Tag Archives: Rcb vs Lsg

Mayank Yadav: মায়াঙ্ক যাদবের পেসে চোখে সর্ষে ফুল দেখল আরসিবি, লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হার বিরাটদের

বেঙ্গালুরু: কেকেআরর পর ঘরের মাঠে এলএসজির বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হল আরসিবিকে। টি-২০ ক্রিকেটে ১৮২ রানের টার্গেট বর্তমানে খুব বড় নয়। তারপর চিন্নাস্বামীর মত ছোট মাঠে সমস্যা হওয়ারও কথা নয়। কিন্তু সেই টার্গেট তাড়া করতে নেমে লখনউয়ের তরুণ পেসার মায়াঙ্ক যাদবের আগুনে বোলিংয়ের সামনে চোখ সর্ষে ফুল দেখে আরসিবি ব্যাটাররা। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহিপল লোমরর। ১৫৩ রানে অলআউট হয়ে যায় আরসিবি।

ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। লখনউ সুপার জায়ান্টসের হয়ে টপ অর্ডারে একা লড়াকু ইনিংস খেলেন কুইন্টন ডিকক। ৮১ রানে অনবদ্য ইনিংস খেলেন তিনি। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস। কেএল রাহুল, মার্কাস স্টয়নিসরা সেট হয়েও বড় স্কোর করতে পারেননি। রাহুল ২০ ও স্টয়নিস ২৪ রান করেন। শেষের দিকে ঝোড়ো ২১ বলে ৪০ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ করে লখনউ।

রান তাড়া করতে নেমে ঘরের মাঠে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় আরসিবি। বিশেষ করে গত ম্যাচে নজরকাড়া এলএসজির তরুণ পেসার মায়াঙ্ক যাদব এদিনও আগুনে বোলিং করেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, রজত পাতিদারের উইকেট শিকার করেন। মায়াঙ্কের পেসের সামনে দাঁড়াতে পারেনি আরসিবির ব্যাটিং লাইনের টপ অর্ডারের তারকারা। কোহলির ২২ ও পাতিদারের ২৯ রান করেন।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

শেষের দিকে দিকে মাহিপল লোমরর চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারেননি। ১৩ বলে ৩৩ রান করলেও তা হারা ম্যাচ জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত পুরো ওভার ব্যাটও করতে পারেনি আরসিবি। ১৯.৪ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায় বেঙ্গালুরু। ২৮ রানে ম্যাচ জেতে কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

IPL 2024 RCB vs LSG: ডিকক ও পুরানের ব্যাট মান রক্ষা লখনউয়ের, আরসিবির সামনে টার্গেট ১৮২ রান

বেঙ্গালুরু: ভাল শুরু করেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চিন্নাস্বামীতে বড় স্কোর করতে পারল না লখনউ সুপার জায়ান্টস। প্রথমদিকে এলএসজির হয়ে একা লড়াই চালিয়ে যান কুইন্টন ডিকক। খেলেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর শেষের দিকে নিকোলাস পুরানের ঝোড়ো ৪০ রানের ইনিংসের সৌজন্যে লড়াই করার মত স্কোর করে লখনউ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ করে লখনউ।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

ঘরের মাঠে টস জিত প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি। এদিন লখনউয়ের হয় দলে ফেরেন অধিনায়ক কেএল রাহুল। ওপেনিংয়ে কুইন্টন ডিককের সঙ্গে জুটি বেঁধে ভাল শুরু করে রাহুল। অর্ধশতরানের পার্টনারশিপও করেন তারা। কিন্তু রাহুল ২০ রান করে আউট হন। অপরদিকে, নিজের ইনিংস চালিয়ে যান ডিকক। দেবদূত পাড়িক্কল বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ৬ রান করেই আউট হন তিনি।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

