Glenn Maxwell: গ্লেন ম্যাক্সওয়েলর ক্যাচটা দেখেছেন কি? আইপিএল ২০২২ -র সেরা ক্যাচই দেখেননি!

#মুম্বই: অ্যাথলেটিক্সের দারুণ কারিগরি, বাইশ গজের পিচে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) স্পোর্টিং অ্যাবিলিটি দেখে মুগ্ধ হয়ে গেলেন খোদ আরসিবি -র বিরাট কোহলি৷  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে যদি প্লে অফে যেতে হত তাহলে এই ম্যাচ জিততেই হত৷ আর সেই ম্যাচেই  শুভমান গিলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়৷ গুজরাত টাইটান্স এদিন ওয়াংখেড়েতে ম্যাচ হেরে গেল৷ হার্দিক পান্ডিয়ার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিনে জয় অধরাই থেকে গেল তাদের৷
আইপিএল ২০২২ (IPL 2022) র ৬৭ তম ম্যাচে আরসিবিকে শুরুর দিকেই অর্থাৎ পাওয়ার প্লে তে ব্রে থ্রু এনে দেন৷ ম্যাক্সওয়েলের এক হাতে নেওয়া একটি অবাক করা ক্যাচ শুভমান গিলের ইনিংস খতম করে দেন৷ জস হেজেলউডের ওভারে এই ক্যাচ নেন তিনি৷ দেখে নিন ভাইরাল ভিডিও

শুভমান গিলর শটটি একটু ধীরে ছিল , ফলে আউট সুইঙ্গারের থিক এজ লেগে সেই শটটি থার্ডম্যানের দিকে চলে যায়৷ ম্যাক্সওয়েল স্লিপে ছিলেন সেখান থেকে ফুল লেংথ ডাইভ দিয়ে এক হাতে ক্যাচ ধরেন৷ ক্যাচটা এতটাই ভাল ছিল যে এটা আইপিএল ২০২২ -র নিশ্চিত ভাবে অন্যতম সেরা ক্যাচ৷
আরও পড়ুন – Andrew Symonds Death: একদিনও বাবা -মাকে চোখে দেখেননি, ভেঙেছে প্রথম বিয়ে, সাইমন্ডসের ব্যক্তিগত জীবন
আরসিবি-র অস্ট্রেলিয়ান পেসার হেজেলউড টি টোয়েন্টি ১০০ উইকেট নিয়ে ফেললেন শুভমান গিলকে আউট করে৷ টি টোয়েন্টি ক্রিকেটে  প্রথম ওভারেই উইকেট নিয়ে নেন৷ ম্যাক্সওয়েলের  নায়কোচিত ক্যাচ নিয়ে বিরাট কোহলি মুগ্ধ হয়ে যাচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে খুবই চর্চা শুরু হয়ে গেছে৷

নেটিজেনরা মন্তব্য করেছেন, ‘‘ ম্যাক্সওয়েলের  থেকে ব্লাইন্ডার এই মরশুমের অন্যতম সেরা৷ ট্যুইটার জানিয়েছে, ‘‘বিরাট কোহলির রিঅ্যাকশন আমাদের বলেছে যে এটা স্টানার৷’’
ম্যাচ নিয়ে কথা বলতে হলে আরসিবি বোলাররা হেজেলউড এবং ম্যাক্সওয়েল ২ টি করে উইকেট নেন৷ পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স প্লে অফ স্টেজের টিকিট আগেই পৌঁছে গিয়েছিল৷ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স এদিন বড় জয় পাওয়ার পর তাদের প্লে অফের আশা এখনও একেবারে টাটকা রয়ে গেল৷
এদিনের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটাররা দুরন্ত ব্যাটিং করেন৷ ডু প্লেসিস ৩৮ বলে ৪৪ করেন, তবে  বিরাট কোহলি এদিন ঝকঝকে ক্রিকেট খেলেন৷ ৫৪ বলে ৭৩ করেন৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৪০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ছিল ৫ টি চার ও ২ টি ছয় মারেন৷