Tag Archives: Train service

Indian Railways: ট্রেন যাত্রায় মুশকিল আসান! ৬ মাসে শতাধিক সমস্যার সমাধান করল রেল মদত অ্যাপ, জানুন হেল্পলাইন নম্বর

কলকাতা: রেলে যাত্রাপথে বুকে খুব ব্যথা করছে ? হার্ট অ্যাটাক মনে হচ্ছে? পেটে কোলিক পেইন? আর থাকতে পারছেন না? আপনার কোনও সহযাত্রী কি অজ্ঞান হয়ে গিয়েছে? ভাবছেন চলতি ট্রেনে ডাক্তার কোথায় পাবেন? কোনও চিন্তা নেই।  রেলের রেল মদত হেল্পলাইন নম্বর ১৩৯ আছে তো! এই হেল্পলাইন নম্বর ১৩৯ ডায়াল করে বা রেল মদত অ্যাপে রেজিস্টার করে আপনি বা আপনার সহযাত্রী যে কেউ রেলের কাছ থেকে সাহায্যের জন্য আবেদন করতে পারেন। আপনাদের পাঠানো বার্তা সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে পৌঁছে যাবে এবং সেখান থেকে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হবে যাতে রেলের সাহায্য যত দ্রুত সম্ভব আপনার কাছে পৌঁছয়।

পূর্বরেলে এই সর্বভারতীয় হেল্পলাইন নম্বর ১৩৯ বা রেল মদত অ্যাপের মাধ্যমে আসা অনুযোগগুলি প্রতিনিয়ত ২৪ X ৭ ভিত্তিতে মনিটর করা হচ্ছে এবং যাত্রীদের যথাসাধ্য সাহায্য করা হচ্ছে।  গত ৬ মাসে পূর্বরেলের আসানসোল স্টেশনে ৪৭৯টি, মধুপুরে ২০৮ টি, ভাগলপুরে ৭৭ টি, রামপুরহাটে ১৪৫ টি, মালদা টাউন স্টেশনে ৩৮৪ টি এবং বর্ধমানে প্রায় ১০০ টির উপরে যাত্রাকালীন অসুস্থতা সংক্রান্ত  হেল্পলাইন কল অ্যাটেন্ড করা হয়েছে এবং তার যথাযথ সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শিয়ালদহ, হাওড়া ইত্যাদি বড় স্টেশনে অ্যাম্বুলেন্স সদা প্রস্তুত আছে যাত্রীদের সেবায়। রেলের এই অভিনব ব্যবস্থা রিয়েল টাইম প্রযুক্তিভিত্তিক দ্রুত সমাধানে সাহায্য করছে যাতে যাত্রীদের যাত্রাপথ আরও সুগম হয়।

ভারতীয় রেলওয়ে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি, যার মাধ্যমে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে। এমন পরিস্থিতিতে আপনি যদি রেল সফর করেন তবে কখনও কখনও আপনাকে কিছু সমস্যারও সম্মুখীন হতে হতে পারে। এমন পরিস্থিতিতে রেলের কাছে অভিযোগ জানানোর অনেক মাধ্যম রয়েছে মানুষের কাছে। রেলওয়ে এই উদ্দেশ্যে একটি পৃথক অ্যাপ তৈরি করেছিল বছর কয়েক আগে, যেখানে আপনি আপনার ট্রেন যাত্রা সম্পর্কিত যেকোনও ধরনের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। রেল মদত অ্যাপ নামের এই অ্যাপে, আপনি আপনার ট্রেনের যাত্রা বা স্টেশনে সৃষ্ট যে কোনও ধরনের অসুবিধার বিষয়ে আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন।

Indian Railways: ১০০ ছাড়াচ্ছে ওয়েটিং লিস্ট…! গরমের ছুটি পড়তেই টিকিটের চাহিদা তুঙ্গে ‘এই’ রুটে! দেখে নিন তালিকা

