৭২, ১৪৪ আর ১১৪-র নিয়ম জানলে টাকা হবে দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ ! আর্থিক পরিকল্পনা হবে লাভজনক

টাকা জমানো অনেকেরই কাছে এক রীতিমতো কঠিন কাজ বলে মনে হতে পারে। হয়তো বা রহস্যও। হলে দোষ দেওয়ার কিছু নেই। আমাদের অনেকেরই খরচের হাত প্রবল হয়। তার উপরে আবার রয়েছে মুদ্রাস্ফীতি। জরুরি খরচ সামলে হাতে টাকা থাকে কই! এদিকে, সঞ্চয় না করলেও নয়।
টাকা জমানো অনেকেরই কাছে এক রীতিমতো কঠিন কাজ বলে মনে হতে পারে। হয়তো বা রহস্যও। হলে দোষ দেওয়ার কিছু নেই। আমাদের অনেকেরই খরচের হাত প্রবল হয়। তার উপরে আবার রয়েছে মুদ্রাস্ফীতি। জরুরি খরচ সামলে হাতে টাকা থাকে কই! এদিকে, সঞ্চয় না করলেও নয়।
এর উপরেই নির্ভর করে থাকে আমাদের আর্থিক পরিকল্পনা সফল হবে কি না সেই বিষয়টা। অনেকেই তাই কবে সঞ্চয় দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ হবে, সেই আশায় দিন গুণে চলেন।
এর উপরেই নির্ভর করে থাকে আমাদের আর্থিক পরিকল্পনা সফল হবে কি না সেই বিষয়টা। অনেকেই তাই কবে সঞ্চয় দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ হবে, সেই আশায় দিন গুণে চলেন।
এক্ষেত্রে সব বিষয় সহজ করে দিতে পার্সোনাল ফিনান্সের একটা প্রাথমিক সঞ্চয় সূত্র। হিসেব বললেও ভুল হয় না। এই নিয়ম আমাদের বলে দেয় যে কবে আমাদের সঞ্চয় দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ হয়ে উঠতে পারে। সেই মেয়াদ একবার বুঝে নিলে আর্থিক পরিকল্পনা করা যেমন সহজ, তা সফল হয়ে ওঠাও নিশ্চিত ব্যাপার। দেখে নেওয়া যাক এই বিষয়ে ৭২, ১৪৪ আর ১১৪-র নিয়ম কী বলছে।
এক্ষেত্রে সব বিষয় সহজ করে দিতে পার্সোনাল ফিনান্সের একটা প্রাথমিক সঞ্চয় সূত্র। হিসেব বললেও ভুল হয় না। এই নিয়ম আমাদের বলে দেয় যে কবে আমাদের সঞ্চয় দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ হয়ে উঠতে পারে। সেই মেয়াদ একবার বুঝে নিলে আর্থিক পরিকল্পনা করা যেমন সহজ, তা সফল হয়ে ওঠাও নিশ্চিত ব্যাপার। দেখে নেওয়া যাক এই বিষয়ে ৭২, ১৪৪ আর ১১৪-র নিয়ম কী বলছে।
৭২-এর নিয়ম7৭২-এর নিয়ম আমাদের বলে যে কখন একটি বিনিয়োগ বিকল্পে আমাদের টাকা দ্বিগুণ হবে। এই হিসেব বোঝার জন্য প্রত্যাশিত বার্ষিক রিটার্ন হারকে ৭২ দ্বারা ভাগ করতে হয়। উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক।
৭২-এর নিয়ম
7৭২-এর নিয়ম আমাদের বলে যে কখন একটি বিনিয়োগ বিকল্পে আমাদের টাকা দ্বিগুণ হবে। এই হিসেব বোঝার জন্য প্রত্যাশিত বার্ষিক রিটার্ন হারকে ৭২ দ্বারা ভাগ করতে হয়। উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক।
ধরা যাক, কেউ একটি বিনিয়োগ বিকল্পে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন যা ৮ শতাংশ হারে বার্ষিক রিটার্ন দিচ্ছে। এখন ৭২-কে ৮ দিয়ে ভাগ করলে ফলাফল ৯ হবে। এই ৯ হল বিনিয়োগ দ্বিগুণ হতে কত বছর লাগবে তার হিসেব। তার মানে এক্ষেত্রে বিনিয়োগে ১ লক্ষ টাকা বেড়ে ২ লক্ষ টাকা হতে ৯ বছর সময় লাগবে।
ধরা যাক, কেউ একটি বিনিয়োগ বিকল্পে ১ লাখ টাকা বিনিয়োগ করেছেন যা ৮ শতাংশ হারে বার্ষিক রিটার্ন দিচ্ছে। এখন ৭২-কে ৮ দিয়ে ভাগ করলে ফলাফল ৯ হবে। এই ৯ হল বিনিয়োগ দ্বিগুণ হতে কত বছর লাগবে তার হিসেব। তার মানে এক্ষেত্রে বিনিয়োগে ১ লক্ষ টাকা বেড়ে ২ লক্ষ টাকা হতে ৯ বছর সময় লাগবে।
১১৪-এর নিয়ম১১৪-এর নিয়ম আমাদের বলে যে বিনিয়োগ তিনগুণ হতে কত সময় লাগবে৷ এই নিয়মে আমাদের আগের উদাহরণ অনুযায়ী ৭২-এর পরিবর্তে ১১৪ ব্যবহার করতে হবে। ধরা যাক, যদি একটি বিনিয়োগ ১০ শতাংশ বার্ষিক রিটার্ন দেয়, তাহলে টাকা তিনগুণ হতে ১১৪/১০= ১১.৪ বছর লাগবে।
১১৪-এর নিয়ম
১১৪-এর নিয়ম আমাদের বলে যে বিনিয়োগ তিনগুণ হতে কত সময় লাগবে৷ এই নিয়মে আমাদের আগের উদাহরণ অনুযায়ী ৭২-এর পরিবর্তে ১১৪ ব্যবহার করতে হবে। ধরা যাক, যদি একটি বিনিয়োগ ১০ শতাংশ বার্ষিক রিটার্ন দেয়, তাহলে টাকা তিনগুণ হতে ১১৪/১০= ১১.৪ বছর লাগবে।
১৪৪-এর নিয়ম১৪৪-এর নিয়ম ব্যবহার করে আমরা জানতে পারি আমাদের বিনিয়োগ চারগুণ হতে কত সময় লাগবে। এর জন্য আমাদের হিসেবের সূত্রে ৭২-এর পরিবর্তে ১৪৪ বসাতে হবে। ধরে নেওয়া যাক, যদি একটি বিনিয়োগ ১২ শতাংশ বার্ষিক রিটার্ন দেয়, তাহলে এই বিনিয়োগে টাকার পরিমাণ চারগুণ হতে ১৪৪/১২= ১২ বছর সময় লাগবে।
১৪৪-এর নিয়ম
১৪৪-এর নিয়ম ব্যবহার করে আমরা জানতে পারি আমাদের বিনিয়োগ চারগুণ হতে কত সময় লাগবে। এর জন্য আমাদের হিসেবের সূত্রে ৭২-এর পরিবর্তে ১৪৪ বসাতে হবে। ধরে নেওয়া যাক, যদি একটি বিনিয়োগ ১২ শতাংশ বার্ষিক রিটার্ন দেয়, তাহলে এই বিনিয়োগে টাকার পরিমাণ চারগুণ হতে ১৪৪/১২= ১২ বছর সময় লাগবে।