এরপর মার্কাস স্টয়নিস ও ডিকক মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। একাধিক চোখ ধাঁধানো শট খেলেন ডিকক। পূরণ করেন নিজের অর্ধশতরান। স্টয়নিসের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপও করেন ডিকক। কিন্তু স্টয়নিসও বড় স্কোর করতে পারেননি। ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর ব্যক্তিগত ৮১ রান করে আউট হন ডিকক। ৫টি ছয় ও ৮টি চারে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা

প্রোটিয়া তারকা আউট হওয়ার পরই লখনউয়ের রান রেট অনেকটা পড়ে যায়। খাতা না খুলেই আউট হন আয়ূষ বাদোনি। শেষের দিকে নিকোলাস পুরান ছোট হলেও একটা কার্যকরী মারকাটারি ইনিংস খেলে দলকে লড়াই করার মত স্কোরে পৌছে দেন। ২১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন ক্যারিবিয়ান তারকা। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৮০-তে থামে এলএসজি। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল।

Kohli vs Gambhir: শুধু কোহলি-গম্ভীর ‘যুদ্ধ’ নয়, আরও ২ লখনউ ক্রিকেটারের সঙ্গে তুমুল বিবাদ বিরাটের

লখনউ: আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ শেষে সোমবার আরও একবার ক্রিকেট বিশ্ব দেখল বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের তুমুল বাদানুবাদ। যা সচরাচর ক্রিকেট মাঠে দেখা যায় না। একে অপরের দিকে তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ করতে দেখা যায় কোহলি-গম্ভীরকে। এই দুই তারকার মধ্যে যে একটা ঠান্ডা-গরম যুদ্ধ বিগত এক দশকের বেশি সময় ধরে চলে আসছে তা আমাদের সকলেরই জানা। কিন্তু সোমবার ম্যাচে প্রথমেই গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা লাগেনি বিরাট কোহলির। কোহলির সঙ্গে বিবাদের সূত্রপাত অন্য কারও সঙ্গে। কিন্তু শেষে তা রূপ পায় কোহলি-গম্ভীর ‘যুদ্ধের।’

লখনউয়ের লো স্কোরিং ম্যাচে আরসিবির দেওয়া ১২৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেেক পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল এলএসজি। এমনিতেও এই ম্যাচ ছিল চিন্নাস্বামীতে আরসিবির হোমে লখনউয়ের বিরুদ্ধে হারের প্রতিশোধ ম্যাচ। তাই গরমাগরম পরিস্থিতি প্রথম থেকেই ছিল। কোহলির সেই মেজাজ ও অ্যাগ্রেশন ফিল্ডিং করতে নেমে প্রথন থেকেই দেখা যাচ্ছিল। একটা সময় যখন ক্রিজে ছিলেন অমিত মিশ্রা ও নবীন উল হক। তখনই প্রথম নবীন উল হকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। তারপর সেই বিবাদ থামাতে গিয়ে অমিত মিশ্রার সঙ্গেও কোহলিরও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

আরও পড়ুনঃ Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে ম্যাচ চলাকালীন দেখা গিয়েছে বিরাট কোহলিকে কিছু একটা বলেন নবীন উল হক। সেই সময়ই তেড়ে গিয়ে পাল্টা তার প্রতিক্রিয়া দেন বিরাট কোহলি। উত্তপ্ত পরিস্থতির সৃষ্টি হয়। চলে বাদানুবাদ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন অমিত মিশ্রা। দৌড়ে গিয়ে বিরাট কোহলিকে দূরে নিয়ে আসেন ম্যাচ আম্পায়ারও। মিশ্রার সঙ্গেও অল্প বিস্তর বাদানুবাদ হয় কোহলির। বিরাট বোঝানোর চেষ্টা করেন ঝামেলার শুরু নবীন উল হক করেছেন। কোনও ক্রমে পরিস্থিতি শান্ত করা যায়। কিন্তু ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের নবীন উল হকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সেখান কাইল মেয়ার্স এসে কোহলিকে কিছু বলার চেষ্টা করেন। তারপর আসেন গম্ভীর। শেষে নজিরবিহীন ঝামেলা শুরু হয় কোহলি-গম্ভীরের।

