RCB vs LSG: লখনউয়ের ঘরের মাঠে টস জিতল আরসিবি, ব্যাটিংয়ের সিদ্ধান্ত ডুপ্লেসির

লখনউ: দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আরসিবি ২১২ রান করলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছিল এলএসজি। ফলে সোমবার লখনউয়ের ঘরের মাঠে পাল্টা বদলা নেওয়ার সুযোগ বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের কাছে। এই ম্যাচ জিততে না পারলে প্লে অফের ওঠার রাস্তা আরও কঠিন হবে আরসিবির কাছে। অপরদিকে, ঘরের মাঠে ব্যাঙ্গালোরকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে কেএল রাহুলের দলের কাছে।

আরসিবি বনাম এলএসজির মেগা ফাইটে টস ভাগ্য সাথ দিল ফাফ ডুপ্লেসির। চোট সারিয়ে এই ম্যাচ থেকে ফের আরসিবিকে নেতৃত্বে দেবেন ফাফ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক। কারণ লখনউয়ের এই উইকেট একটু স্লো। কম রানের খেলা হয়ে থাকে। তাই প্রথনে ফ্রেশ উইকেটে ব্যাট করে নিতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যাঙ্গালোরের। অপরদিকে, টস হারলেও ঘরের মাঠের পিচ সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল লখনউ। প্রতিপক্ষকে যতটা কম রানে আটকে রাখা যায় ও সেই হিসেবে রান চেজের রণনীতি প্রস্তুত করতে চাইছে কেএল রাহুলের দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুয়াশ প্রভুদেসাই, করণ শর্মা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জস হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

লখনউ সুপার জায়ান্টসের একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মায়ের্স, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, ক্রুণাল পান্ডিয়া, অমিত মিশ্রা, যশ ঠাকুর, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন-উল-হক এবং রবি বিষ্ণোই।

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’

আরও পড়ুনঃ Anushka Sharma Birthday: বিরাট-অনুষ্কার সবথেকে রোমান্টিক ১০টি ছবি, সঙ্গে কোহলির ‘সবকিছুর’ জন্মদিনে ‘বিরুষ্কার’ কাহিনি

প্রসঙ্গত, বর্তমানে ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারের সৌজন্যে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। ধারাবাহিকতার অভাব আরসিবির প্রধান সমস্যা। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারের পর ঘুড়ে দাঁড়াতে মরিয়া ব্যাঙ্গালোর। এই ম্যাচ থেকে অধিনায়ক হিসেবে ফেরার কথা ফাপ ডুপ্লেসির। অপরদিকে, ৮ ম্যাচে ৫ জয় ৩ হারের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ। আজ আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।