ভারতীয় দল।

ICC t20 World Cup 2024: আইপিএলের জন্য বিশ্বকাপের প্রস্তুতিতে কোপ? মাত্র একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলে বিশ্বকাপে নামবে ভারত

অন্যান্য বার দু’টি প্রস্তুতি ম্যাচ খেললেও এ বার টি২০ বিশ্বকাপের আগে মাত্র একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বিশ্বকাপের বাকি দলগুলির মধ্যে ইংল্যান্ড এবং পাকিস্তান ছাড়া সব দলই দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপ খেলতে নামবে। যদিও ইংল্যান্ড এবং পাকিস্তান নিজেদের মধ্যে ৪ ম্যাচের টি২০ সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতিতে নামবে।

আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে, তার পরেই বিশ্বকাপ খেলতে রওনা দেবে ভারতীয় দল। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ক্রিকবাজ নামে এক সংবাদমাধ্যমের দাবি, ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে নিউ ইয়র্কেই। যদিও আইসিসি এবং ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় চেয়েছিল ভারত ফ্লোরিডা এবং নিউ ইয়র্কে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলুক।

আরও পড়ুন: সবার আগে বাবর! টি২০‍ আন্তর্জাতিকে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম

প্রতি বার দুটো করে প্রস্তুতি ম্যাচ খেললেও এই বছর কেন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তা অবশ্য জানা যায়নি। কিন্তু টানা আইপিএল খেলা ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখেই সম্ভবত একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। তবে প্রস্তুতি ম্যাচে ভারত কোন দলের বিপক্ষে নামবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, ২৫ এবং ২৬ মে দু’ভাগে ভারতীয় দল নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবে। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতীয় দল বিশ্বকাপ অভিযান শুরু করবে। ভারতের গ্রুপে এ বার রয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড, আমেরিকা এবং কানাডা। পাকিস্তানের বিরুদ্ধে ভারত নামবে ৯ মে।