আরও পড়ুনঃ Kohli vs Gambhir: গম্ভীরের কাটা ঘায়ে নুনের ছিটে, ম্যাচ জয় ও ঝামেলার পর সোশ্যাল মিডিয়ায় যা করলেন কোহলি

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’

প্রসঙ্গত, এদিন লখনউের বিরুদ্ধে জিতে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল আরসিবি। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। ফাফ ডুপ্লেসি ৪৪, বিরাট কোহলি ৩১ রান করেন। রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায় লখনউ। ১৮ রানের ম্যাচ জেতে ব্যাঙ্গালোর। এলএসজির হয়ে সর্বোচ্চ ২৩ রান তরেন কৃষ্ণাপ্পা গৌতম। আরসিবির সর্বোচ্চ ২টি করে উইকেট নেন করণ শর্মা ও জস হ্যাজেলউড। এছাড়া একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরঙ্গা ও হার্শল প্যাটেল।

Kohli vs Gambhir: ফের কোহলি বনাম গম্ভীর তুমুল ঝামেলা, তেড়ে যাওয়া থেকে আঙুল তুলে আক্রমণ, থামাতে হিমসিম খেল দুই দল

লখনউ: ফের একবার আইপিএলের মঞ্চে বিরাট কোহলির বনাম গৌতম গম্ভীর দ্বন্দ্ব। তাদের ‘শত্রুতার’ যেন কেনও শেষ নেই। শুরুটা হয়েছিল সেই ২০১৩ সালের আইপিএলে। কেকেআর বনাম আরসিবি ম্যাচে। এরপরও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। আইপিএল ২০২৩-এ আরসিবির বনাম লখনউ সুপার জায়ান্টসের প্রথম পর্বের সাক্ষাতে চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পর আবেগ ধরে রাখতে পারেননি গৌতম গম্ভীর। আবেগের বিস্ফোরণে করেছিলেন নানা অঙ্গভঙ্গি। সেখান থেকেই যেন বিরাট-গম্ভীর দ্বন্দের আগেুনে ফের ঘি পড়েছিল। কিন্তু লখনউয়ের মাঠে আরসিবি বদলার ম্যাচ জেতার পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে যেটা ঘটল তা ছাপিয়ে গেল অতীতে সব কিছুকে।

ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন। প্রথম পর্বের হারের পাল্টা জবাব দিতে গিয়ে মাঠে নিজের চেনা মেজাজে দেখা যায় বিরাট কোহলিকে। এক একটি করে লখনউয়ের উইকেট পড়েছে আর কোহলির আবেগতাড়িত সেলিব্রেশন দেখেছে সকলে। একটা সময় তো এলএসজির উইকেট পড়ার পর লখনউয়ের ডাগআউটের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করে থাকার ভঙ্গি দেখান কোহলি। আসলে বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখে আঙুল নিয়ে দর্শকদের চুপ করিয়েছিলেন গৌতম গম্ভীর। আর বিরাট তার পাল্টা দেওয়ার পর গম্ভীরকে ক্ষুব্ধ দেখিয়েছিল। ম্যাচ চলাকালীন লখনউয়ের নবীন উল হকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন কোহলি।

