ট্রেনের একাধিক রদবদল! বাতিলও হয়েছে বেশ কিছু, উত্তর থেকে দক্ষিণে যাওয়ার আগে জানুন সময়সূচী

Indian Railways: বিনা টিকিটে রেল যাত্রা করছেন না তো! কড়া নজরদারি চলছে রেলের

টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ৬৬.২৭ কোটি টাকা সংগ্রহ। প্রকৃত যাত্রীদের জন্য ঝামেলামুক্ত, আরামদায়ক ভ্রমণ ও উন্নত পরিষেবা নিশ্চিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে নিয়মিতভাবে টিকিট পরীক্ষার অভিযান চালিয়ে আসা হচ্ছে। প্রকৃত যাত্রীদের অসুবিধার জন্য দায়ী এমন ধরনের কার্যকলাপকে নিরুৎসাহিত করার জন্য টিকিটবিহীন ও অনিয়মিত ভ্রমণকারীদের বিরুদ্ধে ক্রমাগত নজরদারী চালানো হয়।

আরও পড়ুনঃ মেট্রো যাত্রীদের জন্য আরও একটি সুখবর! চালু হল UPI Payment! জানুন বিস্তারিত

২০২৪-এর ১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত, এই ধরনের অভিযানের ফলে টিকিটবিহীন ভ্রমণকারীদের কাছ থেকে ১০.৬৫ কোটি টাকারও অধিক অর্থ সংগ্রহ করা হয়েছে। ​এখানে উল্লেখযোগ্য যে ২০২৩-এর এপ্রিল থেকে ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত টিকিটবিহীন/অনিয়মিত টিকিটের ৭৯৩১৭০ সংখ্যক যাত্রী চিহ্নিত করা হয়েছে, যার ফলে অপরাধীদের কাছ থেকে এবং ভাড়া ও জরিমানা আদায় হিসেবে ৬৬.২৭ কোটি টাকারও বেশি আয় করা হয়েছে। পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবর্ষে ৭৭৮৮০৮টি শনাক্ত ঘটনা থেকে ৬২.৯৮ কোটি টাকা আদায় করা হয়েছিল। ফলে, এই তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষে ১৪৩৬২টি বেশি ঘটনা শনাক্ত করা হয় এবং অপরাধীদের কাছ থেকে জরিমানা ও ভাড়া বাবদ ৫.২৩% অধিক আয় করা হয়।​

উপযুক্ত টিকিট ছাড়া অথবা অনুমোদিত দূরত্বের বাইরে ভ্রমণ করলে অতিরিক্ত শুল্ক এবং ভাড়া আরোপ করা হতে পারে। যদি একজন যাত্রী দাবি অনুযায়ী সেই অর্থ দিতে ব্যর্থ হন অথবা দিতে অস্বীকার করেন, তাহলে তিনি অর্থ পরিশোধের ক্ষেত্রে খেলাপি হবেন এবং রেলওয়ে আইন ১৯৮৯-এর প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে তাঁর বিচার প্রক্রিয়া করা হবে।​ অসুবিধা এড়ানোর জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে সাধারণ মানুষকে উপযুক্ত ও বৈধ টিকিট এবং বৈধ পরিচয়পত্র সাথে নিয়ে ভ্রমণ করার আহ্বান জানানো হয়েছে। এখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রীরা নিজেদের স্মার্ট ফোন থেকে আনরিজার্ভড টিকেটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অসংরক্ষিত টিকিট ক্রয় করতে পারবেন। ইউটিএস অ্যাপ্লিকেশনটি অ্যানড্রয়েড ও অ্যাপল উভয় অ্যাপ-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।