চাষের জলের দাবি

Lok Sabha Election 2024: চাই পর্যাপ্ত জল, ভোটে আর কী কী দাবি স্থানীয়দের?

পশ্চিম মেদিনীপুর: দিল্লির মসনদ দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। সেই ‘যুদ্ধে’ ঘাটাল কেন্দ্রে জমজমাট তারাকা যুদ্ধ হচ্ছে। যদিও আমজনতার চাহিদা পুরোটাই দৈনন্দিন জীবন কেন্দ্রিক। এই কেন্দ্রের অন্তর্গত দাসপুরের মানুষের মূল দাবিই হল পর্যাপ্ত পানীয় ও সেচের জলের সরবরাহ নিশ্চিত করা। প্রার্থীদের কাছে সেই দাবিই রাখছেন তাঁরা।

ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব’কে। অপরদিকে বিজেপি প্রার্থী করেছে দলের বিধায়ক তথা টলি তারকা হিরণ’কে। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা জুড়ে বহু মানুষ চাষাবাদের উপর নির্ভর করেন। কিন্তু সেই চাষাবাদ করতে গিয়ে প্রয়োজন জলের। পর্যাপ্ত পানীয় জল ও চাষের জলের দাবি জানাচ্ছেন এখানকার বাসিন্দারা।

আর‌ও পড়ুন: ‘রোমান্টিক’ ফল লিচু চাষে খুলেছে কপাল! পুরোটা জানলে…

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ এলাকায় বহু মানুষ কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিদ্যুতের সমস্যা থাকার কারণে বেশ কয়েক বছর ধরে পানীয় জল ও চাষের জলের সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বারংবার জানানো হয়েছে বিভিন্ন প্রশাসনিক স্তরে তবে সুরাহা হয়নি।

ভোট এলেই প্রচারে আসেন বহু নেতা নেত্রী। কিন্তু ভোট পেরোলেই তথৈবচ অবস্থা থাকে বলে এলাকার মানুষের অভিযোগ। তাই ভোটের আগে স্থানীয় সমস্যার সমাধানের ডাক দিয়েছেন। পানীয় জল ও চাষের পর্যাপ্ত জলের দাবি জানিয়েছেন কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষজন।

রঞ্জন চন্দ