নতুন ভাবে দায়িত্ব পাওয়ার পর রাহুল দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে দক্ষিণ আফ্রিকা৷

Rahul Dravid: রাহুলকেই ফের রাজি করাল বোর্ড, বিশ্বকাপে শেষ হলেও আবার ২ বছরের জন্য চুক্তি

মুম্বই: ভারতীয় দলের কোচ থাকছেনই রাহুল দ্রাবিড়ই৷  বিশ্বকাপের পরেই কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে গিয়েছিল দ্য ওয়ালের৷ শোনা যাচ্ছিল কোনও আইপিএল ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা চলছে , কিন্তু বাজি মেরে দিল বোর্ডই৷ তারা আগামী ২ বছরের জন্য রাহুল দ্রাবিড়ের সঙ্গেই চুক্তি করে নিল৷ শুধু দ্রাবিড় নয়, সাপোর্ট স্টাফদেরও চুক্তিবৃদ্ধি করা হয়েছে৷

প্রাক্তন ভারত অধিনায়ক বিভিন্ন আইপিএল দলের থেকে অফার পেয়েছিলেন৷ কিন্তু রাহুলও শেষ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব নিতেই রাজি হয়ে গেলেন৷ নতুন ভাবে দায়িত্ব পাওয়ার পর রাহুল দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে দক্ষিণ আফ্রিকা৷

আরও পড়ুন – Mukesh Kumar Wedding : সিরিজের মধ্যেই বিয়ের সানাই, কোন লাকি গার্লকে স্ত্রী হিসেবে বরণ করলেন ভারতীয় পেসার

বিসিসিআই বলেছে, ‘‘দ্য বোর্ড অফ কন্ট্রোল মিস্টার রাহুল দ্রাবিড়কেই হেড কোচ হিসেবে এক্সটেনশন দিচ্ছে, পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও চুক্তি বাড়াচ্ছে৷ বিসিসিআই রাহুল দ্রাবিড়ের সঙ্গে সফল কথা বলেছে সেখানেই বিশ্বকাপের পরেও ফের তাঁর সঙ্গেই চুক্তিবৃদ্ধি হয়েছে৷ সকলেই সর্বসম্মতভাবে এই চুক্তিবৃদ্ধি নিয়ে আগ্রহী হয়েছে৷’’

 

ভারতীয় ক্রিকেট দলকে দ্রাবিড় যেভাবে পরিচালনা করেছেন তা বোর্ড প্রশংসা করে৷ তাঁর দারুণ পেশাদারিত্ব দারুণ৷ বোর্ড শুধু রাহুল দ্রাবিড় নয়, তার পাশাপাশি ভিভিএস লক্ষ্মণকেও তাঁর অসাধারণ দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছে৷ তিনি এই মুহূর্তে এনসিএ-র প্রধান এবং ভারতের স্ট্যান্ড ইন কোচ৷

বিসিসিআই জানিয়েছে, ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্রাবিড় ও লক্ষ্মণের জুটি কাছাকাছি থেকে কাজ করছেন ঠিক আগেকার ক্রিকেটারদের মতোই৷