Tag Archives: icc women t20 world cup 2023

মেয়েদের বিশ্বকাপে সেমিতে অস্ট্রেলিয়ার সামনেই ভারত, মানসিক প্রস্তুতি শুরু রিচা, স্মৃতিদের

কেপটাউন: এমনটা যে হতে চলেছে সেই আভাস ছিল আশি শতাংশ। ভারত বনাম অস্ট্রেলিয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল এমন সম্ভাবনা ছিলই বেশি। অঙ্ক বদলে যেত যদি আজ পাকিস্তান বড় ব্যবধানে হারিয়ে দিতে পারত ইংল্যান্ডকে। কিন্তু সেটা আর হল না। জঘন্য ফর্ম বজায় রেখে আবার হেরে গেল পাকিস্তানের মেয়েরা।

পাকিস্তান ১১৪ রানে হেরে গেল ইংল্যান্ডের কাছে। পাকিস্তান হেরে যাওয়ায় গ্রুপে রানার্স হয়েই সেমিফাইনাল খেলতে হবে হরমনপ্রীতদের। এক নম্বর গ্রুপের শীর্ষে শেষ করা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে তাঁদের। না হলে নিউ জ়িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার মধ্যে একটি দলের বিরুদ্ধে খেলতে হত ভারতকে।

কিন্তু যা হয়েছে আপাতত সেটা নিয়ে চিন্তা করতে চায় ভারতের টিম ম্যানেজমেন্ট। মেয়েদের অধিনায়ক হরমন আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়াকে খেলতে হবে এমনটা ভেবেই মানসিক প্রস্তুতি শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তান এবং দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেও সেই ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত।

তারপরের খেলায় দুর্বল আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেও ভারত কমপ্লিট ক্রিকেট খেলেছে এমন নয়। প্রচুর ক্যাচ মিস হয়েছিল আইরিশদের। না হলে স্মৃতি ৮৭ রান করতে পারতেন না। তবে মেয়েদের অধিনায়ক হরমন নিজে খুব একটা ছন্দে নেই। তবে অতীতে তিনি সব সময় বড় ম্যাচে জ্বলে উঠেছেন। তাই বৃহস্পতিবার আবার সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারেন কিনা পারফরমেন্স দিয়ে সেটাই দেখার থাকবে।

মেয়েদের বিশ্বকাপে সেমিফাইনালে ভারত, বৃষ্টি বিঘ্নিত খেলায় ডাকওয়ার্থ লুইস নিয়মে পরাজিত আয়ারল্যান্ড

কেপ টাউন: বৃষ্টি যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে কার সাধ্য আছে ক্রিকেট ম্যাচ করা যায়? বেশ সুন্দর এগোচ্ছিল ভারত বনাম আয়ারল্যান্ড মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রিকেট ম্যাচ। স্মৃতি মান্ধনার এই ফরম্যাটে সবচেয়ে বেশি রানের সাক্ষী থাকল সকলে। শেষের দিকে কিছুটা রান তুলেছিলেন জেমাইমা রদ্রিগেজ। হরমন, রিচা এবং শেফালি এদিন ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি।

আয়ারল্যান্ড একাধিক ক্যাচ মিস না করলে ভারতের রান আরও কম হত। ১৫৬ তাড়া করতে নেমে প্রথম বলেই রান আউট হয়ে যান অ্যামি হান্টার। সেই ওভারেই ফিরে যান ওলে প্রেন্ডারগাস্ট। তার পর ধস সামাল দিয়েছেন গ্যাবি লিউইস এবং লরা ডেলানি। গ্যাবি ৩২ এবং লরা ১৬ রানে ক্রিজে। হঠাৎ করেই প্রচন্ড হাওয়া বইতে শুরু করে। দ্রুত খারাপ হতে থাকে আবহাওয়া।

আম্পায়াররা অবশ্য সাধ্যমত চেষ্টা করেছিলেন খেলাটা চালিয়ে যাওয়ার। তবে প্রায় এক ঘন্টা পর খেলা ভেস্তে গেছে জানিয়ে দেওয়া হয়। খেলা যখন বন্ধ হয় আয়ারল্যান্ডের রান ছিল ৫৪/২। প্রয়োজনীয় রানের তুলনায় পাঁচ রান পিছিয়ে ছিল তারা। সেটাই শেষ পর্যন্ত ফ্যাক্টর হয়ে যায়। এই নিয়ে তিনবার সেমিফাইনালে ভারতের মেয়েরা। তবে আজ জিতে গেলেও ভারতের মেয়েদের পারফরমেন্স কমপ্লিট ক্রিকেট হয়েছে এমনটা বলা উচিত হবে না।

