলের উল্লেখযোগ্য বলতে গেলে যশস্বী জয়সওয়ালের হাফসেঞ্চুরি। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৭৬ রানে ৬ উইকেট।

এদিন টস জিত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ত নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই বাংলাদেশি পেসারদের দাপটের সামনে নড়বড়ে দেখায় ভারতের ব্যাটারদের। যা ঘরের মাঠে খুব একটা দেখা যায় না। প্রথম সেশনে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলির উইকেট নিয়ে ভারতীয় দলকে জোর ধাক্কা দেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ। ঋষভ পন্থ ও যশশ্বী জয়সওয়ালের অর্ধশতরানের পার্টনারশিপে কিছুটা লড়াই করে ভারত। লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ছিল ৮৮ রানে ৩ উইকেট।

পন্থ-যশস্বীর জুটি কিছু সময়ের জন্য ভরসা দিয়েছিল। মনে করা হয়েছিল প্রথম সেশনের ফাঁরা কেটে গিয়েছে। কিন্তু লাঞ্চের পর ফের আঘাত হানেন হাসান মাহমুদ। ৩৯ রান করে বাংলাদেশি পেসারের চতুর্থ শিকার হন পন্থ। লাঞ্চের পর নিজের অর্ধশতরান পূরণ করেন যশস্বী জয়সওয়াল। ৪৮ রানের পার্টনারশিপ করেন যশশ্বী ও কেএল রাহুল জুটি। ব্যক্তিগত ৫৬ রানে আউট হন যশস্বী।

আরও পড়ুনঃ General Knowledge: যৌন সম্পর্কে লিপ্ত না হয়েই মা হতে পারে কোন প্রাণী? উত্তর অজানা ৯৯ শতাংশের

যশস্বী আউট হওয়ার পরই কেএল রাহুলও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ১৬ রান করে আউট হন রাহুল। দলের ১৫০ রানের আগেই ভারতের ৬ ব্যাটার সাজঘরে ফেরত চলে যায়। চা বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১৭৬ রানে ৬ উইকেট। ২১ রানে রবিচন্দ্রন অশ্বিন ও ৭ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা।