দেশ ফাইনালে ওঠার আনন্দ, টিভি চ্যালেনেই উদ্দাম নাচ ওয়াকার-শোয়েবদের

#করাচি: টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌছেছে পাকিস্তান। ২০০৯ সালের পর ফের একবার ফাইনালে পৌছানোয় পাকিস্তান জুড়ে এখন উৎসবের পরিবেশ। নাচে-গানে মাতলেন দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। বাবর আজম-মহম্মদ রিজওয়ান-শাহিন আফ্রিদিরা ফাইনালে পৌছাতেই লাইভ টিভি স্টুডিয়োতে তুমুল নাচ শোয়েব মালিক, ওয়াকার ইউনিসদের।

এর আগে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের টিকিক পাকা হওয়ার সময়ও একই দৃশ্য দেখা গিয়েছিল। তবে সেদিনের নাচকে হার মানা ফাইনালে ওঠার উদ্দামতা। পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেলে বিশ্লেষণের জন্য ছিলেন ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, মিসবা উল হক, শোয়েব মালিকরা। কিউইদের হারিয়ে ফাইনালে উঠতেই পঞ্জাবি গানে তুমুল নাচ শুরু করেন প্রাক্তন পাক ক্রিকেটাররা।

প্রাক্তন পাকিস্তান ক্রিকেটারদের নাচ ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, ওয়াসিম আক্রম ও মিসবা উল হক হাততালি দিলেও উদ্দাম নাচ নাচছেন ওয়াকার ইউনিস ও শোয়েব মালিক। ওই টিভি চ্যানেলের সঞ্চালককেও মন খুলে নাচতে দেখা যায়।

 

আরও পড়ুনঃ কোহলির চোট সমস্যা থেকে চাহলকে নিয়ে জল্পনা, ইংল্যান্ডের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতীয় দল

 

প্রসঙ্গত, সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ডায়ার্ল মিচেল ও ৪৬ রান করেন কেন উইলিয়ামসন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন শাহিন আফ্রিদি। রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৭ উইকেট জয় পায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ৫৭, বাবর আজম ৫৩ ও মহম্মদ হ্যারিস ৩০ রানের অনবদ্য ইনিংস খেলেন।