ঘটনা এখানেই শেষ নয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় ফের কথা কাটাকাটি শুরু হয়ে কোহলি ও নবীন উল হকের। সেই সময় সেখানে উপস্থিত হন গৌতম গম্ভীর। কোহলি ও গম্ভীর হাত মেলানোর সময় এক ঝটকায় হাত ছাড়িয়ে দেন। তারপরই বাদানুবাদ শুরু হয় দু জনের মধ্যে। ছুটে আসেন দুই দলের প্লেয়ার ও কোচিং স্টাফরা। সাময়ীকভাবে পরিস্থিতি ঠান্ডা করা হয়। কিন্তু কিছু সময় পর কোহলি ও গম্ভীর দূর থেকে কিছু বলেন। তখন ফের একে অপরের দিকে তেড়ে যান। একে অপরের দিকে আঙুল তুলে চলে তুমুল বিবাদ। দুই দিল্লির ক্রিকেটারের ঝামেলা থামাতে ময়দানে নামেন অমিত মিশ্রা ও বিজয় দাহিয়া। তাদের চেষ্টায় কোনওমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। যেখান স্পষ্ট দেখা যায় মাঠের পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়েছিল। পরে কেএল রাহুলের সঙ্গেও আলাদা করে কথা বলেন বিরাট কোহলি। তখন অবশ্য পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। কিন্তু এই ঘটনার জন্য বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার।

RCB vs LSG: লখনউয়ের ঘরের মাঠে টস জিতল আরসিবি, ব্যাটিংয়ের সিদ্ধান্ত ডুপ্লেসির

লখনউ: দুই দলের প্রথম পর্বের সাক্ষাতে ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। আরসিবি ২১২ রান করলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছিল এলএসজি। ফলে সোমবার লখনউয়ের ঘরের মাঠে পাল্টা বদলা নেওয়ার সুযোগ বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের কাছে। এই ম্যাচ জিততে না পারলে প্লে অফের ওঠার রাস্তা আরও কঠিন হবে আরসিবির কাছে। অপরদিকে, ঘরের মাঠে ব্যাঙ্গালোরকে হারাতে পারলে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ থাকছে কেএল রাহুলের দলের কাছে।

আরসিবি বনাম এলএসজির মেগা ফাইটে টস ভাগ্য সাথ দিল ফাফ ডুপ্লেসির। চোট সারিয়ে এই ম্যাচ থেকে ফের আরসিবিকে নেতৃত্বে দেবেন ফাফ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আরসিবি অধিনায়ক। কারণ লখনউয়ের এই উইকেট একটু স্লো। কম রানের খেলা হয়ে থাকে। তাই প্রথনে ফ্রেশ উইকেটে ব্যাট করে নিতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ব্যাঙ্গালোরের। অপরদিকে, টস হারলেও ঘরের মাঠের পিচ সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল লখনউ। প্রতিপক্ষকে যতটা কম রানে আটকে রাখা যায় ও সেই হিসেবে রান চেজের রণনীতি প্রস্তুত করতে চাইছে কেএল রাহুলের দল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একাদশ: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, অনুজ রাওয়াত, মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুয়াশ প্রভুদেসাই, করণ শর্মা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জস হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

লখনউ সুপার জায়ান্টসের একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মায়ের্স, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, ক্রুণাল পান্ডিয়া, অমিত মিশ্রা, যশ ঠাকুর, কৃষ্ণাপ্পা গৌতম, নবীন-উল-হক এবং রবি বিষ্ণোই।

আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর ‘রহস্য ফাঁস’

আরও পড়ুনঃ Anushka Sharma Birthday: বিরাট-অনুষ্কার সবথেকে রোমান্টিক ১০টি ছবি, সঙ্গে কোহলির ‘সবকিছুর’ জন্মদিনে ‘বিরুষ্কার’ কাহিনি

প্রসঙ্গত, বর্তমানে ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারের সৌজন্যে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে আরসিবি। ধারাবাহিকতার অভাব আরসিবির প্রধান সমস্যা। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে হারের পর ঘুড়ে দাঁড়াতে মরিয়া ব্যাঙ্গালোর। এই ম্যাচ থেকে অধিনায়ক হিসেবে ফেরার কথা ফাপ ডুপ্লেসির। অপরদিকে, ৮ ম্যাচে ৫ জয় ৩ হারের সৌজন্যে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লখনউ। আজ আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।