প্রতিদিন SIP-তে এই ভাবে টাকা রাখলে ভাবতেও পারবেন কত টাকা রিটার্ন পাবেন ! জেনে নিন

মিউচুয়াল ফাণ্ডে এসআইপি ফ্রিকোয়েন্সি বেছে নিতে পারেন বিনিয়োগকারীরা। অর্থাৎ দৈনিক, মাসিক বা ত্রৈমাসিক বিনিয়োগের বিকল্প রয়েছে। বর্তমানে অবশ্য মাসিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি।
মিউচুয়াল ফাণ্ডে এসআইপি ফ্রিকোয়েন্সি বেছে নিতে পারেন বিনিয়োগকারীরা। অর্থাৎ দৈনিক, মাসিক বা ত্রৈমাসিক বিনিয়োগের বিকল্প রয়েছে। বর্তমানে অবশ্য মাসিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি।
ধীরে ধীরে দৈনিক এসআইপি-র প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। দৈনিক এসআইপিতে বিনিয়োগকারী যে কোনও দিন বিনিয়োগ শুরু করতে পারেন। সাধারণত এসআইপি আবেদন ফর্ম জমাক দেওয়ার তারিখ থেকে ৩০ দিন পর দৈনিক এসআইপি নিবন্ধিত হয়।
ধীরে ধীরে দৈনিক এসআইপি-র প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। দৈনিক এসআইপিতে বিনিয়োগকারী যে কোনও দিন বিনিয়োগ শুরু করতে পারেন। সাধারণত এসআইপি আবেদন ফর্ম জমাক দেওয়ার তারিখ থেকে ৩০ দিন পর দৈনিক এসআইপি নিবন্ধিত হয়।
যাঁরা রোজের ভিত্তিতে কাজ করেন, তাঁদের জন্য দৈনিক এসআইপি আদর্শ। আবার একসঙ্গে মোটা অঙ্কের টাকা বিনিয়োগে যে ঝুঁকি রয়েছে, তা এড়াতে চাইলেও দৈনিক এসআইপি করার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। এতে সুশৃঙ্খল বিনিয়োগের অভ্যাস গড়ে ওঠে।
যাঁরা রোজের ভিত্তিতে কাজ করেন, তাঁদের জন্য দৈনিক এসআইপি আদর্শ। আবার একসঙ্গে মোটা অঙ্কের টাকা বিনিয়োগে যে ঝুঁকি রয়েছে, তা এড়াতে চাইলেও দৈনিক এসআইপি করার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। এতে সুশৃঙ্খল বিনিয়োগের অভ্যাস গড়ে ওঠে।
দৈনিক এসআইপিতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ: যদি কেউ পেটিএম-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে ন্যূনতম দৈনিক এসআইপির পরিমাণ ২১ টাকা। একদিনে সর্বাধিক ১০০১ টাকা বিনিয়োগ করা যায়। অনেক ফান্ড অ্যাপ এবং প্ল্যাটফর্মে দৈনিক এসআইপির ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০ টাকাও রয়েছে।
দৈনিক এসআইপিতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ: যদি কেউ পেটিএম-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে ন্যূনতম দৈনিক এসআইপির পরিমাণ ২১ টাকা। একদিনে সর্বাধিক ১০০১ টাকা বিনিয়োগ করা যায়। অনেক ফান্ড অ্যাপ এবং প্ল্যাটফর্মে দৈনিক এসআইপির ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০ টাকাও রয়েছে।
দৈনিক এসআইপিতে ন্যূনতম সময়কাল: ন্যূনতম দৈনিক এসআইপির মেয়াদ এক মাস। বিনিয়োগকারী যদি মেয়াদ শেষের তারিখ উল্লেখ না করেন তাহলে এসআইপি চলতে থাকবে যতক্ষণ না সমাপ্তির নোটিস আসছে বা এসআইপির রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত নির্দেশাবলী, যেটা আগে আসবে।
দৈনিক এসআইপিতে ন্যূনতম সময়কাল: ন্যূনতম দৈনিক এসআইপির মেয়াদ এক মাস। বিনিয়োগকারী যদি মেয়াদ শেষের তারিখ উল্লেখ না করেন তাহলে এসআইপি চলতে থাকবে যতক্ষণ না সমাপ্তির নোটিস আসছে বা এসআইপির রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত নির্দেশাবলী, যেটা আগে আসবে।
দৈনিক এসআইপি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া: দৈনিক মিউচুয়াল ফান্ড এসআইপি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া মাসিক বা ত্রৈমাসিক এসআইপি রেজিস্ট্রেশনের মতোই। প্রথমে বিনিয়োগকারীকে এসআইপি রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে NACH ফর্ম পূরণ করতে হবে। তারপর মিউচুয়াল ফান্ড অফিসে বা কোনও অফিসিয়াল স্বীকৃতি কেন্দ্র বা রেজিস্ট্রার CAMS/Karvy-এ জমা দিতে হবে।
দৈনিক এসআইপি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া: দৈনিক মিউচুয়াল ফান্ড এসআইপি রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া মাসিক বা ত্রৈমাসিক এসআইপি রেজিস্ট্রেশনের মতোই। প্রথমে বিনিয়োগকারীকে এসআইপি রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে NACH ফর্ম পূরণ করতে হবে। তারপর মিউচুয়াল ফান্ড অফিসে বা কোনও অফিসিয়াল স্বীকৃতি কেন্দ্র বা রেজিস্ট্রার CAMS/Karvy-এ জমা দিতে হবে।
অনলাইনে দৈনিক এসআইপি খোলা যায়: হ্যাঁ, মিউচুয়াল ফান্ড হাউসগুলি অনলাইন রেজিস্ট্রেশন-সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে বিনিয়োগকারীকে দৈনিক এসআইপি খুলতে দেয়। দৈনিক এসআইপি খুলতে, বিনিয়োগকারীকে এসআইপি রেজিস্ট্রেশন ফর্ম-সহ স্কিমের আবেদনপত্র জমা দিতে হবে। প্রথমবার বিনিয়োগকারীদের দৈনিক এসআইপি রেজিস্ট্রেশনের জন্য CKYC ফর্মের সঙ্গে প্যান এবং আধারও জমা দেওয়া বাধ্যতামূলক।
অনলাইনে দৈনিক এসআইপি খোলা যায়: হ্যাঁ, মিউচুয়াল ফান্ড হাউসগুলি অনলাইন রেজিস্ট্রেশন-সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে বিনিয়োগকারীকে দৈনিক এসআইপি খুলতে দেয়। দৈনিক এসআইপি খুলতে, বিনিয়োগকারীকে এসআইপি রেজিস্ট্রেশন ফর্ম-সহ স্কিমের আবেদনপত্র জমা দিতে হবে। প্রথমবার বিনিয়োগকারীদের দৈনিক এসআইপি রেজিস্ট্রেশনের জন্য CKYC ফর্মের সঙ্গে প্যান এবং আধারও জমা দেওয়া বাধ্যতামূলক।