Tag Archives: U19 India Team

বিশ্বকাপ ফাইনালে এক ‘ভারতীয়’র দাপট, তাও ভারতের বিরুদ্ধে! বিরল ঘটনা ক্রিকেটে

বেনোনি: ভারতের বিরুদ্ধে এক ভারতীয়ের দাপট!

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাজটা কঠিন করে দিল অস্ট্রেলিয়া। এমনিতেই লোকে বলে, অস্ট্রেলিয়া যে কোনও টুর্নামেন্টের ফাইনাল খেললে তাদের মতো কঠিন প্রতিদ্বন্দ্বী আর নেই। সেই কথাই যেন বারবার সত্যি হয়ে যায়!

এখনও পর্যন্ত পাঁচবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আজ ষষ্ঠবার বিশ্বসেরা হওয়ার সুযোগ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সামনে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ছোটদের বিশ্বকাপ জিতেছে তিনবার। অর্থাৎ আজ তাদের সামনে চতুর্থবার বিশ্বজয়ের সুযোগ।

আরও পড়ুন- ৩ মাস পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, বড়দের বদলা নিতে তৈরি ছোটরা

তিন মাসের মধ্যে আবার ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। সেবার ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অজিরা। তাও আবার ভারতেরই মাটিতে। এবার বড়দের সেই হারের বদলা নেওয়ার সুযোগ ছোটদের সামনে।

দক্ষিণ আফ্রিকার এই ভেনুতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল খেলা হয়। ১৭৯ রান করেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটা জিতে নেয় অজিরা। এই উইকেট লো স্কোরিং। সেখানেই কি না অস্ট্রেলিয়া ভারতের সামনে ২৫৩ রানের লক্ষ্য রাখল!

ফাইনালে এক ভারতীয়ের দাপট দেখল গোটা বিশ্ব। তাও ভারতের বিরুদ্ধে। হরজস সিং। ভারতীয় বংশোদ্ভুত তিনি। তাঁর বাবা অস্ট্রেলিয়ায় ট্রাভেল ব্যবসায় যুক্ত। সেই হারজাস গোটা টুর্নামেন্টে ছাপ রাখতে পারেননি। কিন্তু ফাইনালে ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলেন।

আরও পড়ুন- ভালবাসার সপ্তাহে সৌরভ-ডোনার ঘরে নতুন ‘সদস্য’! ‘পরী’র অপেক্ষায় গাঙ্গুলি পরিবার

হরজস এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ ১৭ রান করেছিলেন। এদিন ফাইনালে তিনি খেললেন ৫৫ রানের ইনিংস।

জমে গেল বিশ্বকাপ ফাইনাল! এক ইঞ্চি জমি ছাড়ছে না অস্ট্রেলিয়া, ভারতের কাজ কঠিন হচ্ছে!

নয়াদিল্লি: কঠিন হচ্ছে ভারতের কাজ! অজিরা এক ইঞ্চি জমি ছাড়ছে না। মাত্র তিন মাসের মধ্যে আরও একবার ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। গতবার যা হয়েছিল, এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি নিশ্চয়ই চাইছেন না ভারতীয় সমর্থকরা!

রান রেট কিছুটা কম অজিদের। ২৮ ওভারে ১৩১। তিন উইকেট হারিয়ে। তবে ক্রিকেটবিশ্ব জানে, অস্ট্রেলিয়া দলটা ফাইনালে নামলে একেবারে অন্যরকম। তখন তাঁদের অদম্য মানসিকতা বড় বড় দলের ঘাম ছুটিয়ে দেয়। যে কোনও বড় টুর্নামেন্টের ফাইনাল খেললেই অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যেন আলাদা শক্তি অর্জন করে ফেলেন!

