Mumbai Indians vs Sunrisers Hyderabad: ১৭ বছরের IPL-এ এক ম্যাচে উঠল সর্বোচ্চ রান! ধুন্ধুমার ব্যাটিং করেও হার মুম্বইয়ের

হায়দরাবাদ: রোহিত শর্মার দুশো তম আইপিএল ম্যাচ ৷ আর সেই ম্যাচেই রেকর্ডের ছড়াছড়ি ৷ আইপিএলের ইতিহাসে প্রথম ইনিংসে সর্বোচ্চ রান, দুই ইনিংসে সর্বোচ্চ রান, একটি ম্যাচে সর্বাধিক রেকর্ড- বুধবারের মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ সবকিছুই দেখল৷ শেষ পর্যন্ত অবশ্য দু দলের ধুন্ধুমার ব্যাটিংয়ের শেষেও রোহিত শর্মার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকল না৷ কারণ হায়দরাবাদের দেওয়া পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৬ রানে থামল মুম্বাই৷ ফলে দু ইনিংস মিলিয়ে এক ম্যাচেই উঠল ৫২৩ রান৷ যা আইপিএলের ১৭ বছরের ইতিহাসে রেকর্ড৷

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ । IPL 2024 Points Table

এ দিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৷ কিন্তু শুরু থেকেই মুম্বইয়ের বোলিং নিয়ে ছেলেখেলা শুরু করেন হায়দরাবাদের ব্যাটসম্যানরা ৷ শুরুটা করেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৷ মাত্র ২৪ বলে ৬২ রান করেন তিনি৷ হেড আউট হওয়ার পর তাঁর থেকেও বিধ্বংসী ব্যাটিং শুরু করেন তরুণ অভিষেক শর্মা ৷ বাঁ হাতি এই ব্যাটসম্যান এ দিন মাত্র ১৬ বলে অর্ধশতরান করেন ৷ রোহিত শর্মার সামনেই দর্শকদের মন জয় করে নেন আর আর এক শর্মা৷ ২৩ বলে ৬২ রান করে আউট হন তিনি৷ মাত্র ১৬ বলে ছয় মেরে অর্ধ শতরান করেন অভিষেক৷ যা আইপিএলের দ্বিতীয় দ্রুততম৷

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

আরও পড়ুন: ট্রেনের কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা ফেরত পাওয়া যায়? জানুন রেলের নিয়ম

আগের ম্যাচে ইডেনে কেকেআর-এর বিরুদ্ধে কার্যত অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিচ্ছিলেন হেনরিক ক্লাসেন৷ এ দিনও একই রকম বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি৷ ৩৪ বলে ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন ক্লাসেন৷ তাঁকে যোগ্য সঙ্গত করে ২৮ বলে ৪২ রান করে নট আউট থাকেন মারক্রাম৷ শেষ পর্যন্ত কুড়ি ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে হায়দরাবাদ৷ যা আইপিএলের ইতিহাসে কোনও টিমের করা সর্বোচ্চ স্কোর৷ এতদিন ২০১৩ সালে পুণের বিরুদ্ধে বেঙ্গালুরুর করা ২৬৩ রানই ছিল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ৷ সেই রেকর্ড এ দিন ভেঙে দেন হেড,অভিষেক, ক্লাসেনরা৷

তবে হায়দরাবাদের ব্যাটসম্যানরা যেখানে থেমেছিলেন, সেখান থেকেই যেন রান তাড়া করতে নেমে শুরু করেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান শর্মা ৷ দুশো তম ম্যাচে চেনা মেজাজেই ছিলেন হিটম্যান রোহিত৷ বিধ্বংসী মেজাজে ছিলেন ঈশান কিষানও৷ মাত্র তিন ওভারেই ৫০ রানে পৌঁছে যায় মুম্বাই৷ কিন্তু রোহিত এবং ঈশান ফিরতেই মুম্বাইয়ের রান তাড়া করার অঙ্কটা কঠিন হতে থাকে৷ ব্যক্তিগত ২৪ রানের মাথায় রোহিতকে ফেরান হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স৷ ঈশান ফেরেন ৩৪ রানে৷ তবে চেষ্টা করতে থাকেন নমন ওঝা, তিলক ভর্মা, অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, টিম ডেভিডরা৷ দুরন্ত অর্ধ শতরান করেন তিলক৷ চেষ্টা করেছিলেন হার্দিকও৷ কিন্তু হায়দরাবাদের বিপুল লক্ষ্যমাত্রার চাপে একসময় আত্মসমর্পণ করেন মুম্বইয়ের ব্যাটসম্যানরা৷ শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৬ তোলে মুম্বই৷ হারলেও আইপিএলে এটিই মুম্বইয়ের সর্বোচ্চ স্কোর৷ পর পর দু ম্যাচ হেরে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে শুরুটা ভাল হল না হার্দিকের৷