Gardenreach Investigation: গার্ডেনরিচে ধ্বংসস্তুপ ঘুরে দেখে তদন্তে বিশেষজ্ঞ কমিটি, সংগ্রহ করা হল কংক্রিটের নমুনা

কলকাতা: গার্ডেনরিচে ভেঙে পড়া বাড়ির এলাকা ঘুরে দেখল বিশেষজ্ঞ দল৷ গার্ডেনরিচে যে এলাকায় বাড়ি ভেঙে পড়েছিল, সেখানকার এলাকা ঘুরে দেখার পাশাপাশি, ভাঙা বাড়ির কংক্রিকেট নমুনাও সংগ্রহ করলেন কমিটির সদস্যরা৷ কেন এই বাড়িটি ভেঙে পড়ল, সেই বিষয়টি এ বার খতিয়ে দেখবে তদন্তকারী দল৷

এই কমিটির অংশ হিসাবে এলাকায় উপস্থিত ছিলেন ডিজি সিভিল, সিএমই এসডাব্লুএম, ডিজি রোডস, ডিজি বিল্ডিং ও তিনজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সয়েল ও আর্কিটেকচার ইঞ্জিনিয়াররাও ছিলেন৷ ছিলেন ডিজি পোর্ট ও ওসি গার্ডেনরিচ৷

খবর মিলেছে, এলাকা ঘুরে দেখার পাশাপাশি, বিশেষজ্ঞ দল ধ্বংসস্তুপ থেকে বেশ কিছু লোহার রড ও কংক্রিটের ভাঙা টুকরো সংগ্রহ করে নিয়ে গিয়েছেন৷ সেগুলি পরীক্ষা করে এই বিল্ডিং ভাঙার আসল কারণ নির্ধারণের চেষ্টা করবেন তাঁরা৷ এ ছাড়া, এখন বাকি যে বাড়ি ভাঙার কাজ চলছে, সেগুলির নিরাপত্তাও যাতে যথেষ্ট থাকে, সেই ব্যবস্থাও যাতে ঠিক থাকে, সেটিও ঘুরে দেখেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা৷ পাশাপাশি, তাঁরা স্থানীয় লোকেরা যাতে ওই ধ্বংসস্তুপের মধ্যে না যান, সেটিও নজরে রাখতে বলেন কমিটির সদস্যরা৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এগুলি পরীক্ষা করে দেখা হবে৷ সেগুলি যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে৷ এর পর দু’দিনের মধ্যে ফের ঘটনাস্থলে যাবে বিশেষজ্ঞ কমিটি৷