আরও পড়ুন- ভালবাসার সপ্তাহে সৌরভ-ডোনার ঘরে নতুন ‘সদস্য’! ‘পরী’র অপেক্ষায় গাঙ্গুলি পরিবার

এখনও পর্যন্ত পাঁচবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আজ ষষ্ঠবার বিশ্বসেরা হওয়ার সুযোগ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সামনে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ছোটদের বিশ্বকাপ জিতেছে তিনবার। অর্থাৎ আজ তাদের সামনে চতুর্থবার বিশ্বজয়ের সুযোগ।

শুরুতে শক্ত ভিতে থাকলেও এখন কিছুটা নড়বড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। সিঙ্গলসে খেলছে অজিরা। মিডল ওভারে একেবারে ধরে খেলা যাকে বলে! ১০ ওভার শেষে ৪৫ রানে এক উইকেট ছিল অস্ট্রেলিয়ার। তার পর আরও দুটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া এখন কিছুটা চাপেই আছে।

আরও পড়ুন- বাবা, দাদার মৃত্যু! সৌরভের বড় অবদান ‘এই ছেলে’র জীবনে, আজ তিনি ভারতীয় দলে

ভারতের নমন তিওয়ারি ২ টি ও রাজ লিম্বানি একটি উইকেট পেয়েছেন। রায়ান হিকস ও হরজস সিং অস্ট্রেলিয়ার হয়ে জুটি গড়ার চেষ্টা করছেন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মাত্র ৫২ রানে গুটিয়ে গেল নেপাল; এই বোলারের দুর্ধর্ষ বোলিংয়ে জয় ভারতের

নয়াদিল্লি: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের তৃতীয় ম্যাচে নেপালকে ৫২ রানে হারিয়েছে ভারত। এর সৌজন্যে রয়েছে ভারতীয় বোলারদের দুর্ধর্ষ পারফরম্যান্স। পেসার রাজ লিম্বানির নেতৃত্বে দারুণ বোলিং করেছেন বোলাররা। এদিনের ম্যাচে নেপালের ব্যাটসম্যানরা সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেননি। ভারতীয় দলের অধিনায়ক উদয় সাহারান টস জেতেন এবং নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠান ৷  অধিনায়কের এই সিদ্ধান্ত যে সঠিক, সেটাই প্রমাণ করে দিয়েছে ভারতীয় বোলাররা। প্রথম থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে নেপালের।

আরও পড়ুন-পৃথিবী কি শ্বাস নেয়! এই ভিডিও দেখলে স্তম্ভিত হয়ে যাবেন আপনিও

ফলে শুরুটা একেবারেই ভাল হয় নি নেপালের পক্ষে। ৫০ ওভারের মধ্যে ২২.১ ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় নেপাল। মাত্র ৯ রানেই প্রথম উইকেট পড়ে যায় নেপালের। পেসার রাজ লিম্বানির বলে মাত্র ১ রান করে আউট হয়ে যান নেপালের ওপেনার দীপক বোহারা। এরপর উত্তম মগরের দ্বিতীয় উইকেটটিও নেন লিম্বানি। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যেতে বাধ্য হন তিনি। অর্জুন কুমালকে আউট করেন আরাধ্যা শুক্লা। মাত্র ৭ রান করেছেন অর্জুন। অন্যদিকে দলের অধিনায়ক দেব খানাল মাত্র ২ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

আরও পড়ুন- স্পার্ম কাউন্ট কমছে? সমস্যা দূর করতে টানা ২১ দিন নিয়মিত সেবন করুন এই গাছের রস, ডায়াবেটিস-জন্ডিসেরও মহৌষধ

মাত্র ৪ রান করে আউট হন গুলশন ঝাঁ। অন্যদিকে রানের খাতা খোলার আগেই লিম্বানির বলে আউট হন দীপক দুমরি। আবার মাত্র ৪ রান করে আউট হন দীপেশ খান্ডেল। ভারতীয় দলের রাজ লিম্বানি সবথেকে বেশি অর্থাৎ মোট ৭টি উইকেট নিয়েছেন। আর আরাধ্যা শুক্লা এবং আরশিন কুলকার্নি নিয়েছেন যথাক্রমে ২টি এবং ১টি উইকেট।

এই ম্যাচের আগে অর্থাৎ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়েছিল ভারত। ৮ উইকেটে ভারতীয় দলকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ভারত করেছিল ২৫৯ রান। মাত্র ২ উইকেট খুইয়ে ওই রান অনায়াসে তুলে দেয় পাক দল। আজান আওয়াইস পাকিস্তানের হয়ে দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকান। আর ওই ম্যাচে ভারতীয় দলের তিন জন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরি করেছিলেন।

