হামাস নেতাকে লক্ষ করে গাজাভূখণ্ডে আবার ইজরায়েলের হানা৷ (Image: AFP/AP

Israel-Palestine War: শনিবার ভূখণ্ডে ইজরায়েলের হানায় নিহতের সংখ্যা প্রায় ৭০, এসেছে শিশু মৃত্যুর খবরও, আহত বহু, বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে নিন্দার ঝড়

গাজা: গাজা ভূখন্ডে ইজরায়েলি হামলা নিয়ে সারা পৃথিবী জুড়ে নিন্দিত হয়েছে৷ এমনকি বন্ধু রাষ্ট্র আমেরিকাও যে রাফাতে ইসরায়েলের আক্রমণে খুব একটা যে খুশি নয়,তাও বিভিন্ন বিবৃতিতে বোঝা যাচ্ছে৷ কিন্তু ইজরায়েলের তরফ থেকে আক্রমণ থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷

এই প্রেক্ষাপটে শনিবার দক্ষিণ গাজা ভূখন্ডে ইজরায়েল আবার হামলা চালায়৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই হামলায় প্রায় ৭১ জন মানুষ নিহত হয়েছে৷ তার মধ্যে অনেক শিশুও রয়েছে৷ আহতের সংখ্যাও অনেক৷

আরও পড়ুন:মোদি-পুতিনের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে কোন কোন সুবিধা পাচ্ছে ভারত?

যদিও ইজরায়েলি শীর্ষকর্তা থেকে জানানো হয়েছে, খান ইউনিস তথা মোহাম্মদ দেইফই ছিল এই হামলার মূল লক্ষ ছিল৷ মনে করা হয়, ইনিই ছিলেন ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাস হামলার অন্যতম প্রধান স্থপতি৷ এই হামলায় দক্ষিণ ইজরায়েলে প্রায় ১২০০ লোক নিহত হয়েছিল৷ এরপর থেকেই ইজরায়েল ও হামাসের যুদ্ধের সূত্রপাত হয়।

ইজরায়েলের এক কর্তা জানিয়েছেন, হামাসের আরও একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব মারফত জানা যাচ্ছে, রাফা সালামাও এই হামলাযর লক্ষ্যবস্তু ছিলেন৷ তবে দুজনকে হত্যা করা সম্ভব হয়েছে কি না সেই বিষয়ে ইজরায়েলের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি৷

আরও পড়ুন: মস্কো সফরে মোদি পেলেন সর্বোচ্চ বেসরকারি সম্মান, তালিকায় আছে আরও অনেক কিছু

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় অন্তত ২৮৯ জন আহত হয়েছে৷ তাঁদের অনেককে নিকটবর্তী নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে, অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিকরা 40 টিরও বেশি মৃতদেহ দেখেছেন এবং তাঁদের মধ্যে অনেক প্রত্যক্ষদর্শীরাই হামলার বর্ণনা দিয়েছেন৷

ক্রমাগত ইজরায়েলি হামলায় প্রায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপত্তার সন্ধানে উপকূলীয় অঞ্চলে পালিয়ে গেছে৷ তাঁদের মধ্যে বেশিরভাগ জনই অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন।

গাজার স্বাস্থ্যমন্ত্রনালয়ের সূ্ত্র অনুযায়ী, ৭ অক্টোবরের পর থেকে ইজরায়েলের আক্রমণে এখনও পর্যন্ত প্রায় গাজায় ৩৮,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন৷ আহতের সংখ্যা প্রায় ৮৮,০০০ এরও বেশি৷ গাজা ভূখন্ডে প্রায় ২.৩ মিলিয়ন মানুষ বাস করতেন৷ এই আগ্রাসনের ফলে তাঁদের মধ্যে প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষকে তাঁদের ঘর-বাড়ি ছেড়ে অস্থায়ী তাবুতে আশ্রয় নিতে হয়েছে৷ সঙ্গে নানা ধরনের রোগ ও ব্যাপক ক্ষুধা তাঁদের গ্রাস করে নিচ্ছে৷