চরম ভোগান্তি সোমবারও

Indian Railways: শিয়ালদহে যাত্রী ভোগান্তি অব্যাহত সোমবারও! ১২ বগি ট্রেন কবে থেকে চালু? বড় খবর দিল রেল

কলকাতা: গত তিনদিনের চরম ভোগান্তি সোমবার সপ্তাহের শুরুর দিনেও অব্যাহত। চরম হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। শুক্রবার থেকে শুরু করে শনি-রবি কাজ চলার পরে কার্যত কাজ শেষ হলেও সোমবারও দেখা যায় মেইন লাইনে সব ট্রেন ১২ বগি হয়নি। সব ট্রেনে উপচে পড়ছে ভিড়।

শুধু মেইন লাইনেই নয়, দমদম মেট্রোতে যথারীতি লম্বা লাইন ছিল এদিন। যাত্রীদের অভিযোগ, ট্রেন লেটে চলছে। আর সময় অনুযায়ী ট্রেন পরিষেবা যথাযথ না হওয়াতেই যাত্রীদের উপচে পড়া ভিড় ট্রেন স্টেশনগুলিতে। শিয়ালদহে কাজ নামেই শেষ হয়েছে। ভোগান্তি অব্যহত।

রেলসূত্রে খবর, ১ জুলাই থেকে ১২ বগি ট্রেন চলবে সব গুলি প্ল্যাটফর্ম থেকে। তার আগে এখনও তাই সেই ভরসা ৯ বগির ট্রেন। আর সেই কারণেই কিছুক্ষণ লেট চললেই ভিড় উপচে পড়বে। তবে আগের ৩ দিনের থেকে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে আজ সোমবার।

অর্পিতা হাজরা