নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য

South 24 Parganas News : তলিয়ে যাচ্ছে নদীর চরের ম্যানগ্রোভ! আতঙ্ক বাড়ছে সুন্দরবনে

দক্ষিণ ২৪ পরগনা: নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলের ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার ব্লকের বুধা খালি গ্রামে নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গলে শুরু হয়েছে বিশাল ভাঙন, ইতিমধ্যে ম্যানগ্রোভ গাছ সহ নদীর চর ধ্বস নিয়ে নদীতে তলিয়ে যাচ্ছে, বড় বড় ম্যানগ্রোভ সহ মাটির চর। উল্লেখ্য প্রতিবছর আয়লা, থেকে আমফান, বুলবুল,রিমল সহ একাধিক বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছিল সুন্দরবনের বুকে। ক্ষতিগ্রস্ত নদী বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে। তার ফলে ক্ষতি মুখে হতে হয়েছে সুন্দরবনের অসহায় কৃষকদের। তার পাশাপাশি বহু মানুষের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় অথবা কোন আশ্রয় কেন্দ্রে তাদের ঠাঁই হয়েছিল।

আরও পড়ুন: জমা জলে অতিষ্ঠ শহর থেকে গ্রাম! হাঁটু জল পেরিয়েই ‌যাতায়াত

সেই দুর্যোগ প্রতি বছর তারা কাটিয়ে উঠে আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসে। আর তাই এভাবে বারে বার সুন্দরবনের বুকে দুর্যোগের কারণে।নদীর ধারে বাস করা প্রায় শতাধিক পরিবারের মানুষজন আতঙ্কে তারা মাঝেমধ্যেই নদীর বাঁধে পাহারায় বেরিয়ে পড়ে। যাতে কোনভাবেই এই নদী বাঁধ রক্ষা করা যাবে তো প্রশ্ন থেকেই যাচ্ছে, যেখানে ম্যানগ্রোভ নদীরবাঁধ নদীর চর রক্ষা করে, আর সেখানেই ম্যানগ্রোভ মাটির ধসের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে নদীতে। সেই আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে সুন্দরবন এলাকার এই সমস্ত মানুষকে। আতঙ্কিত এলাকার মানুষ। দেখা গেল প্রায় এক বিঘা নদীর চর নদী গর্ভে তলিয়ে গেছে সঙ্গে গিয়েছে ম্যানগ্রোভ। এইভাবে ভাঙতে থাকলে আর কয়েক দিনের মধ্যে নদী বাঁধ তলিয়ে যাবে এমনই আশঙ্কা এলাকাবাসীর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা