রুপোলি পর্দার নায়িকাদের যতটা ঝকঝকে দেখতে লাগে, তাঁদের ব্যক্তিগত জীবন যে ততটাই আলো ঝলমলে, এমন নাও হতে পারে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। এমনই এক অভিনেত্রী তাঁর প্রতিভার গুণে সকলের মন জয় করে নিয়েছিলেন। শুধু প্রতিভাই নয়, অভিনেত্রীর পরিবারও ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট প্রভাবশালী। তবু তাঁকে ফিরতে হয়েছে। জীবনে এসেছে অন্ধকার সময়।

রণবীর-নাগা চৈতন্যদের সঙ্গে ডেটিং, ব্রেক-আপই শেষ করে দিচ্ছিল প্রভাসের নায়িকার কেরিয়ার; ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন সুন্দরী

রুপোলি পর্দার নায়িকাদের যতটা ঝকঝকে দেখতে লাগে, তাঁদের ব্যক্তিগত জীবন যে ততটাই আলো ঝলমলে, এমন নাও হতে পারে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। এমনই এক অভিনেত্রী তাঁর প্রতিভার গুণে সকলের মন জয় করে নিয়েছিলেন। শুধু প্রতিভাই নয়, অভিনেত্রীর পরিবারও ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট প্রভাবশালী। তবু তাঁকে ফিরতে হয়েছে। জীবনে এসেছে অন্ধকার সময়।
রুপোলি পর্দার নায়িকাদের যতটা ঝকঝকে দেখতে লাগে, তাঁদের ব্যক্তিগত জীবন যে ততটাই আলো ঝলমলে, এমন নাও হতে পারে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না। এমনই এক অভিনেত্রী তাঁর প্রতিভার গুণে সকলের মন জয় করে নিয়েছিলেন। শুধু প্রতিভাই নয়, অভিনেত্রীর পরিবারও ভারতীয় চলচ্চিত্র জগতে যথেষ্ট প্রভাবশালী। তবু তাঁকে ফিরতে হয়েছে। জীবনে এসেছে অন্ধকার সময়।
কথা হচ্ছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানকে নিয়ে। ‘গব্বর সিং’, ‘রেস গুররাম’ এবং ‘শ্রীমন্থুডু’-র এই নায়িকা দীর্ঘদিন ধরেই দর্শক মন জয় করছেন। কিংবদন্তি অভিনেতা কমল হাসন ও সারিকার কন্য শ্রুতি সম্প্রতি 'সালার: পার্ট ১- সিজফায়ার'-এ অভিনয় করে ৬৫০ কোটিরও বেশি আয় করেছেন। দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু ব্যক্তিগত জীবন চ্যালেঞ্জে ভরপুর।

কথা হচ্ছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসানকে নিয়ে। ‘গব্বর সিং’, ‘রেস গুররাম’ এবং ‘শ্রীমন্থুডু’-র এই নায়িকা দীর্ঘদিন ধরেই দর্শক মন জয় করছেন। কিংবদন্তি অভিনেতা কমল হাসন ও সারিকার কন্য শ্রুতি সম্প্রতি ‘সালার: পার্ট ১- সিজফায়ার’-এ অভিনয় করে ৬৫০ কোটিরও বেশি আয় করেছেন। দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। কিন্তু ব্যক্তিগত জীবন চ্যালেঞ্জে ভরপুর।
তিনি নিজেই জানিয়েছেন, এক সময় তিনি মদ্যপানে এমন আসক্ত হয়ে পড়েছিলেন যে কেরিয়ার ডুবতে বসেছিল। কিন্তু জীবনের সব বাধা সফল ভাবে মোকাবিলা করে আবার ফিরে এসেছেন নিজস্ব ছন্দে। ব্রেকআপ স্টোরি—তিন বছর ধরে মাইকেল কোসলের সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। ২০১৯ সালে বিচ্ছেদ। সেই সময়ই অ্যালকোহলে আসক্ত হয়েছিলেন তিনি, জানিয়েছেন শ্রুতি। যদিও সেসব কথা বাইরের কেউ জানতে পারেনি।
তিনি নিজেই জানিয়েছেন, এক সময় তিনি মদ্যপানে এমন আসক্ত হয়ে পড়েছিলেন যে কেরিয়ার ডুবতে বসেছিল। কিন্তু জীবনের সব বাধা সফল ভাবে মোকাবিলা করে আবার ফিরে এসেছেন নিজস্ব ছন্দে। ব্রেকআপ স্টোরি—তিন বছর ধরে মাইকেল কোসলের সঙ্গে সম্পর্কে ছিলেন শ্রুতি। ২০১৯ সালে বিচ্ছেদ। সেই সময়ই অ্যালকোহলে আসক্ত হয়েছিলেন তিনি, জানিয়েছেন শ্রুতি। যদিও সেসব কথা বাইরের কেউ জানতে পারেনি।
শ্রুতি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হুইস্কি-প্রেমী। কিন্তু এখন এই অভ্যাস থেকে ছোট বিরতি নিয়েছি। সব বন্ধ। এটা আমার নতুন পরিবর্তন।’ শ্রুতি জানান, ব্রেক-আপের সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু একান্ত ব্যক্তিগত সেই কথা কাউকে জানাননি। এমনকী বন্ধুদেরও নয়। বরং চিকিৎসার উপরই আস্থা রেখেছিলেন। শ্রুতি বলেন, মদ্যপান করলেও মাদক ব্যবহার করেননি কখনও। পরে, তিনি সেই আসক্তি কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করেন।
শ্রুতি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হুইস্কি-প্রেমী। কিন্তু এখন এই অভ্যাস থেকে ছোট বিরতি নিয়েছি। সব বন্ধ। এটা আমার নতুন পরিবর্তন।’ শ্রুতি জানান, ব্রেক-আপের সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু একান্ত ব্যক্তিগত সেই কথা কাউকে জানাননি। এমনকী বন্ধুদেরও নয়। বরং চিকিৎসার উপরই আস্থা রেখেছিলেন। শ্রুতি বলেন, মদ্যপান করলেও মাদক ব্যবহার করেননি কখনও। পরে, তিনি সেই আসক্তি কাটিয়ে ওঠার চেষ্টা শুরু করেন।
যাঁরা তাঁকে মদ্যপানে উৎসাহিত করতেন, তাঁদের সঙ্গ ত্যাগ করেন। শ্রুতির সঙ্গে রণবীর কাপুর, নাগা চৈতন্য এবং সুরেশ রায়নার মতো সেলিব্রিটিদের সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। সেসব অস্বীকার করে শ্রুতি জানিয়েছেন ২০২০ সাল থেকেই তিনি ভিজ্যুয়াল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে রয়েছে। গত বছর শ্রুতির সালার মুক্তি পেয়েছে। একই সঙ্গে তিনি অভিনয় করেছেন ইংরেজি ছবি ‘দ্য আই’-তেও।
যাঁরা তাঁকে মদ্যপানে উৎসাহিত করতেন, তাঁদের সঙ্গ ত্যাগ করেন। শ্রুতির সঙ্গে রণবীর কাপুর, নাগা চৈতন্য এবং সুরেশ রায়নার মতো সেলিব্রিটিদের সম্পর্ক ঘিরে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। সেসব অস্বীকার করে শ্রুতি জানিয়েছেন ২০২০ সাল থেকেই তিনি ভিজ্যুয়াল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে রয়েছে। গত বছর শ্রুতির সালার মুক্তি পেয়েছে। একই সঙ্গে তিনি অভিনয় করেছেন ইংরেজি ছবি ‘দ্য আই’-তেও।