অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে ৮ গোল হজম! দুঃস্বপ্নের শুরু ভারতের মেয়েদের

মার্কিন যুক্তরাষ্ট্র – ৮
ভারত – ০

#ভুবনেশ্বর: আমেরিকার পুরুষ ফুটবল দল কখনো বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু মার্কিন মহিলারা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল। চারটে অলিম্পিক স্বর্ণপদক ছাড়াও তাদের রয়েছে চারটে বিশ্বকাপ। মিয়া হ্যাম, হোপ সলো, আলেক্স মরগান, কারলি লয়েড, জুলি ফাওদির মতো বিখ্যাত সব মহিলা ফুটবলার ছিলেন মার্কিন ফুটবলের ইতিহাসে। তাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা শক্তিশালী সেটা সহজেই বোঝা যায়।

সেই সাপ্লাই লাইন আসে অনূর্ধ্ব ১৭ পর্যায় থেকেই। ভারতের মেয়েদের আজ লড়াই ছিল এমন একটি প্রতিভাবান আমেরিকান দলের বিরুদ্ধে। আমেরিকার সঙ্গে ভারত পেরে উঠবে না সেটা জানা ছিল আগেই। কিন্তু তাই বলে এরকম জঘন্য হার অপেক্ষা করে আছে ভারতের জন্য এতটা আন্দাজ করা যায়নি।

দলের কোচ থমাস দেনার্বি জানিয়েছিলেন যে তার দল লড়াই করবে। কিন্তু সেটা শুধুই যেন কথার কথা। কোথায় লড়াই? এত শুধুই আত্মসমর্পণ। যত সময় গেল ততই যেন মার্কিন মেয়েদের দাপটে হারিয়ে গেল ভারতের মেয়েরা। প্রথমার্ধেই পাঁচ গোল হজম। রেবিমবাস, কলার, থমসন, গেমিরও পরপর গোল করলেন।

ভারতের মিডফিল্ড এবং ডিফেন্স বলতে কিছু ছিল না। কাজল, শুভাঙ্গী, লিন্ডা, নেহারা কিছুই বুঝতে পারলেন না। তাদের দেখে মনে হচ্ছিল যেন সমুদ্রের মাঝখানে পড়ে সাঁতার কাটছেন। শুধুই অপেক্ষায় আছেন কখন শেষ বাঁশি বাজবে। খেলাটা শেষ হবে। এই অত্যাচার আর নেওয়া যাচ্ছিল না।

ফুটবলের যে আসল তিনটে জিনিস অর্থাৎ গতি, শক্তি এবং স্কিল, তার কোনোটাতেই পেরে উঠছিল না ভারতের মেয়েরা। গোটা ম্যাচে ভারত দুবার মাত্র আমেরিকার বক্সে ঢুকতে পেরেছে। বাকি সময়টা শুধুই আমেরিকান ঝড়। দ্বিতীয়ার্ধে হল আরো তিনটি গোল। ভারতের মেয়েদের ক্ষমতা অনুযায়ী তারা হয়তো সেরাটা দিয়েছেন। কিন্তু আমেরিকার মতো দলের সঙ্গে সম্মান বাঁচানো ভারতের কাজ নয়।

তবুও ভুবনেশ্বরের মাঠে অনেক আশা নিয়ে উপস্থিত ছিলেন দর্শকরা। কয়েক বছর আগে অনূর্ধ্ব ১৭ পুরুষ বিশ্বকাপে এই আমেরিকার কাছেই হেরেছিল ভারতের ছেলেরা। তবে সেটা তিন গোলের ব্যবধানে। এই পর্যায়ে এটাই ভারতীয় মেয়েদের সবচেয়ে লজ্জা জনক হার। এর আগে দক্ষিণ কোরিয়ার কাছে সাত গোল হজম করেছিল ভারতের মেয়েরা।

সেই রেকর্ড আজ ভেঙে গেল কলিঙ্গ স্টেডিয়ামে। এরপর ভারতের মেয়েদের খেলা রয়েছে মরক্কো এবং তারপর ব্রাজিলের বিরুদ্ধে। দেখা যাক, এই হাট থেকে শিক্ষা নিয়ে তারা কিছু করতে পারে কিনা।