সাত ফিটের বোলার খেলাল পাকিস্তান, ‘জুজু’ দেখল ভারতীয় ব্যাটাররা! ২৫৯ রানে শেষ

কলকাতা: ভারত-পাকিস্তানের মধ্যে যখনই কোনো ম্যাচ হয়, তখনই তা নিয়ে আলোচনার শেষ থাকে না। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কাছে হেরে যাওয়ার পর আবারও খেলতে নেমেছে পাকিস্তান। সেই ভারেতর বিরুদ্ধেই।

এবারের লড়াই সিনিয়র নয়, অনূর্ধ্ব-১৯ দলের। ১০ ডিসেম্বর রবিবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তান প্রথমে বোলিং করে। ভারতকে ২৫৯ রানে সীমাবদ্ধ করে তারা। বোলিং বিভাগে বড় ভূমিকা পালন করেন মহম্মদ জিশান।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনেকদিন ধরেই প্রতীক্ষিত ছিল। রোহিত শর্মার অধিনায়কত্বে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল সিনিয়র দল।

রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক শাদ বেগ টসে জিতে বোলিং বেছে নেন। ভারতের অধিনায়ক উদয় সাহারান, আদর্শ সিং এবং সচিন ধসের অর্ধশতকের ভিত্তিতে ৯ উইকেটে ২৫৯ রান করে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- বাঁদর কামড়ে দিয়েছে রিঙ্কু সিংকে! শুভমান গিল দিলেন ভেতরের খবর

পাকিস্তান ক্রিকেট দলে এখন একজন বোলার রয়েছেন যাঁর উচ্চতা ৬ ফিট ৮ ইঞ্চি। তাঁর নাম মহম্মদ জিশান। তিনি আজকাল খবরে আছেন। নেপালের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এদিন ভারতের বিরুদ্ধেও ৪ উইকেট নেন তিনি।

এই ম্যাচে তিনি পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ভারত ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে। এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ দুই দল শুরু করেছে জয় দিয়ে। টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছে। আর পাকিস্তান নেপালকে হারিয়েছে। আশ্চর্যের বিষয় হল, লক্ষ্য তাড়া করতে নেমে দুই দলই জিতেছে ৭ উইকেটে।

আরও পড়ুন- IPL 2024: কবে শুরু হবে আইপিএল ২০২৪? নিলামের আগেই জানা গেল বড় আপডেট

এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে। অর্থাৎজয় থেকে খুব বেশি দূরে নেই তারা।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F