বরং আজ কঠিন দল থাকলে ভারতের ভাগ্যে দুঃখ ছিল। সেমিফাইনালে নিজেদের উন্নত করতে না পারলে ভারত ফাইনাল খেলবে এমন আশা না রাখাই ভাল। বিশেষ করে ব্যাট হাতে অধিনায়ক হরমন একেবারেই নিজের চেনা ছন্দে নেই। শেফালি কবে ধারাবাহিকভাবে কে জানে? তুলনায় ভারতের বোলিং বিভাগ অনেক বেশি ধারাবাহিক।

দীপ্তি, পূজাদের দুর্দান্ত বোলিং – বিশ্বকাপে কম রানে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ – ১১৮/৬

কেপ টাউন: প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মহিলা দল টসে হারার পর আজ আবার টসে হারল। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। তবে দ্বিতীয় ওভারেই পূজা বস্ত্রকার ফিরিয়ে দিলেন হেলি ম্যাথুজকে। রিচা ঘোষ দুর্দান্ত ক্যাচ ধরলেন। কিন্তু এরপর ক্যাম্পবেল এবং স্টেফানি টেলর মিলে খেলাটা ধরে ফেললেন।

সিঙ্গল, ডবল নেওয়ার পাশাপাশি লুজ বল বাউন্ডারির বাইরে পাঠালেন। ভারতের দুই পেসার রেনুকা, পূজা বস্ত্রকার চেষ্টা করেছেন, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারছিলেন না। এরপর জ্বলে উঠলেন দীপ্তি শর্মা। পর পর ফিরিয়ে দিলেন ক্যাম্পবেল এবং টেলরকে। হেনরিও ২ করে ফিরে গেলেন। ১৪ ওভার থেকে খেলাটা নিজেদের দিকে ঘুরিয়ে নিল ভারত।

ওয়েস্ট ইন্ডিজের রান তোলার গতি অনেকটা থমকে গেল। ভারতের বোলাররা গুড লেন্থ স্পটে বল ফেলে বিব্রত করতে থাকল ক্যারিবিয়ান মেয়েদের। বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়েকোয়াড দুর্দান্ত টাইট বল করলেন। উইকেট পেলেন রেনুকা সিং ঠাকুর। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেল ১১৯ করে।

India vs Pakistan: জেমাইমা-শেফালি-রিচাদের ইনিংস দেখে মুগ্ধ সচিন, ধরে রাখতে পারলেন না উচ্ছ্বাস

মুম্বই: চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে মহিলা টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। হাড্ডাহাড্ডি ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে মাত দিয়েছে মহিলা টিম ইন্ডিয়া। ব্যাটিংয়ে দুরন্ত পারফর্ম করেছেন জেমিমা রড্রিগেজ, শেফালি ভার্মা, রিচা দাসরা। ভারতীয় দলের জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। উচ্ছ্বসিত ক্রিকেট কিংবদন্তী মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিক।

নিজের ফেসবুক ও ট্যুইটার হ্যান্ডেল থেকে ম্যাচ শেষে পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। ভারত-পাকিস্তান মহারণ যে পরিবারের সঙ্গে উপভোগ করেছেন সেই কথাও জানিয়েছেন সচিন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন,”অঞ্জলি এবং অর্জুনের সঙ্গে খেলা দেখেছি এবং আমরা আমাদের ভারতীয় মহিলা দলের জন্য আনন্দ উপভোগ করেছি। শেফালির একটি ভাল শুরু, জেমিমা তার ইনিংসটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং শেষের দিকে রিচার থেকে একটি ভাল বিস্ফোরক ইনিংস। ভারতকে আবার জিততে দেখে আনন্দিত”।

আরও পড়ুনঃ Viral News: রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, ইনিই বিশ্বের সবথেকে হট মহিলা রেফারি, দেখুন অ্যালবাম

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বিসমা মাহরুফ। এছাড়া ৪৩ রান করেন আয়েশা নাসিম। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রাধা যাদব। রান তাড়া করতে নেমে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। সর্বোচ্চ ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমা। এছাড়া ৩৩ রান করেন শেফালি ভার্মা, ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ।

Ind vs Pak: টস হয়ে গেল মেগা ম্যাচের, জেনে নিন ভারত বনাম পাকিস্তানের লেটেস্ট আপডেট

