‘২টো টেস্টেই ভারতকে হারাব!’ হাওয়া গরম করা সেই বাংলাদেশের ল্যাজে-গোবরে অবস্থা

চেন্নাই: একজনের ১২৮ বলে ১০৯ রানের ইনিংস। আরেকজন ১৭৬ বলে করেন ১১৯ রান। আর তাতেই কুপোকাত বাংলাদেশ! চেন্নাই টেস্ট চারজনের। আর অশ্বিন, ঋষভ পন্থ, শুভমান গিল ও জসপ্রিত বুমাহর।

টেস্টের তৃতীয় দিনে ১০৯ রানের ঝকঝকে ইনিংস খেলে কামব্যাক-এর দামামা বাজিয়ে রাখলেন পন্থ। আর ভারতীয় ক্রিকেটের প্রিন্স ১১৯ রানের ইনিংসে জবাব দিলেন যাবতীয় সমালোচনার।

আরও পড়ুন- পন্থ-গিলের জোড়া সেঞ্চুরি, ভারতের রানের পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ

চাপে থেকেই চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৫১৫ রানের লক্ষ্য তাদের সামনে। এখনও বাকি ৩৫৭ রান। আর ভারতের জয়ের জন্য চাই ৬ উইকেট। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৫৮ রান।

টেস্টের চতুর্থ দিন অধিনায়ক নাজমুল হোসেন ৫১ ও সাকিব  আল হাসান ৪ রান নিয়ে শুরু করবেন। তৃতীয় দিনে ৩ উইকেটে ৮১ রান নিয়ে ব্যাট করতে নামা ভারতীয় দল দ্রুতগতিতে রান তুলতে থাকে। সেঞ্চুরি করেন পন্থ।  শুভমান গিলও শতরান করেন।

 ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। ফলে বাংলাদেশের সামনে ৫১৫ রানের লক্ষ্য দাঁড়ায়। চা বিরতি পর্যন্ত কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

আরও পড়ুন- শাকিবের মুখে দড়ি, ব্যাট করার সময় ক্রমাগত চিবোচ্ছেন সেটা, কাণ্ডটা কী, হল ফাঁস

দিনের শেষ সেশনের শুরুতেই ভাঙে উদ্বোধনী জুটি। ৪৭ বলে ৩৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন জাকির। কিছুক্ষণ পর আউট হন সাদমান। ৬৮ বলে ৩৫ রান করেন তিনি। তার পরই চাপ বাড়তে থাকে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে।

ভারতীয় বোলিং বিভাগ যা পারফর্ম করছে তাতে চতুর্থ দিনেই জয় ঘরে তুলতে পারে  টিম ইন্ডিয়া। তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত সিরিজ শুরুর আগে বলেছিলেন, ২টো টেস্টেই ভারতকে হারাতে চান। তাঁকে হয়তো এবার কথা ফেরত নিতে হবে!