সাত ফিটের বোলার খেলাল পাকিস্তান, ‘জুজু’ দেখল ভারতীয় ব্যাটাররা! ২৫৯ রানে শেষ

কলকাতা: ভারত-পাকিস্তানের মধ্যে যখনই কোনো ম্যাচ হয়, তখনই তা নিয়ে আলোচনার শেষ থাকে না। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কাছে হেরে যাওয়ার পর আবারও খেলতে নেমেছে পাকিস্তান। সেই ভারেতর বিরুদ্ধেই।

এবারের লড়াই সিনিয়র নয়, অনূর্ধ্ব-১৯ দলের। ১০ ডিসেম্বর রবিবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তান প্রথমে বোলিং করে। ভারতকে ২৫৯ রানে সীমাবদ্ধ করে তারা। বোলিং বিভাগে বড় ভূমিকা পালন করেন মহম্মদ জিশান।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনেকদিন ধরেই প্রতীক্ষিত ছিল। রোহিত শর্মার অধিনায়কত্বে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল সিনিয়র দল।

রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক শাদ বেগ টসে জিতে বোলিং বেছে নেন। ভারতের অধিনায়ক উদয় সাহারান, আদর্শ সিং এবং সচিন ধসের অর্ধশতকের ভিত্তিতে ৯ উইকেটে ২৫৯ রান করে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- বাঁদর কামড়ে দিয়েছে রিঙ্কু সিংকে! শুভমান গিল দিলেন ভেতরের খবর

পাকিস্তান ক্রিকেট দলে এখন একজন বোলার রয়েছেন যাঁর উচ্চতা ৬ ফিট ৮ ইঞ্চি। তাঁর নাম মহম্মদ জিশান। তিনি আজকাল খবরে আছেন। নেপালের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এদিন ভারতের বিরুদ্ধেও ৪ উইকেট নেন তিনি।

এই ম্যাচে তিনি পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন। ভারত ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচ জিতেছে। এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ দুই দল শুরু করেছে জয় দিয়ে। টিম ইন্ডিয়া আফগানিস্তানের বিরুদ্ধে জিতেছে। আর পাকিস্তান নেপালকে হারিয়েছে। আশ্চর্যের বিষয় হল, লক্ষ্য তাড়া করতে নেমে দুই দলই জিতেছে ৭ উইকেটে।

আরও পড়ুন- IPL 2024: কবে শুরু হবে আইপিএল ২০২৪? নিলামের আগেই জানা গেল বড় আপডেট

এই খবর লেখা পর্যন্ত পাকিস্তান ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলেছে। অর্থাৎজয় থেকে খুব বেশি দূরে নেই তারা।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

IND vs PAK: বছর শেষে ফের ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ, কবে হবে এই ম্যাচ? জেনে নিন বিস্তারিত

২০২৩ সালে ২২ গজে একাধিকবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। এশিয়া কাপ থেকে ওডিআই বিশ্বকাপ প্রতিবার সাক্ষাতেই জয়ের হাসি হেসেছে টিম ইন্ডিয়া। বছর শেষে ফের একবার ক্রিকেট যুদ্ধে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান।

বছর শেষে সিনিয়র ভারতীয় দল থাকবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে টি-২০, ওডিআই ও টেস্ট সিরিজ খেলবে ভারত। অপরদিকে, যুব এশিয়া কাপ খেলতে নামবে ভারতের অনুর্ধ্ব ১৯ দল। ইতিমধ্য়েই যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেখানে জানা গিয়েছে কবে ভারত-পাক মহারণ।

৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। আয়োজক দেশ দুবাই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আফগানিস্তান। টুর্নামেন্টের ফাইনাল ১৭ ডিসেম্বর। আর আগামী ১০ ডিসেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। জুনিয়র লেভেল হলেও আরও একবার ভারত-পাক দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা।

আরও পড়ুনঃ Why Indian team play in blue jersey: টিম ইন্ডিয়ার জার্সির রং নীল কেন? আসল কারণ অনেকেই জানেন না

