তবে, ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্, ট্রফি খেলতে যাবে কিনা তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও পর্যন্ত বিসিসিই রাজি নয় দল পাঠাতে। একান্ত না গেলে তখন গত এশিয়া কাপের মত হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

India vs Pakistan: রোহিত শর্মার চোট নয়, পাকিস্তান ম্যাচের আগে বড় চিন্তা ভারতের! জানুন বিস্তারিত

আইরিশদের বিরুদ্ধে একতরফা জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়ারা বুঝিয়ে দিয়েছেন সিম বোলিয়ের জন্য আমেরিকার উইকেট কতটা উপযুক্ত। মারকাটারি ব্যাটিং করেছেন রোহিত শর্মাও। অধিনায়কের কাঁধের চোট কিছুটা চিন্তা বাড়ালেও তা গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

৯ তারিখ টিম ইন্ডিয়ার মেগা ম্যাচ। প্রতিপক্ষ চির প্রতিপক্ষ পাকিস্তান। কিন্তু প্রথম ম্যাচে জয় পেলেও একটি বিষয় চিন্তায় রেখেছে ভারতীয় দলকে। আর তা হল আমেরিকার পিচ। কারণ প্রথম ম্যাচেই বোঝা গিয়েছে এখানকার উইকেট এখনও ঠিকভাবে তৈরি হয়নি। পিচে পেসারদের জন্য যথেষ্ট সুবিধা রয়েছে। সুইং ও বাউন্স রয়েছে যথেষ্ট। পাকিস্তান দলে শাহিন আফ্রিদি, মহম্মদ আমির, হ্যারিস রউফ, নাসিম শাহদের মত পেসাররা রয়েছে। ফলে আমেরিকার উইকেটে তাদের বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না তা বুঝতে পারছেন রোহিত শর্মা।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শেষে আশঙ্কার কথা শোনা গিয়েছে রোহিতের কথাতেও। তিনি বলেছেন, নতুন মাঠ, নতুন পরিবেশ আমাদের মানিয়ে নিতে একটু সময় লাগবে। তবে আমরা খুব দ্রুত মানিয়ে নিচ্ছি। আমারা পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন টি-২০ ক্রিকেট খেলিনি। ওদের কিছু বিষয় জেনে নিয়ে সেই মত পরিকল্পনা তৈরি করতে হবে। এই ম্যাচ জিততে হলে সকলকে নিজেদের সেরাটা দিতে হবে।

আরও পড়ুনঃ Rohit Sharma: চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত! খেলবেন তো পাকিস্তান ম্যাচে? রইল বড় আপডেট

প্রসঙ্গত, আমেরিকার উইকেট দেখে রোহিত আগেই বলেছিলেন এখানে আইপিএলের মতন রান হবে না। প্রতিযোগিতার একাধিক ম্যাচ দেখে সেটাই বোঝা যাচ্ছে। এমনকী বোলারদের পরিকল্পনা করে টেস্ট ম্যাচের লাইন-লেন্থে বোলিং করার কথাও বলেছেন হিটম্যান। তবে পাকিস্তান ম্যাচের আগে গোটা দল যে আত্মবিশ্বাসী সেউ কথা জানিয়েছে ভারত অধিনায়ক।