আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে শেষ হবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি। গতবছর একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হয়ে গিয়েছিল। তারপর টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তা বাড়ানো হয়।

IND vs SA: দক্ষিণ আফ্রিকা সফরের আগে ‘হুঁশিয়ারি’ রাহুল দ্রাবিড়ের! কী বললেন টিম ইন্ডিয়ার হেড স্যার

কলকাতা: বিশ্বের যে কোনও দেশে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। কিন্তু আজ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই এই কৃতিত্ব অধরা থেকে গিয়েছে। আগামি ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারতের আরও একটি প্রোটিয়া সফর। টি-২০ সিরিজ দিয়ে সফর শুরু করছে টিম ইন্ডিয়া। তারপর ওডিআই ও শেষে টেস্ট সিরিজ। তবে দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগে ভারতীয় ব্যাটারদের সতর্ক বাণী দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। সঠিক পরিকল্পনা করে না এগোলে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও জানিয়ে রেখেছেন দ্রাবিড়।

ওডিআই বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল বিসিসিআইয়ের। তবে সেই মেয়াদ আরও বৃদ্ধি করায় ভারতীয় দলের কোচের পদে থেকে গিয়েছেন রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকা সফর শুরুর আগে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় বলেছেন,”দক্ষিণ আফ্রিকায় ব্যাটারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পিচের সবুজ ঘাস ও অসমান বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়াটা সহজ হবে না। সেঞ্চুরিয়ন, জোহানেসবার্গে চ্যালেঞ্জ সবথেকে বেশি। পরিসংখ্যানও সেই কথাই বলবে।”

প্রোটিয়াভূমে কঠিন পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হবে সেই উপায়ও বাতলে দিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের হেড কোচ বলেছেন,”দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাটারদের সাফল্য পেতে হলে ভারতীয় ব্যাটারদের পুরোপুরি পরিকল্পনা করে এগোতে হবে। পিচের চরিত্র বুঝে নিয়ে অনুশীলনে নিজেকে তৈরি করে নিতে হবে। দলের পকিল্পনা কাজে লাগাতে ব্যাটারদের নিজেদের সেরাটা উজার করে দিতে হবে।”

আরও পড়ুনঃ IND vs SA: ৫ ভারতীয় তারকার শেষ দক্ষিণ আফ্রিকা সফর! ইতিহাস বদলানোরও শেষ সুযোগ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজের সূচি:
প্রথম টি২০- ১০ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৯.৩০, ডারবান
দ্বিতীয় টি২০- ১২ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৯.৩০, জর্জেস পার্ক
তৃতীয় টি২০- ১৪ ডিসেম্বর- ভারতীয় সময় রাত ৯.৩০, জোহানেসবার্গ

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজের সূচি:
প্রথম একদিনের ম্যাচ- ১৭ ডিসেম্বর- ভারতীয় সময় দুপুর দেড়টা- জোহানেসবার্গ
দ্বিতীয় একদিনের ম্যাচ- ১৯ ডিসেম্বর- ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে- জর্জেস পার্ক
তৃতীয় একদিনের ম্যাচ- ২১ ডিসেম্বর- ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে- পার্ল

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের সূচি:
প্রথম টেস্ট ম্যাচ- ডিসেম্বর ২৬ থেকে ৩০- ভারতীয় সময় বেলা দেড়টা- সেঞ্চুরিয়ন
দ্বিতীয় টেস্ট ম্যাচ- জানুয়ারি ৩ থেকে ৭- ভারতীয় সময় বেলা দুটো- কেপটাউন