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রীড়াসূচি:
৮ ডিসেম্বর: ভারত বনাম আফগানিস্তান, পাকিস্তান বনাম নেপাল।
৯ ডিসেম্বর: বাংলাদেশ বনাম আমিরশাহি, শ্রীলঙ্কা বনাম জাপান।
১০ ডিসেম্বর: ভারত বনাম পাকিস্তান, আফগানিস্তান বনাম নেপাল।
১১ ডিসেম্বর: শ্রীলঙ্কা বনাম আমিরশাহি, বাংলাদেশ বনাম জাপান।
১২ ডিসেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান, ভারত বনাম নেপাল।
১৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আমিরশাহি বনাম জাপান।
১৫ ডিসেম্বর: প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল।
১৭ ডিসেম্বর: ফাইনাল

Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর

আমেদাবাদ: অনুর্ধ্ব মহিলা ১৯ টি-২০ বিশ্বকাপ জিতে ইতিসা তৈরি করেছে ভারতীয় দল। ভারতীয় মহিলা ক্রিকেট প্রথম পেল বিশ্বজয়ের স্বাদ। যাকে দেশের মহিলা ক্রিকেটের সোনালী দিন ও নবজাগরণ হিসেবেও দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপ জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষ, তিতাস সাধুরা। একইসঙ্গে চলছে পুরস্কারের বন্যাও। এবার জানা গেল বুধবার বিসিসিআইয়ের অনুষ্ঠানে ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

শেফালি ভার্মারা বিশ্বকাপ জয়ের পর বিসিসিআইয়ের তরফ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় জয় শাহ জানিয়েছিলেন অনুর্ধ্ব ১৯ দলের সব সদস্য সহ সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে জানা গিয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে সংবর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে। তবে এবার জানা গেল টসের পর রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর শেফালি ভার্মার দলকে সংবর্ধিত করবেন খোদ সচিন তেন্ডুলকর।

জয় শাহ আজ রাতে টুইটে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পর টুইটে সচিন তেন্ডুলকর শুভেচ্ছা জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার লিখেছিলেন, ভারতীয় মহিলা ক্রিকেটের ক্রমেই উত্তরণ ঘটছে। প্রথমে উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা, তারপরই অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপ জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। এই খেলার প্রতি পুরো প্রজন্মকে আকৃষ্ট করবে এই সাফল্য।

আরও পড়ুনঃ মাথা নত করে ভারতীয় দলকে শুভেচ্ছে নীরজের, ভাইরাল সোনার ছেলের মন ছুঁয়ে যাওয়া ভিডিও

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।

বিশ্বজয়ের আনন্দে ভুল করলেন শেফালি, জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে ভারত অধিনায়ক

সেনওয়েস পার্ক: ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম বিশ্বজয়। অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন শেফালি ভার্মা, রিচা ঘোষ, তিতাস সাধু, ঋষিতা বোসরা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন জুনিয়র মহিলা টিম ইন্ডিয়া। কিন্তু এরইমধ্যে বিতর্কে জড়ালেন বিশ্বজয়ী ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা। জাতীয় পতাকা উল্টো ধরে বিতর্কে জড়ালেন তিনি। যেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

অবশ্য পুরোটাই হয়েছে বিশ্বকাপ ফাইনাল জয়ের পর সেলিব্রেশনের সময় আবেগ সামলাতে না পেরে। আসলে উইনিং শটের পর ভারতীয় ক্রিকেটাররা যেই সময় মাঠে দৌড়ে ঢুকছিল তাদের মধ্যে ছিলেন শেফালি ভার্মাও। তাঁর হাতে ছিল ভারতীয় পতাকা। আনন্দের বশে জাতীয় পতাকা উল্টো করে নিয়ে কাঁধের পেছনে নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করেন শেফালি। সেলিব্রেশনের আনন্দে শেফালি ভুলেই গিয়েছিলেন যে, তিনি ভারতের জাতীয় পতাকা উল্টো ধরেছেন। এই ঘটনার অনেকে সমালোচনাও করেছেন। তবে ইচ্ছাকৃত এই ভুল নয় সেটা নিশ্চিৎ।

আরও পড়ুনঃ U19 Women’s World Cup: পাড়ার ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট খেলে শুরু, আজ হাতে বিশ্বকাপ হাওড়ার ঋষিতার

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।