অলিম্পিক্সে বড় অঘটন, ভারতের মেয়ে হারাল বিশ্বের এক নম্বরকে! কুস্তিতে পদকের স্বপ্ন

প্যারিস: অলিম্পিক্সে অঘটন ঘটালেন ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তি ইভেন্টে জাপানের সুসাকি ইউকে হারালেন তিনি।

এই জাপানি কুস্তিগীর ছিলেন টোকিও অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী। এদিনের বাউট-এ তিনিই প্রথম পয়েন্ট নিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে ভিনেশ ফোগাট ‘দঙ্গল’-এর মতো ফিল্মি স্টাইলে জিতলেন।

আরও পড়ুন- পা টলছে ! পথচারীদের কাঁধে ভর দিয়ে পেরোচ্ছেন রাস্তা, বিনোদ কাম্বলির ভিডিও ভাইরাল

তিনি প্রথম দুটি পয়েন্ট নিয়েছিলেন, এর পর ফোগাট আরও একটি পয়েন্ট পান। বাউট ৩-১-এ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ভারতীয় কুস্তিগীর।

—- Polls module would be displayed here —-

ভিনেশ ফোগাটের জন্য এই লড়াই কঠিন বলে মনে করা হয়েছিল। কারণ ভিনেশ ফোগাটের বিরুদ্ধে ছিলেন বিশ্বের এক নম্বর কুস্তিগীর। তিনি ভারতের আরেকটি পদকের আশা বাঁচিয়ে রেখেছেন।

ফোগাট পরিবারের মেয়েকে যোদ্ধা হিসাবে বিবেচনা করা হয়। গত দুই বছরে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। দীর্ঘদিন রেসলিং ফেডারেশনের প্রধান থাকা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সোচ্চার হন। সেই কারণে ব্রিজভূষণ শরণ সিংকেও পদ হারাতে হয়। ইতিমধ্যে তিনি সকল বাধা অতিক্রম করে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন।

আরও পড়ুন- ‘শুধু চাইলে হবে না, প্লেয়ারদের আত্মসমীক্ষা প্রয়োজন’, বিস্ফোরক প্রকাশ পাড়ুকোন

প্রথম রাউন্ডে দুর্দান্ত জয়ের পর আরও আত্মবিশ্বাসী তিনি। হরিয়ানায় তাঁর বাড়ির লোকজন এতক্ষণে নিশ্চয়ই গর্বিত বোধ করছেন। এখনও পর্যন্ত শুধুমাত্র সাক্ষী মালিকই মহিলাদের কুস্তিতে ব্রোঞ্জ পদক জিততে পেরেছেন। এবার ভিনেশ ফোগাট পদক জিতলে তা ভারতের খেলাধূলার ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে।

তিনি আজই ইউক্রেনের ওকসানা ভাসিলিভনা লিভাচের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবেন।