‘8:4:3 রুল’ এবং ‘রুল অফ 72’ সম্পর্কে জেনে নিন, এক ধাক্কায় বেড়ে যাবে মিউচুয়াল ফান্ডের রিটার্ন

মিউচুয়াল ফান্ড থেকে ভাল রিটার্ন পাওয়া যায়। এটা সত্য। কিন্তু এই রিটার্নকে আরও বাড়ানো যায়। এর জন্য দুটি নিয়ম মেনে বিনিয়োগ করতে হবে। তাহলে রিটার্ন বেড়ে যাবে বহুগুণ। আর্থিক বিশেষজ্ঞরা এই দুটি নিয়মের নাম দিয়েছেন, ‘৮:৪:৩ রুল’ এবং ‘রুল অফ ৭২’।
মিউচুয়াল ফান্ড থেকে ভাল রিটার্ন পাওয়া যায়। এটা সত্য। কিন্তু এই রিটার্নকে আরও বাড়ানো যায়। এর জন্য দুটি নিয়ম মেনে বিনিয়োগ করতে হবে। তাহলে রিটার্ন বেড়ে যাবে বহুগুণ। আর্থিক বিশেষজ্ঞরা এই দুটি নিয়মের নাম দিয়েছেন, ‘৮:৪:৩ রুল’ এবং ‘রুল অফ ৭২’।
৮:৪:৩ রুল কী: মিউচুয়াল ফান্ডের রিটার্নকে বাড়ানোর জন্য চক্রবৃদ্ধি সুদের নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৮:৪:৩ রুল। এতে বলা হচ্ছে, বিনিয়োগকারী যদি ১২ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পান তাহলে ৮ বছরে তাঁর টাকা দ্বিগুণ হবে। এরপর বিনিয়োগ দ্বিগুণ হতে সময় লাগবে ৪ বছর। এবং পরবর্তী ৩ বছরে ফের দ্বিগুণ হবে বিনিয়োগ।
৮:৪:৩ রুল কী: মিউচুয়াল ফান্ডের রিটার্নকে বাড়ানোর জন্য চক্রবৃদ্ধি সুদের নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ৮:৪:৩ রুল। এতে বলা হচ্ছে, বিনিয়োগকারী যদি ১২ শতাংশ হারে বার্ষিক রিটার্ন পান তাহলে ৮ বছরে তাঁর টাকা দ্বিগুণ হবে। এরপর বিনিয়োগ দ্বিগুণ হতে সময় লাগবে ৪ বছর। এবং পরবর্তী ৩ বছরে ফের দ্বিগুণ হবে বিনিয়োগ।
সোজা কথায়, ৮:৪:৩ রুল অনুযায়ী মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ১৫ বছরে চারগুণ এবং ২১ বছরে আট গুণ বৃদ্ধি পাবে। কমপাউন্ডিংয়ের কারণেই এভাবে বিনিয়োগ বাড়বে। তাই দীর্ঘমেয়াদেই এর সুফল পাওয়া যাবে সবচেয়ে বেশি।
সোজা কথায়, ৮:৪:৩ রুল অনুযায়ী মিউচুয়াল ফান্ড বিনিয়োগ ১৫ বছরে চারগুণ এবং ২১ বছরে আট গুণ বৃদ্ধি পাবে। কমপাউন্ডিংয়ের কারণেই এভাবে বিনিয়োগ বাড়বে। তাই দীর্ঘমেয়াদেই এর সুফল পাওয়া যাবে সবচেয়ে বেশি।
রুল অফ ৭২ কী: বিনিয়োগ দ্বিগুণ হতে কত সময় লাগতে পারে তা অনুমান করার সহজ সুত্র লুকিয়ে রয়েছে ‘রুল অফ ৭২’-এর মধ্যে। এতে বার্ষিক সুদের হারকে ৭২ দিয়ে ভাগ করলেই অর্থ দ্বিগুণ করার জন্য প্রয়োজনীয় বছরের সংখ্যা বেরিয়ে আসবে।
রুল অফ ৭২ কী: বিনিয়োগ দ্বিগুণ হতে কত সময় লাগতে পারে তা অনুমান করার সহজ সুত্র লুকিয়ে রয়েছে ‘রুল অফ ৭২’-এর মধ্যে। এতে বার্ষিক সুদের হারকে ৭২ দিয়ে ভাগ করলেই অর্থ দ্বিগুণ করার জন্য প্রয়োজনীয় বছরের সংখ্যা বেরিয়ে আসবে।
একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক, ১০ শতাংশ বার্ষিক সুদের হারে কেউ ১০০ টাকা বিনিয়োগ করলেন। তাহলে ৭২/১০= ৭.২ বছরে তাঁর বিনিয়োগ দ্বিগুণ হবে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে তা ২ লাখ টাকা হতে সময় লাগবে ৭.২ বছর।
একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরা যাক, ১০ শতাংশ বার্ষিক সুদের হারে কেউ ১০০ টাকা বিনিয়োগ করলেন। তাহলে ৭২/১০= ৭.২ বছরে তাঁর বিনিয়োগ দ্বিগুণ হবে। অর্থাৎ ১ লাখ টাকা বিনিয়োগ করলে তা ২ লাখ টাকা হতে সময় লাগবে ৭.২ বছর।
৮:৪:৩ রুলের সুবিধা: ৮:৪:৩ রুলে বিনিয়োগের স্থিতিশীলতা বজায় থাকে। বাজারের ওঠানামার মধ্যে বিনিয়োগকারীকে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিতে হয় না।
৮:৪:৩ রুলের সুবিধা: ৮:৪:৩ রুলে বিনিয়োগের স্থিতিশীলতা বজায় থাকে। বাজারের ওঠানামার মধ্যে বিনিয়োগকারীকে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিতে হয় না।
বিনিয়োগ থেকে প্রাপ্ত রিটার্ন মুদ্রাস্ফীতিকে টপকে যাবে, এই নিশ্চয়তা পাওয়া যায়। পাশাপাশি নিয়মিত পোর্টফোলিও পর্যালোচনার মাধ্যমে বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ থাকে। এতে ঝুঁকি কমে। কমপাউন্ডিংয়ের সুবিধাকে কাজে লাগিয়ে সর্বাধিক রিটার্নও পাওয়া যায়। পাশপাশি ‘রুল অফ ৭২’ বিনিয়োগকারীকে স্বচ্ছ দৃষ্টিতে বিনিয়োগ সংক্রান্ত ধারনা দেয়। বিনিয়োগ নিয়ে কোনও সংশয় থাকে না।
বিনিয়োগ থেকে প্রাপ্ত রিটার্ন মুদ্রাস্ফীতিকে টপকে যাবে, এই নিশ্চয়তা পাওয়া যায়। পাশাপাশি নিয়মিত পোর্টফোলিও পর্যালোচনার মাধ্যমে বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ থাকে। এতে ঝুঁকি কমে। কমপাউন্ডিংয়ের সুবিধাকে কাজে লাগিয়ে সর্বাধিক রিটার্নও পাওয়া যায়। পাশপাশি ‘রুল অফ ৭২’ বিনিয়োগকারীকে স্বচ্ছ দৃষ্টিতে বিনিয়োগ সংক্রান্ত ধারনা দেয়। বিনিয়োগ নিয়ে কোনও সংশয় থাকে না।