আজ না খেলেই আউট হতে পারে আরসিবি! আইপিএলের বড় নিয়ম, সবাই জানেন না

আহমেদাবাদ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল ইতিহাস সৃষ্টি করে এবার প্লে অফে জায়গা করে নিয়েছে। টানা ৬ ম্যাচ হারার পর আরসিবি শেষ পর্যন্ত প্লে-অফ খেলছে।

বিরাট কোহলির প্রথমবারের মতো ট্রফি জেতার স্বপ্ন পূরণ হতে পারে এবার। কিন্তু আইপিএলের নিয়ম বলছে, আজ না খেলেই আউট হতে পারে আরসিবি! এই নিয়মের সুফল পেতে পারে রাজস্থান। তবে বলে রাখা ভাল, পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি যে দলটির কথা বলা হচ্ছে সেটি হল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টানা ৬ ম্যাচ হেরে তারা যেভাবে ফিরে এসেছে টুর্নামেন্টের ইতিহাসে তা এখনও পর্যন্ত ঘটেনি।

আরও পড়ুন- KKR News: কেকেআরে ‘ফিরলেন’ তারকা বিদেশি!মানেননি কোনও প্রতিকুলতা,লক্ষ্য আইপিএল জয়

লিগের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে তারা। ভাল নেট রান রেটের ভিত্তিতে চেন্নাইকে পিছনে ফেলে আরসিবি এগিয়ে যেতে সফল হয়েছিল।

চলতি মরসুমে এখনও পর্যন্ত অনেক লিগের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে গুজরাত টাইটান্স। বৃষ্টি তাদের প্লে-অফের আশা শেষ করে দেয়।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান ও বেঙ্গালুরু ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। এই ম্যাচে বৃষ্টি হলে এলিমিনেটর না খেলেই আউট হতে পারে আরসিবি।

আইপিএল গভর্নিং কাউন্সিল কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে ম্যাচ না হলে ক্ষতি হবে আরসিবির।

আরও পড়ুন- নবাগত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের আগে চাপে বাংলাদেশ

বৃষ্টির কারণে ম্যাচ পুরো না হলে অন্তত ৫ ওভারের ম্যাচ পরিচালনার চেষ্টা করা হবে। সেটাও সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ম্যাচে যদি একটি বলও খেলা না হয়, তা হলে পয়েন্ট টেবিলে যে দল ভাল অবস্থানে থাকবে তারাই এগিয়ে যাবে।