Indian Railways: এবার কামাক্ষ্যা দর্শন সেরেই সোজা চলে যান বৈষ্ণোদেবীতে! এক ট্রেনেই দুই তীর্থ ভ্রমণের সুবিধা দিচ্ছে রেল 

গুয়াহাটি: মেয়াদ বৃদ্ধি করা হল গুয়াহাটি ও শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে স্পেশাল ট্রেনের পরিষেবার। রেল সূত্রের খবর, এই পরিষেবায় উপকৃত হবেন সংশ্লিষ্ট রুটের ওয়েটিং লিস্টের যাত্রীরা। যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে গুয়াহাটি ও শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে স্পেশাল ট্রেনের পরিষেবা উভয় দিক থেকে ছয়টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশাল ট্রেনটির পরিষেবার দিন, সময়সূচি, স্টপেজ জানানো হয়েছে ইতিমধ্যেই।

সেই অনুযায়ী, স্পেশাল ট্রেন নং. ০৪৬৭৯ (গুয়াহাটি-শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা) নিজের পরিষেবা সোমবার অর্থাৎ ১৫, ২২ জুলাই, ১২, ১৯, ২৬ অগাস্ট এবং ২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অব্যাহত রাখবে। ট্রেনটি গুয়াহাটি থেকে সোমবার রাত ১১টা ২০মিনিটে রওনা দিয়ে বুধবার সন্ধে ৮টা ৪৫ মিনিটে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পৌঁছবে।

আরও পড়ুন: ইসলামপুরে শ্যুটআউট! চুলের মুঠি ধরে বসিয়ে সামনে থেকে তৃণমূল নেতাকে পর পর গুলি, নেপথ্যে কী কারণ?

একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৪৬৮০ (শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা-গুয়াহাটি)র পরিষেবা শুক্রবার অর্থাৎ ১২, ১৯ জুলাই, ৯, ১৬, ২৩ ও ৩০ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত অব্যাহত রাখবে।

ট্রেনটি শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শুক্রবার সাড়ে ৯টায় রওনা দিয়ে রবিবার সন্ধে ৭টা ১০ মিনিটে গুয়াহাটি পৌঁছবে। ট্রেনটিতে ১৮টি স্লিপার কোচ, ২টি জেনারেল কোচ, ১টি এসি-২ টিয়ার কাম এসি-৩ টিয়ার কোচ থাকবে।

উভয়পথে যাত্রা করার সময় স্পেশাল ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ কোচ বিহার, নিউ জলপাইগুড়ি, কাটিহার, খাগারিয়া, বারাউনি, ছাপরা, গোরখপুর, গোন্ডা, বেরেইলি, সাহরানপুর, আম্বালা ক্যান্ট, জলন্ধর ক্যান্ট, জম্মু তাওয়াই স্টেশন হয়ে চলাচল করবে।

আরও পড়ুন: অবশেষে কাটল জট! সোমবার পিএইচডি-র জন্য ভর্তি হচ্ছেন জেলবন্দি অর্ণব দাম

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনটির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে এই বিষয়ে। যাত্রা করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে। তিন রাজ্যের মানুষ সুবিধা পাবেন এই যাত্রাপথে।