রেলের ওয়েটিং টিকিটের নিয়ম বদলে গেল! বড় পদক্ষেপ, ভুল হলেই জরিমানা

নয়াদিল্লি: যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে রেলের তরফে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। বেশ কিছুদিন ধরে এমন প্রচুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওয়েটিং টিকিটের কারণে রিজার্ভেশন বগিতে প্রচুর ভিড়।

এবার এই বিষয়ে বড় সিদ্ধান্ত নিকে চলেছে ভারতীয় রেল। ওয়েটিং টিকিটের নিয়ম পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র কনফার্ম রিজার্ভেশন টিকিট হাতে থাকা যাত্রীরাই রিজার্ভেশন কোচে ভ্রমণ করতে পারবেন।

আরও পড়ুন- রক্তাক্ত ভূস্বর্গ! জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলা! শহিদ ১ অফিসার-সহ ৪ সেনা

ভারতীয় রেল ওয়েটিং টিকিটের নিয়ম পরিবর্তন করেছে সম্প্রতি। রেলওয়ের ওয়েটিং টিকিট নিয়ে আপনি আর রিজার্ভেশন বগি বা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না।

অনলাইন বুকিং হোক বা টিকিট কাউন্টার থেকে কাটা টিকিট, ওয়েটিং টিকিটের মাধ্যমে সংরক্ষিত কোচে বসতে পারবেন না কোনও যাত্রী। এক্ষেত্রে টিটিই সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন। এমনকী জরিমানাও হতে পারে।

রেলের নিয়ম অনুযায়ী, আপনি যদি IRCTC-এর মাধ্যমে অনলাইনে ওয়েটিং টিকিট বুক করেন, তা হলে আপনি সংরক্ষিত কোচে ভ্রমণ করতে পারবেন না। টিকিট নিশ্চিত না হলে আপনার টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।

আরও পড়ুন- ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, পুজোর আগে কি সুপ্রিম কোর্টে উঠবে মামলা?

কাউন্টার থেকে ওয়েটিং টিকিট নিয়ে থাকলে আগে অনেক যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে রিজার্ভেশন কোচে ঢুকে পড়ত, কিন্তু এখন আর তা হবে না। রেলের টিকিট কাউন্টার থেকে নেওয়া ওয়েটিং টিকিট নিয়ে আপনি শুধুমাত্র সাধারণ কোচে ভ্রমণ করতে পারবেন। রিজার্ভেশন বা এসি কোচে ভ্রমণের ক্ষেত্রে কোনো ছাড় থাকবে না।

আপনি যদি ওয়েটিং টিকিটের সাথে সংরক্ষিত কোচে ভ্রমণ করেন, তা হলে TTE আপনাকে পরবর্তী স্টেশনে নামিয়ে দিতে পারে। এর সাথে জরিমানাও দিতে হবে।