Virat Kohli: কোহলি আউট না নট আউট, জোর তরজা, দেখুন ভাইরাল ভিডিও

#মুম্বই: বিশ্রাম থেকে ফিরে ভারত বনাম নিউজিল্যান্ড  (India vs New Zealand) দ্বিতীয় টেস্টে  (2nd Test) ফের ব্যর্থ ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)৷ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হঠাৎই বিরাটের আউট (Virat Kohli Out) ঘিরে শুরু বিতর্কের তরজা৷ বিরাট আউট না আউট নয় তা নিয়ে অধিনায়ক নিজে ও কোচ রাহুল দ্রাবিড় একদিকে অন্যদিকে রয়েছেন কমেন্টেটরা৷ কিন্তু সব মিলিয়ে বিরাটের আউট হওয়ার মুহূর্তের ভিডিও ভাইরাল (Viral Video)৷

এদিন আজাজ প্যাটেলের শিকার বিরাট৷ কোনও রান না করেই এলবিডাব্লু হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল ভারত অধিনায়ককে (Virat Kohli out)৷ ম্যাচের ৩০তম ওভারের খেলা চলছিল৷ ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী আঙুল তোলেন৷ সঙ্গে সঙ্গে বিরাট কোহলি আউটের সিদ্ধান্ত নিয়ে রিভিউ চাইলে   থার্ড আম্পায়ারের বিচার অনুযায়ি তাঁর বলটি প্রথমে ব্যাটে লাগার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি৷ এদিকে বিরাটকে ফিল্ড আম্পায়রের সঙ্গে কথা বলতেও দেখা যায়৷

বিরাট কোহলির মাঠের বডি ল্যাঙ্গোয়েজে প্রমাণ হয় যে তিনি আম্পায়রের সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না৷ স্বাভাবিকভাবে বিরাটের আউটের সেই বিতর্কিত মুহূর্তের ভিডিও ভাইরাল (Viral Video)৷

বৃষ্টির কারণে ভারত বনাম নিউজিল্যান্ড  (India vs New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test)  প্রথম দিনের খেলা দেরিতে শুরু হলেও দুই ওপেনার শুভমান গিল এবং ময়ঙ্ক আগরওয়াল ভালোই খেলছিলেন৷ দলের ৮০ রানে প্রথম উইকেট হারায় ভারত৷ ব্রেক থ্রু দেন কোহলিকে আউট করা আজাজ প্যাটেল৷ আউট হন শুভমান গিল৷ ৪৪ রান করে আউট হন তিনি৷  তাঁর হাতে এদিন ০ রানে প্যাভিলিয়েন ফেরেন চেতেশ্বর পূজারাও৷

আরও পড়ুন – Good Health Tips: শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, এই মশলা ও ভেষজে Lifestyle হবে বিন্দাস

এদিকে একেবারে ভালো শুরু করা ভারতীয় ক্রিকেট দল আজাজ প্যাটেলের ধাক্কায় বেশ বেসামাল৷

সকাল থেকে দুবার মাঠ পর্যবেক্ষণের পর সাড়ে এগারোটার সময় হল ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand)  দ্বিতীয় টেস্টের (2nd Test) টস৷ বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল টসে জিতে ব্যাট করবে৷ একাধিক ক্রিকেটারের চোট থাকায় এদিন আশা করা হয়েছিল হনুমা বিহারী  (Hanuma Bihari) দলে থাকতে পারেন কিন্তু প্রথম একাদশে জায়গা হল না তাঁর৷

আরও পড়ুন – Kolkata Municipal Election 2021: নোংরার আঁতুড়ঘর ১নম্বর ওয়ার্ডের ২২নম্বর বস্তি, বাম প্রার্থী ঘুরে দেখে যা বুঝলেন

দেখে নিন ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ)  দ্বিতীয় টেস্ট  (2nd Test) ম্যাচে দুই দলের প্রথম একাদশ (Playing 11)৷

দেখে নিন সাড়ে এগারোটার সময় হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্টের (2nd Test) টসের  (Toss) ভিডিও৷

আরও পড়ুন – Good Health Tips: শুধু রান্নার স্বাদ বাড়াতেই নয়, এই মশলা ও ভেষজে Lifestyle হবে বিন্দাস

এদিকে এর আগে সকাল সাড়ে নটায় টস নির্ধারিত থাকায় ভিজে আউট ফিল্ডের জন্য তা সময়ে করা যায়নি৷ একঘণ্টার বাদের মাঠ পর্যবেক্ষণেও ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) দ্বিতীয় টেস্ট ম্যাচের টসের (Toss) সময় নির্ধারিত হল না৷ বোলার রানার আপ খানিকটা শুকোলেও মাঠের তলায় এখনও ভিজে ভাব রয়েছে৷ বেলা ১১.৩০ নাগাদ হবে পরের মাঠ পর্যবেক্ষণ৷ দেখা হবে যদি দুপুরের সেশনে ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ)  দ্বিতীয় টেস্ট (2nd Test) খেলা যায়৷

এদিকে খেলা নির্ধারিত সময়ে শুরু না হতে পারায় আগেই লাঞ্চ নিয়ে নিল ভারত বনাম নিউজিল্যান্ড  (India vs New Zealand)৷

ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) দ্বিতীয় টেস্ট (2nd Test) শুরু হল না নির্ধারিত সময়ে৷ এদিকে দলে বাদ গেলেন অজিঙ্ক রাহানে ( Ajinkya Rahane), ইশান্ত শর্মা (Ishant Sharma) , রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)৷ ইশান্ত বাঁ হাতের কড়ে আঙুল ভেঙে ফেলেছেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand)  প্রথম টেস্টের শেষ দিনে এই কাণ্ড ঘটেছে৷ জাদেজা প্রথম টেস্টের সময়েই ফোর আর্মের চোটের জন্য স্ক্যানের জন্য গেছে৷  অন্যদিকে অজিঙ্ক রাহানে বাঁ হাতের হ্যামস্ট্রিংয়ে টানের জন্য  এই টেস্টে নেই৷