জঘন্য ফুটবল ইগরের ভারতের, সুনীলদের বড় ব্যবধানে হারাল ভিয়েতনাম

ভিয়েতনাম – ৩

ভারত – ০

#হো চি মিন সিটি: মঙ্গলবার হাং থিন ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে ছিল ভারতের মরণ-বাঁচন ম্যাচ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য মঙ্গলবার সুনীল ছেত্রীদের জিততেই হত। কারণ প্রথম ম্যাচে ভিয়েতনাম চার গোলে হারিয়েছিল সিঙ্গাপুরকে। ভারত আবার দুর্বল সিঙ্গাপুরের বিরুদ্ধে ড্র করেছিল। তাই স্টিমাচ-ব্রিগেডের সামনে কঠিন লড়াই।

তা ভাঙার জন্য সুনীলদের প্রেসিং ফুটবল খেলতে হবে। ভারতের কোচ ইগর জানিয়েছিলেন, প্রথম ম্যাচের পর ভিয়েতনাম চারদিন বিশ্রাম পেয়েছে। তাই আমাদের তুলনায় প্রতিপক্ষ অনেক বেশি তরতাজা থাকবে। খেলা শুরু হওয়ার প্রথম থেকেই বলে দখল বেশি ছিল আয়োজক দেশের।

১১ মিনিটে এগিয়ে গেল ভিয়েতনাম। একটি কর্নার থেকে বল ক্লিয়ার করতে ভুল করে ভারতীয় ডিফেন্ডার। সেই সুযোগে বা পায়ের ভলিতে গোল করে যান ফ্যান ভান ডুক। ভারত প্রথমার্ধ সেভাবে আক্রমণ করতে না পারলেও দুটি সুযোগ এসেছিল। একবার আশিক, অন্যবার সুনীলের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধে চোট পেয়ে উঠে যান সাহাল আব্দুল সামাদ। তার পরিবর্তে নামানো হয় রাহুল কে পি – কে। এদিন প্রথম দলে তিনটি পরিবর্তন করা হয়েছিল। উদানত সিং প্রচুর মিস পাস করেন। এমনিতে ফিফার তালিকায় ভারত যেখানে ১০৪, ভিয়েতনাম ৯৭। শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল হজম করে ভারত। বলের ফ্লাইট মিস করেন আনোয়ার। ভ্যান তোয়ান গোল করতে ভুল করেননি।

৬৫ মিনিটে তিনটে পরিবর্তন করেন ভারতীয় কোচ। রশন, ব্র্যান্ডন এবং লিস্টনকে নিয়ে আসা হয়। তুলে নেওয়া হয় সুনীল ছেত্রীকে। ৭০ মিনিটে তৃতীয় গোল হজম করে ভারত। গুয়েন ভ্যান কুয়েত তিন নম্বর গোল করেন। এরপর একটি দুরন্ত সেভ করেন গুরপৃত। না হলে ভারতের লজ্জা বাড়তে পারত।

এশিয়ান কাপের আগে এই টুর্নামেন্টের ফল ভারতকে স্বস্তি দেবে না। ২০১০ সালে শেষবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেদিন সুনীল ছেত্রীর হ্যাটট্রিক ভারত জিতেছিল ৩-১ গোলে। ১২ বছর পর ফলাফলটা ঠিক উল্টো। ইগর কিন্তু দেওয়ার লিখন পরিষ্কার দেখতে পাচ্ছেন।