India vs England: অ্যাডিলেডে আজ টস যার ম্যাচও তার! অজি ভূমিতে ব্রিটিশ বধের লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া

অ্যাডিলেড: অজি ভূমিতে ব্রিটিশ বধের লক্ষ্যে নামছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ২০০৭-এর পুনরাবৃত্তি চাইছে রোহিত বাহিনী। কারণ প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে সাত উইকেট হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে জায়গা পাকা‌ করে নিয়েছে পাকিস্তান। তাই অ্যাডিলেডে বাটলারদের বধ করতে পারলেই রবিবার ভারত-পাক ফাইনাল। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের রিপ্লে।

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে যুদ্ধে নামার আগে ভারতের চোট চিন্তা। মঙ্গলবার অনুশীলনের সময় রোহিত শর্মার চোট পাওয়ার পরের দিন কুঁচকিতে চোট পেলেন বিরাট। হর্ষল প্যাটেলের বল লাগে। তবে রোহিত নিজেই জানিয়েছেন তিনি ফিট। আর টিম ম্যানেজমেন্ট সূত্রে‌ খবর বিরাটের চোট দুশ্চিন্তা দেবে না। সেমি যুদ্ধের আগে চোট চিন্তা ছাড়াও কোচ রাহুল দ্রাবিড়কে ভাবাচ্ছে কার্তিক না ঋষভ পন্থ ? অক্ষরের অফ‌ফর্ম, হার্দিক রোহিতের ব্যাটে রানের খরা। ম্যাচের আগে অনুশীলন দেখে বোঝার উপায় নেই প্রথম একাদশ কী হতে চলেছে। দুই উইকেটরক্ষককে তৈরি থাকতে বলা হয়েছে। অনুশীলনে হর্ষল প্যাটেলকে দীর্ঘক্ষণ বল করতে দেখা যায়। চমক হিসেবে অক্ষরের বদলে তিনি খেলে দিতেও পারেন। তৈরি রাখা হচ্ছে চাহালকেও।

আরও পড়ুন– বড় খবর! আজ থেকেই স্কুলে স্কুলে চাকরি দিতে শুরু করছে এসএসসি, শুরু হচ্ছে কাউন্সিলিং

তবে দ্রাবিড়কে স্বস্তি দিচ্ছে সবচেয়ে বেশি সূর্যর টপ ফর্ম। নিজের কেরিয়ারের সেরা জায়গায় রয়েছেন স্কাই। বিরাটের ব্যাট আর ফাস্ট বোলারদের পারফরম্যান্স টিম ইন্ডিয়ার ভরসা।‌‌ অন্যদিকে সেমিফাইনালে আগে ইংল্যান্ড দলে একের পর এক ক্রিকেটারের চোট। দাউইদ মালানের পর এ বার চোট মার্ক উডের। ইংল্যান্ডের পেসার যদি খেলতে না পারেন টাইমল মিলস তাঁর জায়গা নিতে পারে বলে খবর। তবে টুর্নামেন্টে সেভাবে সফল না হলেও ইংল্যান্ড ব্যাটিং লাইনআপে গভীরতা অনেক বেশি।

ভারতীয়দের সঙ্গে আইপিএলে খেলার অভিজ্ঞতা সেমিফাইনালের মঞ্চে কাজে দেবে। সেমির যুদ্ধে নামার আগে ভারতকে এগিয়ে রাখছে ইংল্যান্ড। তবে সহজে জমি ছাড়তে নারাজ স্টোকসরা। ফাইনালে ভারত পাক না হতে দেওয়ার হুংকার ব্রিটিশদের গলায়। যদিও পরিসংখ্যান ভারতের পক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে ২-১ ব্যবধানে। ২০০৭-এ প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবরাজ সিংহের ছয় ছক্কার জন্যে জয় পায় ভারত। ২০১০ সালে ভারত তিন রানে হেরে যায়। ২০১২ সালে আবার ৭০ রানে জয় পায়। ‌‌ লক্ষ্মীবারে ম্যাচের সময় বৃষ্টির পূর্বাভাস অল্প রয়েছে বটে। তবে একটা পরিসংখ্যান ভাবাবে দুই দলকে। টি-টোয়েন্টিতে অ্যাডিলেডে টস যার ম্যাচও তার।‌