ঝড়ে উড়ে যাওয়ার চাল মেরামতে স্থানীয় প্রতিবেশী

Cyclone Remal Effects: ঝড়ের দাপটে রাতেই উড়ে গেল টিনের চাল! থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নিয়ে অসহায় পরিবার

নদিয়া: ঝড়ের দাপটে রাতে উড়ে গেল টিনের চাল। দুই শিশু-সহ পরিবারের দু’টি ঘরে ছিলেন চারজন। ঘুমের মধ্যেই টিনের চাল উড়ে গিয়ে পড়ল চাষের জমিতে, ভয়ানক পরিস্থিতি নদিয়ার শান্তিপুরে। গতকাল রাত থেকেই নদিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রিমলের দাপট, বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হলেও ঝড়ে তাণ্ডবে অতিষ্ঠ মানুষ। চাষের জমি থেকে শুরু করে বড় বড় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত জনজীবন।

নদিয়ার শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায় অলকা মাহাতোর টিনের ঘর সম্পূর্ণ চাল উড়ে গিয়ে পড়ে মাঠের চাষের জমিতে। ঘরে তখন ঘুমাচ্ছিলেন ছেলে দেবাশিস, বৌমা বিথিকা এবং দুই নাতি যাদের বয়স সাড়ে তিন এবং ছয় বছর।

আরও পড়ুন: বিদ্যুৎহীন এলাকা, ভেঙে পড়ছে একের পর এক নদীবাঁধ! ঘূর্ণিঝড়ের ঝাপটায় হিঙ্গলগঞ্জে প্রবল ক্ষতি, রাত জেগে চলছে বাঁধ সারাই

ওই রাতেই দু-একজন প্রতিবেশী এসে তাঁদের কৃষিজাত ঔষধের ব্যবসার জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচায় এবং ঘরের অন্যান্য আসবাবপত্র কোনওরকমে প্লাস্টিক ঢেকে রক্ষা করে। তবে আতঙ্কে দু’চোখের পাতা এক হয়নি। এলাকারই পার্শ্ববর্তী পাড়ার সিভিল ডিফেন্স কর্মীর বাড়ি। তিনি ডিউটি অবস্থায় না থাকা সত্ত্বেও মানবিক কারণে ছুটে এসে ওই পরিবারের পাশে যোগাযোগ করে জেলা কন্ট্রোল রুম এবং এসডিডিএমও আধিকারিকের সঙ্গে। সেখান থেকেও পাশে দাঁড়ানোর আশ্বাস মেলে।

অন্যদিকে স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা আপাতত পুরসভার পক্ষ থেকে দু’টি ত্রিপল দিয়ে তাদের সাময়িক সহযোগিতার কথা বলেন, তবে গৃহ আবাস যোজনার বিষয়ে তালিকাভুক্ত আছে বলেই জানান তিনি। ওই বাড়ির এক শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত। সে বিষয়েও স্থানীয় রক্তদাতা সংস্থা হিসেবে সুনামের সঙ্গে জেলা ভিত্তিক কাজ করা সেতুর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, ওই বাচ্চাকে তাঁরা দুর্যোগের মধ্যেই গাড়ি করে রক্ত দিয়ে নিয়ে আসবেন।

Mainak Debnath