ক্রিকেটের বাইরে রাজনীতির ময়দানে, স্ত্রীর হয়ে ভোট প্রচারে রবীন্দ্র জাদেজা

#গুজরাট: চোটের কারণে ভারতীয় ক্রিকেট দল থেকে দূরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। খেলতে পারেননি টি-২০ বিশ্বাকাপে। কিন্তু এবার অন্য ময়দানে দেখা গেল তারকা অলরাউন্ডারকে। স্ত্রী রিভাবার হয়ে ভোট প্রচারে নামলেন জাড্ডু। গুজরাট নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন জাদেজার স্ত্রী রিভাবা। দীর্ঘ দিন ধরেই বিজেপি করেন তিন। জামনগর উত্তর কেন্দ্র থেকে লড়ছেন তিনি। স্ত্রীর হয়ে ভোট চাইলেন জাদেজা।

রবিবার স্ত্রীর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন রবীন্দ্র জাদেজা। গুজরাতি ভাষায় সেই ভিডিও স্ত্রীর হয়ে ভোট প্রচার করেন তারকে ক্রিকেটার। ভিডিওতে তিনি বলেন,’আমার প্রিয় জামনগরবাসী এবং ক্রিকেট প্রেমিরা। আপনারা জানেন বিধানসভা নির্বাচন এগিয়ে এসেছে। টি-২০ ক্রিকেটের মতই ভোট নিয়ে উত্তেজনা রয়েছে সকলের মধ্যে। বিজেপি নেতৃত্ব আমার স্ত্রীর প্রতি বিশ্বাস রেখেছেন। আপনাদের জামনগরের দায়িত্ব ক্রিকেট মাঠে জয়ের মতই মানুষের জয়ের পরিবেশ তৈরি করা।’ রিভাবাকে বিপুল ভোটে জয়ী করার কথাও বলেন জাড্ডু।

সোমবার জামনগর উত্তর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিলেন রবীন্দ্র জাদেজা স্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার আগে বিজেপির এক ইভেন্টেও দেখা যায় জাদেজাকে। সেখানে গেরুয়া পঞ্জাবি পড়ে দেখা যায় জাদেজা। বেশ খোশ মেজাজেই পাওয়া যায়ভারতীয় ক্রিকেট তারকাকে।

প্রসঙ্গত, জোরকদমে চলছে গুজরাটের ভোট প্রচার। দুই দফায় হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের ভোট। ১ ও ৫ ডিসেম্বর হবে ভোট গ্রহণ। ফলাফল ঘোষণা ৮ ডিসেম্বর। ফলে ভোট ঘিরে এখন সরগরম গুজরাট।