দেড় হাজার অতিরিক্ত ট্রেন! উৎসবের ভিড় সামাল দিতে নয়া উদ‍্যোগ ভারতীয় রেলের

Indian Railway: দেড় হাজার অতিরিক্ত ট্রেন! উৎসবের ভিড় সামাল দিতে নয়া উদ‍্যোগ ভারতীয় রেলের

বেঙ্গালুরু, পাটনা, মুম্বাই, হাওড়া, দিল্লি, বেনারস-সহ, অন্যান্য ভারতীয় শহরগুলিতে বেশ কিছু উৎসব ও ছট পুজো স্পেশাল ট্রেন চালু করেছিল ভারতীয় রেলওয়ে। যদিও একাধিক রেল স্টেশনে ভিড়ের চাপে বেসামাল হতে হয়৷ বিশেষ করে সংরক্ষিত কামরাতেও ঢুকে পড়েন বিনা টিকিট বা জেনারেল বগির টিকিট থাকা যাত্রীরা।

দিল্লি-পাটনা, দিল্লি-শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা, দানাপুর-সাহরসা, দানাপুর-বেঙ্গালুরু, আম্বালা-সহরসা, মুজাফফরপুর-যশবন্তপুর, পুরী-পাটনা, ওখার, নাহারলাগুন, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, কচুভেলি-বেঙ্গালুরু, বেনারস-মুম্বই, হাওড়া-রাক্সৌল ইত্যাদির মতো দেশের প্রধান গন্তব্যগুলিকে, রেলপথের মাধ্যমে সংযুক্ত করার জন্য, বিশেষ ট্রেনের পরিকল্পনা করেছে রেলওয়ে৷

আরও পড়ুন: ১০ দিন পরেই…বুধের গোচরে সোনায় মুড়বে ৪ রাশির কপাল! উপচে পড়বে টাকা, সাফল‍্য হাতের মুঠোয়

অসংরক্ষিত কোচে যাত্রীদের সুশৃঙ্খলভাবে প্রবেশের জন্য, RPF কর্মীদের তত্ত্বাবধানে, টার্মিনাস স্টেশনগুলিতে লাইন তৈরি করে, যাত্রীদের ভিড়-কন্ট্রোল করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্রধান স্টেশনগুলিতে অতিরিক্ত RPF কর্মী নিযুক্ত করা হয়েছে। ট্রেনগুলিকে সুষ্ঠুভাবে চালনার জন্য, প্রধান স্টেশনগুলিতে রেলওয়ে আধিকারিকদের জরুরী দায়িত্বে মোতায়েন করা হয়েছে।

অগ্রাধিকারের ভিত্তিতে, ট্রেন সার্ভিসে যাতে কোনও বিঘ্ন না ঘটে, তার জন্য বিভিন্ন বিভাগে স্টাফ মোতায়েন করা হয়েছে বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা।প্ল্যাটফর্ম নম্বর-সহ ট্রেনের আগমন এবং প্রস্থানের সময়টি, ঘন ঘন এবং সময়মত ঘোষণার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। ভিন্‌রাজ্যে থাকা বহু মানুষ উৎসবের ছুটিতে বাড়িতে ফেরেন।

আরও পড়ুন: অগাধ রূপই কাল হল নায়িকার! ডেবিউতে ঝড় তুলেও ডুবল কেরিয়ার, চিনতে পারছেন বাঙালি মায়ের তারকা কন‍্যাকে

ফলে সেই সময় দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীদের চাপ থাকে স্বাভাবিক ভাবেই অন্য সময়ের তুলনায় বেশি। দূরপাল্লার ট্রেনগুলির উপরে যাতে যাত্রীচাপ বেশি না হয় এবং যাত্রীসাচ্ছন্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ। গত বছর উৎসবের মরসুমে বিশেষ ট্রেনের সংখ্যা ছিল ৪৪২৯টি। সেখানে এ বার ৫৯৭৫টি ট্রেন চালানোর কথা ভাবা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষ ট্রেন চালানো ছাড়াও ১০৮টি ট্রেনে অতিরিক্ত অসংরক্ষিত কামরা জুড়ে দেওয়া হবে। তিনি আরও জানান, পুজোর সময়ে আরও এক কোটি বেশি যাত্রী ট্রেন পরিষেবা পাবেন।উৎসবের মরসুমে ৫৯৭৫টি বিশেষ ট্রেন চালাবে রেল! গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশিপ্রতি বছরই উৎসবের মরসুমে দূরপাল্লার ট্রেনগুলির উপর যাত্রীদের চাপ থাকে।

আরও পড়ুন: দেখলেই নাক সিঁটকান! এই সবজি খেয়েই ৮৮ তেও ফিট ধর্মেন্দ্র, দামও একেবারে কম, নাম জানলে অবাক হবেন

সেই চাপ সামলানোর জন্য প্রতি বারই বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ নেয় রেল। এ বারও সেই পথেই হাঁটছে তারা।প্রতি বছরই উৎসবের মরসুমে দূরপাল্লার ট্রেনগুলির উপর যাত্রীদের চাপ থাকে। সেই চাপ সামলানোর জন্য প্রতি বারই বাড়তি ট্রেন চালানোর উদ্যোগ নেয় রেল। এ বারও সেই পথেই হাঁটছে তারা। শুধু তা-ই নয়, গত বছরের তুলনায় এ বছর প্রায় দেড় হাজার বেশি বিশেষ ট্রেন চালানো হতে পারে বলে রেল সূত্রে খবর।