IPL 2022 Lucknow Super Giants: নজর কাড়ল দলের লোগো, শুরুতেই চমক সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপারজায়ান্টসের

লখনউ: আইপিএলে এবার চমক নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি ৷ যার মধ্যে অন্যতম কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস (IPL 2022 Lucknow Super Giants) ৷ দলের নাম ঘোষণা করার পর এবার লোগোও প্রকাশিত হল ৷ প্রাচীন ভারতীয় পুরণের সাহায্য নিয়েই নতুন লোগো প্রকাশ করেছে লখনউ ফ্র্যাঞ্চাইজি (Lucknow Super Giants Unveils Team Logo) ৷

লখনউয়ের (Lucknow Super Giants) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই লোগো পৌরাণিক পাখি গরুড়ের আদলে তৈরি। লোগোতে রয়েছে ভারতের পতাকার রং-ও ৷ টিম লখনউয়ের হলেও এই দল গোটা দেশের ৷ তাই লোগোতে তেরঙ্গা এবং এই ধরনের অভিনব লোগোই ব্যবহার করা হয়েছে ৷ এমনটাই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে ৷ গোটা ভারতকে ঐক্যবদ্ধ করবে লখনউ সুপার জায়ান্টস। লোগোর মাধ্যমে পজিটিভ শক্তি এবং সাফল্যের আরও উঁচুতে ওঠার কথা বলা হয়েছে।

এবারের আইপিএলেই প্রথমবার আত্মপ্রকাশ ঘটছে লখনউ দলের ৷ অধিনায়ক হিসেবে কেএল রাহুলকে বেছে নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি ৷