গরমের ছুটিতে যাত্রী চাহিদা বাড়চ্ছে সামার স্পেশ‍্যাল ট্রেন!

Indian Railways: সুখবর! গরমের ছুটিতে যাত্রী চাহিদা বাড়চ্ছে সামার স্পেশ‍্যাল ট্রেন! জেনে নিন বিশদে

কাটিহারঃ গ্রীষ্মের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে কাটিহার ও উদয়পুর সিটির মধ্যে স্পেশ‍্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল৷ গ্রীষ্মকালীন ভিড়ের সময় যাত্রীদের সুবিধার জন্য, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে উদয়পুর সিটি ও কাটিহারের মধ্যে সামার স্পেশ‍্যাল  ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সামার স্পেশ‍্যাল ট্রেন নং. ০৯৬২৩/০৯৬২৪ (উদয়পুর সিটি – কাটিহার – উদয়পুর সিটি) উভয় দিক থেকে দশটি করে ট্রিপের জন্য চলবে। এই রুটে চলাচল করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনের সুযোগ নিতে পারবেন।

আরও পড়ুনঃ হনুমান জয়ন্তীতে আকাশে পিঙ্কমুন, ১২ রাশির উপরে বিরাট প্রভাব, কে কাঁদবে, কেই বা হাসবে?

স্পেশ‍্যাল ট্রেন নং. ০৯৬২৩ (উদয়পুর সিটি – কাটিহার) ২৩ এপ্রিল থেকে ২৫ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার উদয়পুর সিটি থেকে ১৬.০৫ ঘন্টায় রওনা দিয়ে বৃহস্পতিবার ০২.৪৫ ঘন্টায় কাটিহার পৌঁছবে। ফেরত যাত্রার সময়, স্পেশ‍্যাল ট্রেন নং. ০৯৬২৪ (কাটিহার – উদয়পুর সিটি) ২৫ এপ্রিল থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার কাটিহার থেকে ১৫.০০ ঘন্টায় রওনা দিয়ে শনিবার ৪.১৫ ঘন্টায় উদয়পুর সিটি পৌঁছবে। এই স্পেশ‍্যাল ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য এসি-২ টিয়ার, এসি-৩ টিয়ার, এসি-৩ টিয়ার ইকোনমি, শ্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ থাকবে।

যাত্রার উভয় পথে চন্দেরিয়া, জয়পুর জং., ভরতপুর জং., আগ্রা ক্যান্ট., ইটাওয়া জং., প্রয়াগরাজ জং., আরা জং., পাটলিপুত্র জং., বারাউনি জং., খগড়িয়া জং., নাউগাছিয়া ইত্যাদি হয়ে চলাচল করবে ও টিকিট উপলব্ধ থাকবে। প্রয়োজনে যাত্রী চাহিদা দেখে আরও ট্রেন বাড়ানো হবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, ‘এই স্পেশ‍্যাল ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।’