দীপ্তি, পূজাদের দুর্দান্ত বোলিং – বিশ্বকাপে কম রানে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ – ১১৮/৬

কেপ টাউন: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মহিলা দল টসে হারার পর আজ আবার টসে হারল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। তবে দ্বিতীয় ওভারেই পূজা বস্ত্রকার ফিরিয়ে দিলেন হেলি ম্যাথুজকে। রিচা ঘোষ দুর্দান্ত ক্যাচ ধরলেন। কিন্তু এরপর ক্যাম্পবেল এবং স্টেফানি টেলর মিলে খেলাটা ধরে ফেললেন।

সিঙ্গল, ডবল নেওয়ার পাশাপাশি লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন। ভারতের দুই পেসার রেনুকা, পূজা বস্ত্রকার চেষ্টা করেছেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারছিলেন না। এরপর জ্বলে উঠলেন দীপ্তি শর্মা। পর পর ফিরিয়ে দিলেন ক্যাম্পবেল এবং টেলরকে। হেনরিও ২ করে ফিরে গেলেন। ১৪ ওভার থেকে খেলাটা নিজেদের দিকে ঘুরিয়ে নিল ভারত।

ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি অনেকটা থমকে গেল। ভারতের বোলাররা গুড লেন্থ স্পটে বল ফেলে বিব্রত করতে থাকল ক্যারিবিয়ান মেয়েদের। বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়েকোয়াড দুর্দান্ত টাইট বল করলেন। উইকেট পেলেন রেনুকা সিং ঠাকুর। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেল ১১৯ করে।