ট্রেন

Indian Railways: সান্ডাল মেলা উপলক্ষে শিয়ালদহ এবং ঘুটিয়ারী শরিফ-এর মধ্যে ইএমইউ স্পেশ‍্যাল ট্রেন

শিয়ালদহঃ প্রতি বছরের ন্যায় এ বছরও সোনারপুর – ক্যানিং শাখায় ঘুটিয়ারী শরিফ স্টেশনের কাছে ০২/০৩.০৮.২০২৪ তারিখের মধ্যবর্তী রাত্রিতে ‘গাজী সাহেব-এর সান্ডাল মেলা’-র ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হবে যেখানে প্রচুর সংখ্যক মানুষ একত্ৰিত হবেন । প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানেই যাত্রী পরিসেবা ও সুরক্ষা পর্ব রেলের একমাত্র লক্ষ। তাই এই উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হবে বলে পূর্ব রেল শিয়ালদহ এবং ঘুটিয়ারী শরিফ-এর মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থা নিয়েছে যাতে যাত্রীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়।

আরও পড়ুনঃ  দুয়ারে হাসপাতাল! ব্যতিক্রমী উদ্যোগ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের

ইএমইউ স্পেশাল ট্রেনটির সূচি নিম্নরূপ:

• ০২.০৮.২০২৪ তারিখ রাত ২৩.৪০ এ শিয়ালদহ থেকে ছেড়ে ০৩.০৮.২৪ তারিখ ০০.৩৫ এ ঘুটিয়ারী শরিফ পৌঁছবে।

• ০৩.০৮.২৪ তারিখ ভোররাত ০৩.৫০ এ ঘুটিয়ারী শরিফ থেকে ছেড়ে ০৪.৫০ এ শিয়ালদহে পৌঁছবে।

যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি উভয় অভিমুখে নিউ গড়িয়া বাদে সবকটি স্টেশনগুলোতেই থামবে ।

পূর্ব রেল যাত্রীদের সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল যাত্রীদের সুরক্ষা ও সেবার জন্য সদা সচেষ্ট। গাজী সাহেব-এর সান্ডাল মেলা উপলক্ষে এই বিশেষ ট্রেন যাত্রার সুবিধার্থে পূর্ব রেলের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে যাত্রীরা কোনও অসুবিধার সম্মুখীন না হন।