Share Market Budget 2024: পেশ হতে চলেছে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট, ঠিক তার আগেই উর্ধ্বগতিতে খুলল ভারতীয় শেয়ার

নয়াদিল্লি: আজ মঙ্গলবার অর্থাৎ ২৩ জুলাই, ২০২৪ তারিখে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। আর তার প্রাক্কালে আর্থিক এবং পাবলিক সেক্টর পরিচালিত ভারতীয় শেয়ারগুলি খোলার সময় উর্ধ্বগতি দেখা গিয়েছে। কারণ বিনিয়োগকারীরা সকাল ১১টা নাগাদ কেন্দ্রীয় বাজেটে নীতি ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন। যা বাজারের গতিপথের উপর বিশাল প্রভাব ফেলতে পারে।

ভারতীয় সময় ৯টা ১৫ মিনিট নাগাদ দেখা যায় যে, এনএসই নিফটি ৫০ প্রায় ০.২৪ শতাংশ বেড়ে ২৪৫৬৮.৯-তে গিয়ে ঠেকেছে। আবার এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স প্রায় ০.২৮ শতাংশ বেড়ে ৮০৭২৪.৩-তে গিয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: বছরে ৭৮.৫ লক্ষ চাকরি তৈরি করতে হবে! অ-কৃষি খাতে কর্মসংস্থান নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা? বাজেটের আগেই জেনে নিন

গত ৪ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে। অথচ অপ্রত্যাশিত ভাবে ওই দলকে মিত্রশক্তির উপর নির্ভর করতে হয়েছে। সেই সময় প্রায় ৬ শতাংশ স্লাইড সত্ত্বেও নিফটি এই বছর তার প্রায় ১৩ শতাংশ র‍্যালির মাধ্যমে একাধিক সর্বকালের উচ্চতায় পৌঁছে গিয়েছে। তারপর থেকে সাত সপ্তাহের প্রতিটিতে সূচক বেড়েছে।

নতুন সরকারের প্রথম প্রধান নীতিগত ঘোষণা অর্থাৎ এই বাজেট চাকরি তৈরি এবং ভোগ বৃদ্ধির উপর জোর দেবে বলে মনে করা হচ্ছে। এর থেকে বিশ্লেষকরা আশা করছেন যে, ভোগ্যপণ্য, রিয়েল এস্টেট এবং অটোর মতো সেক্টরের জন্য এই বাজেট ইতিবাচক হবে। জেফারিজ-এর ইক্যুইটি অ্যানালিস্ট লাভিনা কোয়াড্রোস এবং কৌন্ডিয়া নিম্মাগড়া বলেন যে, “ভারতীয় জনতা পার্টির ক্য়াপেক্স ফোকাস সমাজতান্ত্রিক পরিকল্পনার পক্ষে হ্রাস পায় কি না, তার একটি দিকনির্দেশক সূচক হল এই বাজেট।”

এই দিন ১৩টি প্রধান সেক্টরের সব ক’টিই লাভ করেছে। আর্থিক, রাষ্ট্রীয় মালিকানাধীন ঋণদাতা এবং পাবলিক সেক্টর কোম্পানিগুলি ০.৩৫ শতাংশ – ০.৭ শতাংশের মধ্যে লাভ করেছে। বৃহত্তর, আরও অভ্যন্তরীণ ভাবে জোর দেওয়া ছোট এবং মিড-ক্যাপগুলি প্রায় ০.৫ শতাংশ যোগ করেছে।