আগামী ২৩শে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি, যদি মাঝের একটা দিন কোনওভাবে ছুটি নেওয়া যায়, তাহলে রবিবার অবধি পাওয়া যাবে একটা লম্বা ছুটি। পর্যটনপ্রেমী বাঙালি এই সুযোগটা কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না।
আগামী ২৩শে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি, যদি মাঝের একটা দিন কোনওভাবে ছুটি নেওয়া যায়, তাহলে রবিবার অবধি পাওয়া যাবে একটা লম্বা ছুটি। পর্যটনপ্রেমী বাঙালি এই সুযোগটা কোনও ভাবেই হাতছাড়া করতে চাইছে না।
বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে, তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমাণ টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়। প্রতীকী ছবি
বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে, তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমাণ টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়। প্রতীকী ছবি
১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২.০৫.২০২৪ এবং ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে, ২২৩০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০।  পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া -পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ২৪.০৫.২০২৪ তারিখে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গিয়েছে।
১২৩৪৩ শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২.০৫.২০২৪ এবং ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে, ২২৩০১ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩.০৫.২০২৪ তারিখে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০।  পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া -পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ২৪.০৫.২০২৪ তারিখে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গিয়েছে।
একদিকে রাজ্যে যেমন এখনও দুই দফায় নির্বাচন বাকি আছে। আবার বেশ কয়েক দফায় ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়ে গেছে৷ সাধারণত এই সময়ে গরমের থেকে রেহাই পেতে মানুষ বেড়াতে যান।
একদিকে রাজ্যে যেমন এখনও দুই দফায় নির্বাচন বাকি আছে। আবার বেশ কয়েক দফায় ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়ে গেছে৷ সাধারণত এই সময়ে গরমের থেকে রেহাই পেতে মানুষ বেড়াতে যান।
এর একটা বড় অংশ পাহাড় বা ডুয়ার্সে যাত্রা করেন৷ আর বর্তমানে যেভাবে অফবিট জায়গার সংখ্যা ক্রমশ বাড়ছে উত্তরের জেলাজুড়ে তাতে সেদিকেই বড় অংশের লক্ষ্য থাকে৷ তবে সমুদ্র ভালোবাসার সংখ্যা কম নয়।
এর একটা বড় অংশ পাহাড় বা ডুয়ার্সে যাত্রা করেন৷ আর বর্তমানে যেভাবে অফবিট জায়গার সংখ্যা ক্রমশ বাড়ছে উত্তরের জেলাজুড়ে তাতে সেদিকেই বড় অংশের লক্ষ্য থাকে৷ তবে সমুদ্র ভালোবাসার সংখ্যা কম নয়।
বাঙালির প্রিয় দিঘা বা পুরীতে যাতায়াতের জন্য মানুষের আগ্রহ রয়েছে। তাই এই সামার স্পেশালগুলিতে পূর্ব রেল দিঘা-পুরী-দার্জিলিং সব রুট রেখেছে। এখন যেহেতু পুরী বা শিলিগুড়ি বন্দেভারত এক্সপ্রেসে যাওয়া যায় তাই অনেকেই এই ট্রেন বেছে নেন।
বাঙালির প্রিয় দিঘা বা পুরীতে যাতায়াতের জন্য মানুষের আগ্রহ রয়েছে। তাই এই সামার স্পেশালগুলিতে পূর্ব রেল দিঘা-পুরী-দার্জিলিং সব রুট রেখেছে। এখন যেহেতু পুরী বা শিলিগুড়ি বন্দেভারত এক্সপ্রেসে যাওয়া যায় তাই অনেকেই এই ট্রেন বেছে নেন।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে অনুরোধ, আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার টিকিট বুক করুন আর ঘুরে আসুন আপনার পছন্দমতো জায়গা থেকে। পূর্বরেল সবসময় আপনাদের পাশে আছে। তবে স্পেশাল ট্রেন সময়ে চলাচল নিয়ে অনেক যাত্রী প্রশ্ন তোলেন। রেলের দাবি সময় মেনেই ট্রেন চলবে৷
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ভ্রমণপিপাসু বাঙালিদের কাছে অনুরোধ, আর দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার টিকিট বুক করুন আর ঘুরে আসুন আপনার পছন্দমতো জায়গা থেকে। পূর্বরেল সবসময় আপনাদের পাশে আছে। তবে স্পেশাল ট্রেন সময়ে চলাচল নিয়ে অনেক যাত্রী প্রশ্ন তোলেন। রেলের দাবি সময় মেনেই ট্রেন চলবে৷