মাসে ৩,৫০০ টাকা বিনিয়োগ করে কোটিপতি! লঞ্চের পর থেকেই ব্যাপক রিটার্ন দিচ্ছে LIC-এর এই মিউচুয়াল ফান্ড স্কিম

এলআইসি বললে জীবন বিমার কথাই মাথায় আসে। কিন্তু এলআইসি-র যে একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে অনেকেই জানেন না। এর রিটার্নের হারও অনেক বেশি। এর মধ্যে ‘এলআইসি এমএফ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড’ অন্যতম। ইএলএসএস ক্যাটাগরির এই ফান্ড চালু হওয়ার পর থেকেই দু’হাত ভরে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
এলআইসি বললে জীবন বিমার কথাই মাথায় আসে। কিন্তু এলআইসি-র যে একাধিক মিউচুয়াল ফান্ড রয়েছে অনেকেই জানেন না। এর রিটার্নের হারও অনেক বেশি। এর মধ্যে ‘এলআইসি এমএফ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড’ অন্যতম। ইএলএসএস ক্যাটাগরির এই ফান্ড চালু হওয়ার পর থেকেই দু’হাত ভরে রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
শক্তিশালী ট্র্যাক রেকর্ড: এলআইসি এমএফ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের রিটার্ন দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। এই ফান্ড থেকে ৩ বছরে বার্ষিক ২৫ শতাংশ, ৫ বছরে বার্ষিক ২২.৪০ শতাংশ হারে রিটার্ন মিলেছে। গত ২৭ বছরের বার্ষিক রিটার্নের হার দেখে নেওয়া যাক একনজরে।
শক্তিশালী ট্র্যাক রেকর্ড: এলআইসি এমএফ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের রিটার্ন দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। এই ফান্ড থেকে ৩ বছরে বার্ষিক ২৫ শতাংশ, ৫ বছরে বার্ষিক ২২.৪০ শতাংশ হারে রিটার্ন মিলেছে। গত ২৭ বছরের বার্ষিক রিটার্নের হার দেখে নেওয়া যাক একনজরে।
-৩ বছরের এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ২৫.১৬ শতাংশ।-৫ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ২২.৪০ শতাংশ।

-১০ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১৫.৭৫ শতাংশ।

-১৫ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১৪.৫৫ শতাংশ।

-২০ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১২.৮৮ শতাংশ।

-২৭ বছরের এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১২.৫১ শতাংশ।
-৩ বছরের এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ২৫.১৬ শতাংশ।
-৫ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ২২.৪০ শতাংশ।
-১০ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১৫.৭৫ শতাংশ।
-১৫ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১৪.৫৫ শতাংশ।
-২০ বছরে এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১২.৮৮ শতাংশ।
-২৭ বছরের এসআইপি থেকে বার্ষিক রিটার্নের হার ১২.৫১ শতাংশ।
চালু হওয়ার পর থেকে কত রিটার্ন দিয়েছে: এখনও পর্যন্ত এলআইসি এমএফ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের গত ২৭ বছরের তথ্য পাওয়া যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, এই ফান্ড থেকে গত ২৭ বছরে বিনিয়োগকারীরা ১২.৫১ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পেয়েছেন। কেউ যদি শুরুর দিন থেকে ৩৫০০ টাকার এসআইপি করতেন, অর্থাৎ প্রতিদিন ১১৫ টাকা করে, তাহলে আজ তাঁর রিটার্ন দাঁড়াত ১,০৬,৮০,৪৬৪ টাকা।
চালু হওয়ার পর থেকে কত রিটার্ন দিয়েছে: এখনও পর্যন্ত এলআইসি এমএফ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডের গত ২৭ বছরের তথ্য পাওয়া যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, এই ফান্ড থেকে গত ২৭ বছরে বিনিয়োগকারীরা ১২.৫১ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পেয়েছেন। কেউ যদি শুরুর দিন থেকে ৩৫০০ টাকার এসআইপি করতেন, অর্থাৎ প্রতিদিন ১১৫ টাকা করে, তাহলে আজ তাঁর রিটার্ন দাঁড়াত ১,০৬,৮০,৪৬৪ টাকা।
-স্কিম সম্পর্কিত তথ্য: লঞ্চের তারিখ – ৩১ মার্চ ১৯৯৭।-ন্যূনতম বিনিয়োগের পরিমাণ - ৫০০ টাকা

-ন্যূনতম মাসিক এসআইপি-র পরিমাণ: ১০০০ টাকা

-মোট সম্পদ: ১১৫২ কোটি টাকা (৩০ জুন, ২০২৪)

-ব্যয় অনুপাত: ২.১৩ শতাংশ (৩০ জুন, ২০২৪)

-বেঞ্চমার্ক: নিফটি ৫০০ টিআরআই।
-স্কিম সম্পর্কিত তথ্য: লঞ্চের তারিখ – ৩১ মার্চ ১৯৯৭।
-ন্যূনতম বিনিয়োগের পরিমাণ – ৫০০ টাকা
-ন্যূনতম মাসিক এসআইপি-র পরিমাণ: ১০০০ টাকা
-মোট সম্পদ: ১১৫২ কোটি টাকা (৩০ জুন, ২০২৪)
-ব্যয় অনুপাত: ২.১৩ শতাংশ (৩০ জুন, ২০২৪)
-বেঞ্চমার্ক: নিফটি ৫০০ টিআরআই।
এই স্কিমের টাকা কোন কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হয়: আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, শক্তি পাম্প, ট্রেন্ট, এসবিআই, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট, ইনফোসিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, কির্লোস্কর অয়েল, লার্সেন অ্যান্ড টুব্রো এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
এই স্কিমের টাকা কোন কোন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা হয়: আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, শক্তি পাম্প, ট্রেন্ট, এসবিআই, চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট, ইনফোসিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, কির্লোস্কর অয়েল, লার্সেন অ্যান্ড টুব্রো এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।