ভারতীয় রেল, রেলের নতুন নিয়ম, ট্রেনে ঘুমানোর নিয়ম, মিডল বার্থ রুল, রেলওয়ে রুট, নতুন ট্রেন, সামার স্পেশাল ট্রেন, ট্রেন, হাওড়া, ট্রেনের সময়সূচি, গরমের ছুটতে নতুন ট্রেন, উত্তর পূর্ব রেল, রেলের উপহার, রেলের সময়সূচি, রেলের বড় ঘোষণা, জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি, পাহাড়ে যাওয়ার নতুন ট্রেন রুট, সুপারফাস্ট ট্রেন, হাওড়া এনজেপি সুপারফাস্ট ট্রেন, হাওড়া ট্রেন, নিউ জলপাইগুড়ির ট্রেন, উত্তরবঙ্গে যাওয়ার ট্রেন

Indian Railways: রেলযাত্রীদের জন্য বড় সুখবর…! পুজোর মুখেই জোড়ায় জোড়ায় ট্রেন! কোন কোন রুটে? দেখুন চমকে দেওয়া সময়সূচি

রেলযাত্রীদের জন্য বড় সুখবর। এবার আজিমগঞ্জ–কাশিমবাজার এবং আজিমগঞ্জ–কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে চারটি নতুন MEMU যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্বরেল। রেল সূত্রে খবর আগামী ৪ অক্টোবর ২০২৪ থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে।
রেলযাত্রীদের জন্য বড় সুখবর। এবার আজিমগঞ্জ–কাশিমবাজার এবং আজিমগঞ্জ–কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে চারটি নতুন MEMU যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্বরেল। রেল সূত্রে খবর আগামী ৪ অক্টোবর ২০২৪ থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে।
নতুন এই পরিষেবায় আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে প্রতিদিন তিন জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে এবং আজিমগঞ্জ ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে প্রতিদিন এক জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে।
নতুন এই পরিষেবায় আজিমগঞ্জ ও কাশিমবাজারের মধ্যে প্রতিদিন তিন জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে এবং আজিমগঞ্জ ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে প্রতিদিন এক জোড়া MEMU যাত্রীবাহী ট্রেন চলবে।
এই পরিষেবাগুলি যাত্রীদের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে খুবই কার্যকরী হবে বলেই মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ভাগীরথী নদী মুর্শিদাবাদ-আজিমগঞ্জ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী মাধ্যম হিসেবে কাজ করে।
এই পরিষেবাগুলি যাত্রীদের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে খুবই কার্যকরী হবে বলেই মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। ভাগীরথী নদী মুর্শিদাবাদ-আজিমগঞ্জ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী মাধ্যম হিসেবে কাজ করে।
নতুন এই ট্রেন পরিষেবা নদীর দুই প্রান্তের মানুষের মধ্যে নতুন সংযোগ প্রদান করবে বলেই দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের। মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হয়েছে, যা যাতায়াতের সময় কমিয়ে দেবে এবং স্থানীয় ব্যবসা ও বাণিজ্যকে উৎসাহিত করবে।
নতুন এই ট্রেন পরিষেবা নদীর দুই প্রান্তের মানুষের মধ্যে নতুন সংযোগ প্রদান করবে বলেই দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের। মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হয়েছে, যা যাতায়াতের সময় কমিয়ে দেবে এবং স্থানীয় ব্যবসা ও বাণিজ্যকে উৎসাহিত করবে।
এই নতুন ট্রেনের পরিষেবার ফলে আজিমগঞ্জ ও কাশিমবাজার (মুর্শিদাবাদ হয়ে) এবং কৃষ্ণনগর ও আজিমগঞ্জ (মুর্শিদাবাদ হয়ে) -এর মধ্যে নতুন পরিষেবা চালু হচ্ছে। এই পরিষেবাগুলি অঞ্চলটির রেল যোগাযোগ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য ভূমিকা নেবে।
এই নতুন ট্রেনের পরিষেবার ফলে আজিমগঞ্জ ও কাশিমবাজার (মুর্শিদাবাদ হয়ে) এবং কৃষ্ণনগর ও আজিমগঞ্জ (মুর্শিদাবাদ হয়ে) -এর মধ্যে নতুন পরিষেবা চালু হচ্ছে। এই পরিষেবাগুলি অঞ্চলটির রেল যোগাযোগ ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য ভূমিকা নেবে।
এই ট্রেন চালু হলে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবে। এটি সংশ্লিষ্ট এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতেও সাহায্য করবে বলে পূর্বরেলের।
এই ট্রেন চালু হলে প্রতিদিন হাজার হাজার যাত্রী উপকৃত হবে। এটি সংশ্লিষ্ট এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নতিতেও সাহায্য করবে বলে পূর্বরেলের।
