IND vs ENG: ৭ বছর টেস্ট খেলবেন মিতালিরা, বিশেষ দিনেই ঘোষণা করল বিসিসিআই

#মুম্বই: এক-আধ বছর নয়, টানা ৭ বছর পর টেস্ট খেলতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল৷ ঘরের মাঠে মাইসুরুতে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০১৪ সালে মিতালি রাজরা সাদা পোশাকে মাঠে নেমেছিলেন৷ এরপর ফের চলতি বছরের শেষে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া৷

সোমবার আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day 2021) ট্যুইট করে এই ঘোষণা করলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)৷ জয় এদিন সন্ধ্যায় লিখলেন, “আন্তর্জাতিক নারী দিবসে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিসিসিআই মহিলা দল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলবে চলতি বছরের শেষ দিকে৷ ওমেন ইন ব্লু আবার সাদা জার্সিতে নামবে৷”

৭ বছর আগে মাইসুরুতে মিতালির (দেশের বর্তমান ওয়ানডে ক্যাপ্টেন) নেতৃত্বে ভারত ইংনিংস ও ৩২ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল৷ ১৯৭৬ সালে ভারতের মেয়েরা প্রথম টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়েছিল৷ বেঙ্গালুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা হয়েছিল৷ ছয় ম্যাচের টেস্ট সিরিজের ফল ছিল ১-১৷ তারপর থেকে এখনও পর্যন্ত ভারত ৩৭টি টেস্ট খেলেছে৷ এর মধ্যে মিতালি খেলেছেন ১০টি ম্যাচ৷ ৬৬৩ রান রয়েছে তাঁর ঝুলিতে৷ একটি শতরান ও চারটি অর্ধ-শতরান করেছেন মিতালি৷

এই মুহূর্তে ভারত লখনউতে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ তারপর রয়েছে তিন ম্যাচের টি-২০ সিরিজ৷ গত রবিবার দক্ষিণ আফ্রিকা ভারতকে প্রথম ওয়ান-ডে ম্যাচে আট উইকেটে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে৷