টি২০ বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ার নতুন কোচ বেছে নিতে চাইছে বিসিসিআই

Indian Cricket Team Coach: ‘বিশ্বকাপ জিতব, অস্ট্রেলিয়াকে হারাব, বিরিয়ানি ফ্রি’, হেড কোচের পদে আবেদন এক ক্রিকেট-ভক্তের

কলকাতা: টি২০ বিশ্বকাপের আগেই টিম ইন্ডিয়ার নতুন কোচ বেছে নিতে চাইছে বিসিসিআই। ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলের মতো বড় নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই বিরাট-রোহিতদের কোচের পদে আবেদন করছেন শয়ে শয়ে ক্রিকেট অনুরাগী। বিসিসিআই গোটা দেশ থেকে আবেদন গ্রহণ করবে বলে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে। তারপরই ঝাঁপিয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে হেড কোচ পদে আবেদনের গুগল ফর্ম।

ফর্ম জমা দেওয়ার স্ক্রিনশট ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে মজাদার মন্তব্য। হেড কোচ হওয়ার স্বপ্নে মশগুল অগণিত ক্রিকেটপ্রেমী। একজন লিখেছেন, “আবেদনপত্র জমা দিলাম। আর তর সইছে না”। আরেকজন চূড়ান্ত আশাবাদী, “আবেদনপত্র জমা দিয়েছি। আশা করছি, আমার কোচিংয়ে ভারত দক্ষিণ আফ্রিকায় ২০২৭ বিশ্বকাপ ঘরে তুলবে”। এক ক্রিকেট অনুরাগী আবার তাঁর জন্য প্রার্থনা করার আবেদন জানিয়ে লিখেছেন, “এইমাত্র ভারতীয় দলের হেড কোচের জন্য আবেদনপত্র জমা দিলাম। আমার জন্য প্রার্থনা করুন”।

আরও পড়ুন – Cyclone Remal: কলকাতার থেকে সাইক্লোনের দূরত্ব মাত্র ৯০ কিমি! ল্যাজের ঝাপটায় হাওয়া-বৃষ্টির যুগলবন্দি, রইল ওয়েদার আপডেট

আরেক আবেদনকারী তো প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। বিশ্বকাপ জেতা বা ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো তো আছেই, সঙ্গে ক্রিকেট-ভক্তদের বিনামূল্যে বিরিয়ানি এবং বার্গার খাওয়াবেন বলেও কথা দিয়েছেন তিনি। লিখেছেন, “এইমাত্র ভারতের হেড কোচ পদের জন্য আবেদন করলাম। আমার সৌভাগ্য কামনা করুন। আমি যদি কাজটা পাই তাহলে কথা কথা দিচ্ছি, আমরা সিটি, বিশ্বকাপ, টি-টোয়েন্টি ডব্লিউসি, ডব্লিউটিসি জিতব এবং প্রতিটি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাব। এছাড়া প্রতিটা জয়ের পর ভক্তরা যাতে বিনামূল্যে বিরিয়ানি এবং বার্গার পান, তা নিশ্চিত করব। আর ফাইনালে জয়ের পর ডান্স-অফ বাধ্যতামূলক”।

এদিকে, বিসিসিআইয়ের ঘোষণা অনুযায়ী আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৪। আবেদনগুলি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর ব্যক্তিগত সাক্ষাৎকার এবং তারপর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এমনটাই জানিয়েছে বিসিসিআই। মার্কি অ্যাথলিটদের সঙ্গে কাজের চাপ এবং প্রত্যাশা মেটাতে পারে, এমন প্রার্থীই আদর্শ বলে জানানো হয়েছে। টি২০ বিশ্বকাপের আগে নতুন কোচ বেছে নেওয়া হলেও বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ই কোচ থাকবেন। বিশ্বকাপের পর নতুন কোচ দলের সঙ্গে যোগ দেবেন। দ্রাবিড় যদি বিরাটদের কোচ থাকতে চান, তাহলে তাঁকে এই পদের জন্য ফের আবেদন করতে হবে। বিদেশি কোচরাও আবেদন করতে পারেন।