একনজরে সময়সূচি:03012 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে সকাল ৭:২০ টায় রওনা দেবে এবং কাশিমবাজার পৌঁছবে ৭:৪০ টায়। 03011 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে সকাল ৮:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ৮:২০ টায়।
একনজরে সময়সূচি:
03012 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে সকাল ৭:২০ টায় রওনা দেবে এবং কাশিমবাজার পৌঁছবে ৭:৪০ টায়। 03011 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে সকাল ৮:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে ৮:২০ টায়।
ট্রেনটি উভয় পথে মুর্শিদাবাদে থামবে (আগমণ: সকাল ৭:৩১ ঘন্টায়  , প্রস্থান: সকাল ৭:৩২ ঘন্টায়   ও আগমণ: সকাল ৮:০৭ ঘন্টায়  , প্রস্থান: সকাল ৮:০৮ ঘন্টায়  )।
ট্রেনটি উভয় পথে মুর্শিদাবাদে থামবে (আগমণ: সকাল ৭:৩১ ঘন্টায়  , প্রস্থান: সকাল ৭:৩২ ঘন্টায়   ও আগমণ: সকাল ৮:০৭ ঘন্টায়  , প্রস্থান: সকাল ৮:০৮ ঘন্টায়  )।
03014 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৮:২৫ টায় রওনা দেবে এবং কাশিমবাজার পৌঁছাবে ৮:৪৫ টায়। 03013 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে রাত ৯:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছবে ৯:২০ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৮:৩৬ ঘন্টায় , প্রস্থান:  রাত ৮:৩৭ ঘন্টায়  ও আগমণ: রাত ৯:০৭ ঘন্টায় , প্রস্থান: রাত ৯:০৮ ঘন্টায় ) ।
03014 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৮:২৫ টায় রওনা দেবে এবং কাশিমবাজার পৌঁছাবে ৮:৪৫ টায়। 03013 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে রাত ৯:০০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছবে ৯:২০ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৮:৩৬ ঘন্টায় , প্রস্থান:  রাত ৮:৩৭ ঘন্টায়  ও আগমণ: রাত ৯:০৭ ঘন্টায় , প্রস্থান: রাত ৯:০৮ ঘন্টায় ) ।
03016 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৯:১০ টায় রওনা দিয়ে কাশিমবাজার পৌঁছাবে ৯:৩০ টায়। 03015 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে রাত ৯:৪৫ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ১০:০৫ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৯:২১ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:২২ ঘন্টায় ও আগমণ: রাত ৯:৫২ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:৫৩ ঘন্টায়)।
03016 আজিমগঞ্জ – কাশিমবাজার MEMU যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে রাত ৯:১০ টায় রওনা দিয়ে কাশিমবাজার পৌঁছাবে ৯:৩০ টায়। 03015 কাশিমবাজার – আজিমগঞ্জ MEMU যাত্রীবাহী ট্রেন কাশিমবাজার থেকে রাত ৯:৪৫ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছাবে রাত ১০:০৫ টায়। মুর্শিদাবাদে ট্রেনটি উভয় পথে থামবে (আগমণ: রাত ৯:২১ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:২২ ঘন্টায় ও আগমণ: রাত ৯:৫২ ঘন্টায়, প্রস্থান: রাত ৯:৫৩ ঘন্টায়)।
03020 আজিমগঞ্জ – কৃষ্ণনগর যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে বিকাল ৪:০৫ টায় রওনা দিয়ে কৃষ্ণনগরে পৌঁছবে সন্ধ্যে ৬:২৫ টায়। 03019 কৃষ্ণনগর – আজিমগঞ্জ যাত্রীবাহী ট্রেন কৃষ্ণনগর থেকে রাত ৭:৩০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছবে রাত ৯:৫৫ টায়।
03020 আজিমগঞ্জ – কৃষ্ণনগর যাত্রীবাহী ট্রেন আজিমগঞ্জ থেকে বিকাল ৪:০৫ টায় রওনা দিয়ে কৃষ্ণনগরে পৌঁছবে সন্ধ্যে ৬:২৫ টায়। 03019 কৃষ্ণনগর – আজিমগঞ্জ যাত্রীবাহী ট্রেন কৃষ্ণনগর থেকে রাত ৭:৩০ টায় রওনা দিয়ে আজিমগঞ্জ পৌঁছবে রাত ৯:৫৫ টায়।
এই ট্রেনটি উভয় অভিমুখে যাত্রা পথে  মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর কোর্ট, নতুন বলরামপুর হল্ট, সারগাছি, ভাবতা, বেলডাঙা, রেজিনগর, সিরাজনগর হল্ট, পলাশী, পাগলা চাঁদী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়াডহরী , মুরাগাছা, ধুবুলিয়া এবং বাহাদুরপুর স্টেশনে থামবে।
এই ট্রেনটি উভয় অভিমুখে যাত্রা পথে  মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর কোর্ট, নতুন বলরামপুর হল্ট, সারগাছি, ভাবতা, বেলডাঙা, রেজিনগর, সিরাজনগর হল্ট, পলাশী, পাগলা চাঁদী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়াডহরী , মুরাগাছা, ধুবুলিয়া এবং বাহাদুরপুর স্টেশনে থামবে।