ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপ জয়ের পরই কোচের পদে মেয়াদ শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের। বোর্ড চাইলেও মেয়াদ বাড়াননি দ্রাবিড়। তারপর টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হয়েছেন গৌতম গম্ভীর।

India Won T20 World Cup : ভারতের বিশ্বকাপ জয়ে দেশজুড়ে উৎসব! আনন্দ-উল্লাসের ছবি উত্তর থেকে দক্ষিণ

বিশ্বসেরা ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হারা ম্যাচ ৭ রানে জিতল ভারত। ব্যাটিংয়ে স্বপ্ন দেখিয়েছিলেন বিরাট, বোলিংয়ে সেই স্বপ্ন সার্থক করলেন বুমরা, হার্দিক, আরশদীপ। প্রসঙ্গত, ভারতের ১৭৬ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই হেন্ডরিকস এবং মার্করামকে আউট করে বড় ঝটকা দিয়েছিলেন আরশদীপ এবং বুমরা। তবে ডি কক এবং স্টাবসের সৌজন্যে কিছুটা লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা। ৩১ বলে ৩৯ করে আরশদীপের বলে আউট হন ডি কক, ২১ বলে ৩১ করেন স্টাবস। তবে স্টাবসের উইকেট পড়ার পরে দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাটে ঝড় তোলেন ক্লাসেন। ক্লাসেন এবং মিলারের সৌজন্যে খড়কুটোর মতো উড়ে যান কুলদীপ এবং অক্ষর। একটা সময় যখন ৪ ওভারে মাত্র ২৬ রান বাকি তখন ক্লাসেনকে সাজঘরে ফেরান হার্দিক। এদিকে ভারতের বিশ্বকাপ জয়ের পরেই উৎসবে মাতলেন দেশবাসী। রাতে রাস্তায় নেমে চলে আনন্দ কোথাও পতাকা হাতে নাচ, কোথাও বাজি ফাটিয়ে বিশ্বকাপ জয়ের আনন্দ।