কেপটাউন: ভারত বনাম পাকিস্তান এই ম্যাচের উন্মাদনা সর্বকালীন এবং সব জায়গায় এই প্রতি আকর্ষণ অনিবার্য৷  ভারত বনাম পাকিস্তান মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে টসে জিতল পাকিস্তান৷ হরমনপ্রীত কউরকে টসে হারিয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক বিসমাহ মাহরুফ৷

কিন্তু ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই জটিল জায়গায় দাঁড়িয়ে যে  শুধুমাত্র আইসিসি প্ল্যাটফর্মেই ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা হয়। এই দুই কোনও  দল দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের বিরুদ্ধে খেলে না। এবারের আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

দুই দলই নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিল ৷ অনুশীলন করে নিজেদের সেরাটা দিতে তৈরি পাকিস্তান ও ভারত দুই দলই৷

 

আরও পড়ুন –  কোচবিহার কোর্টের ‘ওই’ জায়গাটায় পড়েছিল উদ্ধার হওয়া গাঁজা, পরিষ্কার করতে গিয়ে ছড়াল আতঙ্ক

এই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের একটি ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়ে উঠেছে৷  এই ভিডিওতে দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ককেই ম্যাচের উত্তেজনা ভুলে চরম মজা করতে দেখা যাচ্ছে।

দেখে নিন ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে সেই ভাইরাল ভিডিও

 

যখনই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়, ভক্তরা আবেগ আপ্লুত হয়ে পড়েন{ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমনই কিছু ঘটতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। রবিবার বিশ্বকাপের এই ম্যাচটিকে বলা হচ্ছে সুপার সানডে ম্যাচ। এই ম্যাচ দিয়েই এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত ও পাকিস্তান দল। ১০টি দলের এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান দলকে বি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দল রয়েছে।

আরও পড়ুন – Rohit Sharma Slang Language: মাঠের মধ্যেই রোহিতের এ কী হাল, গালগাল দিয়ে ভাইরাল হিটম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের ভিডিও সামনে এসেছে। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের অফিসিয়াল ট্যুইটার পেজে এই ভিডিও এসেছে৷  এই ভিডিওতে হরমনপ্রীত কউর এবং বিসমাহ মাহরুফ দুজনকেই ভাঙড়ার কিছু সিগনেচার স্টেপ করতে দেখা যাচ্ছে। এই ম্যাচ নিয়ে বেশই উত্তেজিত দু দলের অধিনায়কই৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখনই যেখানে খেলা হোক এর আকর্ষণ একইরকম অপ্রতিরোধ্য থাকে৷

Ind vs Pak: মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা ম্যাচের দুই অধিনায়কের তুমুল নাচ, ভাইরাল ভিডিও

কেপটাউন: ভারত বনাম পাকিস্তান এই ম্যাচের উন্মাদনা সর্বকালীন এবং সব জায়গায় এই প্রতি আকর্ষণ অনিবার্য৷ কিন্তু ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই জটিল জায়গায় দাঁড়িয়ে যে  শুধুমাত্র আইসিসি প্ল্যাটফর্মেই ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা হয়। এই দুই কোনও  দল দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের বিরুদ্ধে খেলে না। এবারের আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

এই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের একটি ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়ে উঠেছে৷  এই ভিডিওতে দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ককেই ম্যাচের উত্তেজনা ভুলে চরম মজা করতে দেখা যাচ্ছে।

দেখে নিন ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে সেই ভাইরাল ভিডিও

 

যখনই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়, ভক্তরা আবেগ আপ্লুত হয়ে পড়েন{ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমনই কিছু ঘটতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। রবিবার বিশ্বকাপের এই ম্যাচটিকে বলা হচ্ছে সুপার সানডে ম্যাচ। এই ম্যাচ দিয়েই এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত ও পাকিস্তান দল। ১০টি দলের এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান দলকে বি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দল রয়েছে।

আরও পড়ুন – Rohit Sharma Slang Language: মাঠের মধ্যেই রোহিতের এ কী হাল, গালগাল দিয়ে ভাইরাল হিটম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের ভিডিও সামনে এসেছে। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের অফিসিয়াল ট্যুইটার পেজে এই ভিডিও এসেছে৷  এই ভিডিওতে হরমনপ্রীত কউর এবং বিসমাহ মাহরুফ দুজনকেই ভাঙড়ার কিছু সিগনেচার স্টেপ করতে দেখা যাচ্ছে। এই ম্যাচ নিয়ে বেশই উত্তেজিত দু দলের অধিনায়কই৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখনই যেখানে খেলা হোক এর আকর্ষণ একইরকম অপ্রতিরোধ্য থাকে৷